জানা-অজানা প্রশ্নোত্তর পর্ব (১৭)

১= সারাবিশ্বে যে পরিমাণ অপরাধী ধরা পড়ে তার বেশি ভাগই হল পুরুষ অর্থাৎ 80 পার্সেন্ট পুরুষ অপরাধী।

২= আপনার কি জানা আছে বাংলাতে 1 মিলিয়ন লিখতে শূন্য লাগে একেরপর সাতটা ১০০০০০০০ এবং ইংরেজিতে মিলিয়ন লিখতে সাতটা অক্ষর লাগে million ।

৩= পিউমিস হল পৃথিবীর একমাত্র পাথর যেটা পানিতে ভেসে থাকে হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্য।

৪= ভূমিকম্প একটি ক্ষতিবহন দুর্যোগ কিন্তু আমাদের জানা নেই সব ভূমিকম্প কিন্তু বেশিরভাগ মিদু হয়ে থাকে সেটা আমরা বুঝতে পারি না।

৫= প্রাকৃতিক গ্যাসে কোন গন্ধ থাকেনা গন্ধটা যোগ করে মানুষ কারণ যার ভিতরে গ্যাস টা থাকবে বা কিছুর ভিতরেই এই দেশটা থাকলে সেটা সিদ্ধ হয়ে গেলে কেন বুঝতে পারা যায় সেইজন্য গন্ধ যোগ করা হয়।

৬= সামুদ্রিক প্রাণী হাঙ্গর মাছ যার কোন রোগ বালাই হয় না।

৭= সাদা ভাল্লুক কোনরকম বিশ্রাম ছাড়াই সে 60 কিলোমিটারের মতো সাঁতার কাটতে পারে।

৮= কোন মানুষ যদি এইডস রোগে আক্রান্ত হয় সাধারণত সে 10 বছরের বেশি বাঁচে না

৯= কানাডা একটি ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় শব্দ যার মানে হলো বিশাল বড় গ্রাম।

১০= বিশ্বের ভিতরে তিনি একমাত্র মাছ যার হৃদপিণ্ড মিনিটে 9 বার কম্পিত হয়

১১= সারা বিশ্বে প্রতিদিন প্রায় 8200 মানুষ এইড রোগে আক্রান্ত হয়ে থাকে।

১২= এইডস আক্রান্ত ব্যক্তির মৃত্যুর কারণ হলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যায় সেই জন্য সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

১৩= বর্তমান পৃথিবীতে প্রায় 2 মিলিয়ন এর বেশি মানুষ এইডস ভাইরাস রোগটি নিয়ে বেঁচে আছে।

১৪= প্রতিবছর প্রায় লক্ষ লক্ষ মানুষ এইডস ভাইরাস নামের রোগে আক্রান্ত হয়ে থাকেন।

১৫= কলা সবুজ আপেল মানুষের সব থেকে দ্রুত ওজন কমাতে সাহায্য করে।

পাঠক, জানা অজানা বিষয়ের এই পোস্টটি যদি আপনার অনেক অনেক ভালো লেগে থাকে তাহলে আপনি বাকি পর্বের পোস্টগুলো দেখতে পারেন উপরে সার্চ বক্সে সার্চ করে দেই যে পর্ব দেখতে চার পর্বের নাম লিখলেই চলে আসবে আপনার কাঙ্কিত পর্ব।।।

Related Posts

9 Comments

মন্তব্য করুন