জয়ের ধারায় ফিরলো রাজশাহী রয়্যালস

আজ রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস এর ম্যাচ এর মাধ্যমে পর্দা উঠলো বিপিএল এর চট্টগ্রাম পর্বের।আর সিলেটেই জয়ের ধারায় ফিরলো রাজশাহী রয়্যালস।

টসে জিতে প্রথমে রাজশাহীকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান রেঞ্জার্স ক্যাপ্টেন শেন ওয়াটসন।শুরুটা ভালোই হয় রাজশাহীর।লিটন-আফিফ এর কল্যণে ৫ ওভারেই অর্ধশতক পূর্ণ হয় রাজশাহীর।তবে পঞ্চম ওভারে ব্যক্তিগত ১৯ রানে লিটনকে সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান।এর পরের ওভারেই মোহাম্মদ নবির বলে আউট হোন দুরন্ত ব্যাটিং করতে থাকা আফিফ হোসেন।৬ ওভারের মাথায় দুই উইকেট হারানোর পর ইরফান শুক্কুর কে নিয়ে ইনিংস বিল্ড করতে থাকেন রাসেল এর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক শোয়েব মালিক।তবে ১২ ওভারে ব্যক্তিগত ২০ রানে আরাফাত সানির বলে তাসকিন আহমেদ কে ক্যাচ দিয়ে আউট হোন ইরফান শুক্কুর।ইনিংসের ১৭ তম ওভারে ৩৭ রান করে মুস্তাফিজ এর বলে আউট হোন অধিনায়ক শোয়েব মালিক।১৮ তম ওভার পর্যন্ত মনে হচ্ছিল রাজশাহী তেমন একটা বড় স্কোর করতে পারবে না তবে শেষ দুই ওভারে তাসকিন এবং মুস্তাফিজ দুজন ৩৫ রান কন্সিড করেন।মুস্তাফিজ ইনিংস এর শেষ ওভারে ২২ রান দেন।ফলে ১৭৯ রানের পাহাড়সম স্কোর দাঁড় করাতে পারে রাজশাহী।২৯ বলে ৫০ করে অপরাজিত থাকেন রবি বোপারা।রাসেল এর বদলি হিসেবে নামা মোহাম্মদ নাওয়াজ ৯ বলে দুই চারের সাহায্যে ১৫ রান করে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই স্ট্রাগল করতে থাকে রংপুর এর ব্যাটসম্যানরা।৩য় ওভারের ৩য় বলে নাওয়াজ এর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রেঞ্জার্স কাপ্তান শেন ওয়াটসন।ক্যামেরন ডেলপোর্ট ক্যামিও শুরু করলেও মালিকের বলে রাহিকে ক্যাচ দেয়ার আগে তার সংগ্রহ ৭ বলে মাত্র ১৪ রান।টম আবেল কে নিয়ে তরুণ তুর্কী নাঈম শেখ ইনিংস গড়ার চেস্টা করলেও ২৭ রান করে শোয়েব মালিক এর বলে রবি বোপারা কে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম।অভিজ্ঞ ফজলে মাহমুদ রাব্বি কে নিয়ে ৫০+ রানের পার্টনারশিপ গড়েন ইংলিশ ব্যাটসম্যান টম আবেল।তবে কামরুল ইসলাম রাব্বির বলে বোপারা কে ক্যাচ দিয়ে ২৭ রান করে সাজঘরে ফেরেন আবেল।এর পরের ওভারেই মোহাম্মদ নাওয়াজ এর শিকার হোন ফজলে মাহমুদ।এটি ছিলো মোহাম্মদ নাওয়াজ এর ১০০ তম টি-২০ উইকেট।কাজের কাজ করতে পারেন নিই মোহাম্মদ নবি,আল আমিন জুনিয়র কেউই।৭ বলে ৫ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে আউট হোন মোহাম্মদ নবি আর ১৭ বলে ১৮ করে মোহাম্মদ ইরফান এর বলে ক্লিন বোল্ড হোন আল আমিন জুনিয়র।শেষ পর্যন্ত জহুরুল ইসলাম এবং তাসকিন আহমেদ নট আউট থাকেন।নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানেই থেমে যায় রংপুর এর ইনিংস।রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন শোয়েব মালিক এবং কামরুল ইসলাম রাব্বি।

২৯ বলে ৫০ রানের অসাধারণ ইনিংস খেলার জন্য ম্যাচসেরা নির্বাচিত হোন রবি বোপারা।

৯ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী রয়্যালস!

Related Posts