জানা অজানা প্রশ্নউত্তর [ পর্ব ১২ ]

প্রিয় পাঠক কেমন আছেন !

১ = পৃথিবীতে প্রতিদিন প্রায় 20 টিরও বেশি ব্যাংক ডাকাতি হয়ে থাকে।।

১ = একটি মানুষের দেহ থেকে তার মাথা কেটে ফেললেও তার মস্তিষ্কে প্রায় 15 সেকেন্ডের মত বিবেক-বুদ্ধি থাকে

৩ = আপনি তিমি মাছ শরীর দেখে অবাক হবেন যে কানাকে কখনো থাকতে পারবেনা এই বডি নিয়ে। কিন্তু একটা তিমি মাছ না খেয়ে ছয় মাসের বেশি কাটাতে পারে।

৪ = শীতকালে গোসল নিষিদ্ধ করা হয়েছে এই দেশের নাম হল ইন্ডিয়া না

৫ = খাবার খাওয়া হলেই শেষ না খাবার হজম হতে সময় লাগে সাড়ে পাঁচ ঘন্টার মত সময় নাই।।

৬ = ফ্লেমিঙ্গো
একমাত্র পাখি যারা মাতার নাঘুড়িয়ে এ কোন খাবার খেতে পারে না

৭ = আপনি কি এটা বিশ্বাস করেন যে একজন সুস্থ মানুষ নাকি কয় বার দিনে টয়লেটে যায় আমি কিছু জানি না

৮ = একটা ডিমের ভিতরে নাকি সব ধরনের ভিটামিন উপস্থিত থাকে শুধুমাত্র ভিটামিন সি ছাড়া অন্য সব ভিটামিন পাওয়া যায় এই ডিমের ভিতর।

৯ = আপনি হয়তো এটা জানেন না বা বিশ্বাস করবেন না আপনি টিভি দেখার সময় যে ক্যালরী খরচ করেন তার থেকেও বেশি ক্যালোরি খরচ হয় আপনার ঘুমানোর সময়

১০ = প্রিয় পাঠক ভাই আপনি কি জানেন একটা হাতি প্রায় তিন মাইল দূরে থেকেও পানি কোথায় আছে তার নিশানা বুঝতে পারে।

১১ = একটা জিরাব যখন কোন বাচ্চা জন্ম দেয় করে তখন তার 5 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যায় কিন্তু মজার বিষয় হলো তার বাচ্চার কোন ব্যাথা লাগে না ক্ষতি হয় না

১২ = আপনি কি জানেন একটা সাধারণ মানুষের দেহ থেকে তার পুরোপুরি রক্ত খেয়ে ফেলতে কতগুলো মশার প্রয়োজন হয় 1,200,000 টা

১৩ = প্রিয় পাঠক আপনি হয়তো জানেন না একটা শিশু হাঁটা শেখার আগে এটা জীবনের মাত্র 150 কিলোমিটার হামাগুড়ি দিয়েই পার করে ফেলে

১৪ = চোখ খোলা রেখে কখনোই আপনি হাছি দিতে পারবেনা আপনার যখন কখনো হাছি আসবে তখন আপনি চোখটা খোলা রেখে হাঁচি দিতে পারেন দেখুন।

15 = পৃথিবীর প্রতিটা মানুষই লোভী সেটা অন্য যে কোনো দিক থেকেই হৌক এই লোভ নানা ধরনের দিক থেকে হতে পারে সেটা টাকা-পয়সা অথবা অর্থ-সম্পদের দিক থেকেই হোক বা খাবারের দিক থেকেই হোক

১৬ = বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় কিভাবে আপনি কি জানেন কোন ভাইরাস বা কোন রোগটি কোন ব্যক্তি হয়ে থাকে আসিবে কি যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে তার শরীরের অ্যান্টিবডি দিয়ে ওই রোগের ওষুধ তৈরি করা হয়

thanks all

 

Related Posts

15 Comments

মন্তব্য করুন