জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?- জেনে নিন।

যোগাযোগ ব্যবস্থায় মোবাইলের পাশাপাশি ইমেইল এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ইমেইল এর পূর্ণরূপ হলো ইলেক্ট্রনিক মেইল। ইমেইল সার্ভিস দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুগল নির্মিত জিমেইল এর ব্যবহার অনেক বেশি। কিন্তু জিমেইল নিয়ে অনেকেই প্রায়শই একটি সমস্যার মুখোমুখি হয়, সেটা হলো।পাসওয়ার্ড ভুলে যাওয়া। আজকের এই পোস্ট এ আমরা জানব পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনার জিমেইল ফিরে পাবেন। অনেকেই এই পাসওয়ার্ড রিকভারি কে অনেক ঝামেলা মনে করেন। কিন্তু এটা তেমন কোন ব্যাপার নয়, মাত্র কয়েকটি ধাপ এই আপনি আপনার জিমেইল ফিরে পেতে পারেন। তাই কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনার জিমেইল ফেরত পাবেন।

 

জিমেইল আইডি রিকভার করার পদ্ধতি :

পাসওয়ার্ড ভুলে যাওয়া স্বাভাবিক ব্যাপার। অনেকেই জিমেইল এর পাসওয়ার্ড ভুলে যান। জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে আপনি তিনটি উপায়ে আপনার জিমেইল রিকভার করতে পারেন। জিমেইল রিকভার করার এই পদ্ধতিগুলো হলো-

  • মোবাইল নম্বর দিয়ে জিমেইল রিকভার করা।
  • অন্য ইমেইল এর মাধ্যমে জিমেইল রিকভার করা।
  • মোবাইল নম্বর বা অন্য ইমেইল ছাড়াই জিমেইল রিকভার করা।

 

মোবাইল নম্বর দিয়ে:

<

আপনি যদি জিমেইল এর পাসওয়ার্ড ভুলে যান তবে মোবাইল নম্বর দিয়ে আপনার জিমেইল আইডি রিকভার করতে পারেন। এর জন্য আপনার জিমেইল আইডিতে আগে থেকেই মোবাইল নম্বর এড করা থাকতে হবে। মোবাইল নম্বর এর মাধ্যমে আপনার জিমেইল ফিরে পেতে নিচের ধাপগুলি অনুসরণ করুন-

 

  • প্রথমে জিমেইল এর লগ ইন পেজ এ যান। এখানে আপনার জিমেইল এড্রেস টি দিয়ে নেক্সট (next) এ ক্লিক করুন।
  • এরপর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন। পাসওয়ার্ড বক্স এর নিচে “forgot password” একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার রিকভার মোবাইল নম্বরটি দেখতে পাবেন।
  • রিকভার মোবাইল নম্বর এর নিচে তিনটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি টেক্সট মেসেজ এ ক্লিক করলে ভেরিফিকেশন কোড, কল এ ক্লিক করলে ভয়েস কল করা হবে। কিন্তু সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো টেক্সট মেসেজ।
  • টেক্সট মেসেজ এ ক্লিক করলে মোবাইল নম্বরটিতে একটি ভেরিফিকেশন কোড যাবে। আপনাকে অন্য একটি পেজ এ নিয়ে যাবে, এখানে বক্স স আপনার ভেরিফিকেশন কোডটি দিতে হবে।

 

  • তারপর নেক্সট (next) এ ক্লিক করলে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলা হবে। এখানে পাসওয়ার্ড দিলে আপনার জিমেইল আইডি রিকভার হয়ে যাবে।

 

জিমেইল দিয়ে :

আপনার যদি মোবাইল নম্বর জিমেইল আইডিতে এড করা না থাকে তাহলে আপনি রিকভারি জিমেইল আইডি দিয়ে আপনার জিমেইল রিকভার করতে পারেন। তবে রিকভারি জিমেইল আইডি আগে থেকেই এড কিরা থাকতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

 

  • মোবাইল নম্বর দিয়ে রিকভার করার মতো আপনার জিমেইল আইডি দিয়ে “forgot password” এ ক্লিক করুন।
  • এরপর আপনার রিকভারি অন্য জিমেইল আইডি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনার রিকভারি জিমেইল আইডি তে একটি ভেরিফিকেশন কোড যাবে।
  • এরপর আপনাকে অন্য একটি পেজ এ নিয়ে যাবে। এখানে আপনি কোড দিয়ে নেক্সট (next) এ ক্লিক করুন।
  • এরপরে আপনাকে যে পেজ এ নিয়ে যাবে যেখানে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলা হবে। এখানে আপনার নতুন পাসওয়ার্ড দিলে আপনার জিমেইল আইডি রিকভার হয়ে যাবে।

 

মোবাইল নম্বর বা জিমেইল ছাড়া :

আপনি মোবাইল নম্বর বা অন্য জিমেইল আইডি যদি এড করা না থাকে তাহলেও আপনার জিমেইল আইডি রিকভার করতে পারেন। তবে এর জন্য কিছু সময়ের প্রয়োজন হয়। নিচের ধাপগুলো অনুসরণ করুন –

 

  • পূর্বের মতো আইডি এড্রেস দিয়ে “forgot password” এ ক্লিক করুন। এরপরে আপনাকে মোবাইল নম্বর এর মাধ্যমে রিকভার করতে বলবে।
  • এর নিচে ” I don’t use mobile” অপশনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনার কাছ থেকে একটি অন্য যে কোন ইমেইল এড্রেস নেওয়া হবে।
  • অন্য একটি ইমেইল এড্রেস দিলে গুগল টিম যাচাই বাছাই করে দেখবে। এজন্য কয়েক।মিনিট সময় লাগতে পারে।
  • এরপর আপনার দেওয়া জিমেইল এ একটি কোড যাবে। এই কোডটি দেওয়ার পর নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি আইডি রিকভার করতে পারবেন।

আরও জানুন- ব্রাউজার থেকে আয়।

 

জিমেইল পাসওয়ার্ড মনে রাখবেন যেভাবে :

  • পাসওয়ার্ড মনে রাখতে বেশি লম্বা পাসওয়ার্ড (যেমন- ২৬ বা ৩০ বর্ণের) পাসওয়ার্ড দিবেন না।
  • পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং হওয়া ভাল, কিন্তু এমন কঠিন পাসওয়ার্ড দিবেননা যাতে নিজেই ভুলে যান।
  • আপনার সহজেই মনে থাকবে এমন পাসওয়ার্ড সেট করুন।
  • পাসওয়ার্ড সেট করতে আপনার সহজেই মনে থাকে এমন কোন উক্তি ব্যবহার করতে পারেন।
  • একটা স্ট্রং পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করলে পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা কম।থাকে।

আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন।

Related Posts