চুলের যত্নে কার্যকরী কিছু উপায়

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদেরকে জানাবো চুলের যত্নে কিছু কার্যকরী উপায়।চুলের সৌন্দর্য ধরে রাখতে আইডিয়া গুলো অনেক কাজে দিবে। আশা করছি আপনারা সবাই এতে অনেক উপকৃত হবেন।
তবে চলুন, কথা না বাড়িয়ে শুরু করা যাক।

১.খুশকি মুক্ত চুলের জন্য শ্যাম্পুতে লেবুর রস মিশিয়ে শ্যাম্পু করুন, এতে খুশকি চলে যাবে।

২.তেলে মেথি মেশান, চুলের গোড়া মজবুত হবে।

৩.অনেক লম্বা চুল চান??
(এক কাপ রসুনের রসের সাথে দুই চা চামচ লেবুর রস এবং দুই চা চামচ নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রেখে দিন এক ঘণ্টা। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন, এক সপ্তাহ ব্যবহারে চুল অনেক লম্বা হয়ে যাবে।)

৪.মসৃণ চুলের জন্য ঘৃতকুমারী ব্যবহার করুন এক সপ্তাহের ফল পাবেন।

৫.ঘন লম্বা চুল চান??
(পেঁয়াজের রস ব্যবহার করুন, কয়েক বার ব্যবহারে চুল ঘন এবং লম্বা হবে।)

৬.চুলে তেল এক ঘন্টা রাখলে যে উপকার সাতদিন রাখলেও সেই একই উপকার।

৭. সিল্কি চুল পেতে চাইলে মেথি এক ঘণ্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে সমস্ত চুলে ভালভাবে লাগিয়ে রাখুন যতক্ষণ না শুকিয়ে যায়, পরে শ্যাম্পু করে নিন। মাত্র একবার ব্যবহারে চুল সিল্কি হয়ে যাবে।

৮.আমরা অনেকই চুল শক্ত করে বাধি, শক্ত করে বাধার ফলে চুলের গোড়ায় অনেক টান লাগে দেখা যায় এতে চুল ঝরে পরার পরিমাণ অনেক বেড়ে যায়, শক্ত করে চুল বাধা থেকে বিরত থাকলে চুল ঝরে পরা আটকাতে পারব।

৯.আমলকিতে অনেক পুষ্টি উপাদান বিদ্যমান, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।

১০.কালোজিরা চুলের জন্য অনেক উপকারী। কালোজিরা ব্লেন্ড করে নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলায় গরম করে একটি পাত্রে রেখে দিন পরপর কয়েক দিন ব্যবহার করুন, চুল ঘন কালো হবে। নিজেই পরিবর্তন লক্ষ করতে পারবেন।

আজ এ পর্যন্তই। আশা করি এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনারা সবাই অনেক উপকৃত হবেন।সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন
আবারো ফিরে আসবে এমন নতুন নতুন আইডিয়া নিয়ে
আল্লাহ হাফেজ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন