জীবনে সফল হতে পরিশ্রম করা কতটা জরুরি

সফলতা এমন একটা শব্দ যার জন্য প্রত্যাশিত প্রায় সককে। পৃথিবীতে এমন হয় নেই যে সফলতা আশা করে করে না।
সফলতার জন্য সবাই পাগল। সাফল্যের পিছনে ছুটছে সবাই। সবাই সপ্ন দেখে সফল হওয়ার।
কিন্তু শুধু সপ্ন দেখেই থাকে থাকললে সপ্ন যেমন সত্যি হয় না তেমন শুরু সফলতার আশা করলেই সফল হওয়া যায় না।
বাস্তব জীবনে সফল হতে প্রয়োজন পরিশ্রম।
শুধু পরিশ্রম ই পারে মানুষকে সফলাতা দিতে। সফলতা কখন নিজে থেকে আসে না।

পৃথিবীতে এমন কেউ কোন ব্যাক্তি নাই যে সফলতা ছাড়াই স্যাফল্যেতার মুখ দেখেছেন।
আমার ইতিহাসের দিকে তাকালেই দেখতে পাব যারা পৃথিবীতে হয়েছে বিখ্যাত, মহান এবং আদর্শ তারা সকলেই ছিলেন কঠোর পরিশ্রমী।
বিখ্যাত গ্রিক দার্শনীক সক্রেটিস তার পরিশ্রমের মধ্যেই বিখ্যাত হয়েছেন।
বিঞ্জানী নিউটন কাঠোর পরিশ্রমের মাধ্যমেই ভর এবং গতি বিষয়ক সুত্র আবিষ্কার করতে পেরেছিলেন।
ঞ্জানেন্দ্রমোহন দাশ দশ বছর পরিশ্রমের পর বাংলা ভাষার অভিধান আবিষ্কার করতে পেরেছিলেন।
এছাড়াও ইতিহাসের প্রায় সকল মানুষই পরিশ্রম করে বিখ্যাত হয়েছেন।তাই পরিশ্রম ছাড়া সফলতা অর্জনের আশা করা টা বোকাম।
.
অনেকেই মনে করে সফলা আসে ভ্যাগের মাধ্যমে। কিন্তু পরিশ্রম ছাড়া ভাগ্য কোন কাজে লাগে না। যেমন অধ্যাবসায় ছাড়া মেধা কোন কাজে লাগে।অনেকে ক্ষেত্রে দেখা যায় পরিশ্রমের মাধ্যমেই অনেক ভালো ছাত্র ছাত্রী রা ভালো ফল করতে পারে। কিন্তু পরিশ্রমের মাধ্যমে দেখা যায় অনেক কম মেধাবী ছাত্র ছাত্রীরা ও আশা অতীত ফল করে।

অর্থাৎ সৃষ্টি কর্তা তাকেই সাহায্য করে। যার কাছে থাকে নিজেকে সাহায্য করার চেষ্টা। পরিশ্রম ছাড়া মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে না।
এর মধ্যেমেই বোঝা যায় পরিশ্রমই এক মাত্র উপায় যার মাধ্যমে মানুষ সফলতা অর্জন করতে পারে। পরিশ্রম মানুষকে নিজের উপর নির্ভরশীল হতে শেখায়।নিজের উপর বিশ্বাস রাখতে শেখায়। তাই নিজের উপত নির্ভরশীল হতে ও পরিশ্রমের বিকল্প নাই।

পরিশ্রমী মানুষ কখন ব্যার্থ হয় না। কারন তারা জীবনে যতই ব্যার্থতা আসুক না কেন তারা কখন হার মানে না। কিন্তু যারা অলস তারা খুব অল্পতেই হার মেনে যার এবং চেষ্টা করা ছেড়ে। ফলে তারা ফসল হতেই পারে না। তাই সফল হওয়ার জন্য পরিশ্রমই একমাত্র উপায়। পরিশ্রমই এক মাত্র রাস্তা যা পারে মানুষকে সফলতার দুয়ারে পৌঁছে দিতে। তাই হার না মেনে নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষে অটল পপরিশ্রম করার মাধ্যমেই জীবনে সফল হওয়া সম্বাব হয়।

এই ছিল সফলতা নিয়ে আজ কিছু কথা আশা করি সবার ভালো লাগবে

<

Related Posts