জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেয়ার গ্রিল!

Man Vs Wild এর হোস্ট, সারাবিশ্বের অ্যাডভেঞ্চার প্রিয়দের অনুকরণীয় ব্যক্তিত্ব বেয়ার গ্রিল। বিশ্বের বৃহৎ বন-জঙ্গলে হারিয়ে গিয়ে উদ্ধার হওয়ার উপায় সম্পর্কে যিনি কৌশল শেখাতেন সেই বেয়ার গ্রিল আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

এই প্রখ্যাত ব্রিটিশ অ্যাডভেঞ্চার টিভি শ্যুটিংয়ের সময় একটি মৌমাছির কামড়ে আক্রান্ত হন। প্রথমে এই কামড়কে সামান্য বিষয় মনে করেন তিনি। কিন্তু কিছু সময় পরই তার অ্যালার্জিজনিত সমস্যা দেখা যায়। ফলে তিনি চিকিৎসকের স্মরণাপন্ন হন। চিকিৎসক তাকে ইঞ্জেকশন দেন। তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন।

দূর্ঘটনার সময় বেয়ার গ্রিল ‘ট্রেজার আইল্যান্ডবিদ বেয়ার গ্রিলস’ নামক একটি অনুষ্ঠানের শ্যুটিং করছিলেন। শ্যুটিংটি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে অনুষ্ঠিত হচ্ছিল।

তথ্যসূত্র: দৈনিক জাগরান।

Related Posts

10 Comments

মন্তব্য করুন