জানা অজানা পশ্নউত্তর [ পর্ব ৪ ]

জানা অজানা পশ্নউত্তর

1= একজন নারী টানা ৭ দিন না ঘুমিয়ে কি করে সুস্থ থাকতে পারে ?
উত্তর : দিনে না ঘুমিয়ে সে রাতে ঘুমাবে ।

2 = কোন প্রশ্নের উত্তরে হ্যা না বলা যায় না ? উত্তর : আপনি কি ঘুমিয়ে আছেন ।

3 = কোন টেবিলে পায়া থাকে না?
উত্তর : টাইম টেবিল

4 = বল তো , কোন বাচ্চার মা নেই ?
উত্তর: চৌবাচ্চা।

5 = বল তো দাঁত থাকলেও কে খেতে পারেনা ?
উত্তর: চিরুনী।

<

6 = উপরে আছে কাটা ভিতরে থাকে আটা ?
উত্তর : কাঁঠাল

7 = একটি নীল সাগরে কালো পাথর ছুরে ফেললে কি হবে বলুন তো ?
উত্তর : কি আর হবে সেটি তলিয়ে যাবে ।

8 = একটি আপেলের অর্ধেক করে কাটলে সেটি কেমন দেখাবে ?
উত্তর : কি আবার বাকি অর্ধেক এর মত

9 = কোন শাড়ি পড়া যায় না ?
উত্তর: মশারি

10 = একটি বাড়ি তৈরি করতে ৮ জন লোকের ১০ দিন লাগে , ঐই বাড়িটি ৩ জন লোকের তৈরি করতে কত দিন লাগবে ।
উত্তর : লাগবে না কারন সেটা তো তৈরি হয়েই গেছে ।

11 = আপনি যানেন কি কুকুরকে চকলেট খাওয়ালে সে মারাও যেতে পারে , তবে সব কুকুর নয় , আমরা আসলে চকলেট পেলেই গালের ভিতর পুরে দিই , ট্রাই করে পারেন

12 = বিড়াল ১০০ রকমের মত ডাকতে পারলেও কুকুর মাত্র প্রায় দশ রকমের ডাকতে পারে ।

13 = আপনি যদি বিষাক্ত বিছার গায়ে মদ ঢেলে দেন তাহলে সে নিজের গায়ে নিজেই হুল ফুটিয়ে মারা যাবে ।

14 = একমাত্র রবিন্দ্রনাথ এর নিয়ে বাংলাদেশে একটি রাস্তা আছে , যশোরের মনিহার হলের সামনে দিয়ে চৌরাস্তার সামনে দিয়ে রবিনদ্রনাথ সড়ক ।

15 = অজগর কখনো খাবার চিবিয়ে খাইনা আস্তো গিলে নেই , আর মৃত কোন শিকার ধরে না এরা ।

 

By    shahed…..

Related Posts