জনপ্রিয় দেশাত্মবোধক গান এর তালিকা

দেশাত্মবোধক গান মানুষকে দেশপ্রেম জাগ্রত করে,ভালোবাসতে শেখায়। পূর্ব ও পশ্চিম বিখ্যাত শিল্পীদের গাওয়া অসংখ্য দেশাত্মবোধক গান রয়েছে। প্রিয় পাঠক,আজ আমি আপনাদের জন্য বাছাই করে সেরা দেশাত্মবোধক গান গুলোর সংগৃহিত লিস্ট তৈরী করেছি।

জনপ্রিয় দেশাত্মবোধক গান এর তালিকা-

১| আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

২| এবার তোর মরা গাঙে বাণ এসেছে/ জয় মা বলে ভাসা তরী

৩| ও আমার দেশের মাটি/ তোমার পরে ঠেকাই মাথা

৪| যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে

৫| নিশিদিন ভরসা রাখিস হবেই হবে

৬| তোর আপন জনে ছাড়বে তোরে, তা ব’লে ভাবনা করা চলবে না ।

৭| আপনি অবশ হলি তবে

৮| আমি ভয় করব না, ভয় করব না

৯| আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে

১০| আমরা মিলেছি আজ মায়ের সাথে

১১| জন গণ মন অধিনায়ক জয় হে

১২| সঙ্কটের বিহ্বলতা নিজেরে অপমান

১৩| নাই নাই ভয়, হবে হবে জয়

১৪| বাংলার মাটি বাংলার জল

১৫| হে মোর চিত্ত পুণ্যতীর্থ

১৬| দেশ দেশ নন্দিত

১৭| আগে চল আগে চল ভাই

১৮| যদি তোর ভাবনা

১৯| আজ বাংলাদেশের হৃদয় হতে এখন আপনি

২০| ওই ভুবনমন মোহিনী  

২১| সার্থক জনম আমার

২২| ওরে তোরা নাই বা কথা বললি 

২৩| আনন্দধ্বনি জাগাও গগনে

২৪| এখন আর দেরি নয় ধরগো তোরা হাতে হাতে ধরগো 

২৫| আমরা পথে পথে যাব

২৬| রইল বলে রাখলে কারে

২৭| জননীর দ্বারে আজি

২৮| চলো যাই চলো

২৯| আজি এ ভারত লজ্জিত হে

৩০| শুভ কর্মপথে ধরো

৩১| ওরে নূতন যুগের ভোরে

৩২| ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো

৩৩| বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান

৩৪| সাধন কি মোর আসন নেবে

৫| আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল

৩৬| আমার শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা

৩৭| ধন ধান্যে পুষ্পে ভরা (জনপ্রিয় দেশাত্মবোধক গান)

৩৮| দেখ মা আবার দুয়ার খুলে গলে গলে এনু মা তোর হিন্দু মুসলমান দুই ছেলে।

৩৯| মোদের গরব মোদের আশা আ মরি বাংলাভাষা (জনপ্রিয় দেশাত্মবোধক গান)

৪০| ধন্য আমি জন্মেছি মা তোমার ধূলিতে

৪১| পথে এবার নামো সাথী পথেই হবে এ পথ চেনা

৪২| ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি (রচয়িতা- কাজী নজরুল ইসলাম)

৪৩। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আমার রাখাল মন, গান গেয়ে যায় এই আমার দেশ, এই আমার প্রেম আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।

৪৪। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না। দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা 

৪৫।একতারা তুই দেশের কথা বলরে এবার বল আমাকে তুই বাউল করে, সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে, তোর সুর যেন বাজে।। একটি কথা আমি শুধু বলে যেতে …

Related Posts

11 Comments

মন্তব্য করুন