ডিজিটাল মার্কেটিং কাকে বলে ? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ?

ডিজিটাল মার্কেটিং কাকে বলে ?

ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা জানার আগে আমাদের জানতে হবে ডিজিটাল  ও মার্কেটিং কি ? বর্তমান যুগ বা সময় হচ্ছে আধুনিকতার সমাহার | এখন সবকিছুই অতি সহজে হাতের কাছে পাওয়া যায় |  আমরা যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি তাহলেই বুঝতে পারবো | আগের থেকে বাংলাদেশে এখন অনেক আধুনিক ও উন্নয়নশীল |পদ্মা সেতুর মতো বিশাল সেতু তৈরি হচ্ছে |  পানির নিচে রাস্তা তৈরি হচ্ছে |  আবার বুলেট ট্রেন চালু হয়েছে | এখন সবার হাতে হাতে মোবাইল ফোন |   আর আধুনিকতাকে ডিজিটাল বলা হয় |  মার্কেটিং এর বাংলা অর্থ হলো প্রচার করা |  আমরা যখন কোন কিছু প্রচার-প্রচারণা করে তাকে মারকেটিং বলা হয় | সুতরাং আমরা বুঝতে পারলাম ডিজিটাল  ও মার্কেটিং কি |  এখন আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কাকে বলে?

বর্তমানে প্রায় চারশো কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে |  আর এই ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে ( ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি ) ব্যবহার করে কোন পণ্য,  ব্যবসা বা কোম্পানির যে প্রচার বা মার্কেটিং করা হয় তাকেই ডিজিটাল মার্কেটিং বলে | 

ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ?

ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কখনো বলে শেষ করা যাবেনা |  আধুনিক যুগের বেশিরভাগ মানুষই মোবাইল  ও ইন্টারনেট অভ্যস্ত |   সবাই  সবকিছু এখন অতি সহজে পেতে চায় |  আরে ডিজিটাল মার্কেটিং আমাদের সেই সুযোগটি করে দিয়েছে |  আমরা চাইলেই এখন হাতের কাছে খুব সহজে কোন পণ্য ও সেবা বা খাবার পেয়ে  যাই |  যে কোন ব্যবসা বা কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ |  ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা যেকোনো জিনিস গ্রাহক বা কাস্টমারের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি |  এতে করে আমাদের ব্যবসার উদ্দেশ্য সফল হয় |

উদাহরণস্বরূপ বলা যায়,  আপনি একটি কাপড়ের ব্যবসা শুরু করেছেন |  এখন এ ব্যবসা চালানোর বা কাপড় বিক্রি করার জন্য আপনাকে একটি দোকান ক্রয়  ভাড়া করতে হবে |  তারপর আপনি যে মার্কেটে বা স্থানে দোকান ভাড়া করবেন সেখানে যখন কোন মানুষ বা কাস্টমার আসবে তখন সে পণ্যটি দেখে ভাল লাগলে তারপর কিনবে |  কিন্তু আপনি চাইলে কোন মানুষকে রাস্তা থেকে ডাক দিয়ে পণ্য বিক্রি করতে বা কাস্টমার বানাতে পারবেন না |  কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি অনলাইনে আপনার  পণ্য, ছবি ও বিস্তারিত লিখে যদি প্রচার করেন  তাহলে অনেকে আপনার পণ্য দেখবে এবং যদি  তাদের কেনার প্রয়োজন না হয়  দেখে ভালো লাগবে তাই কিনবে |  এতে করে আপনি খুব সহজেই যেকোন কাউকে আপনার পণ্যের কাস্টমার তৈরি করতে পারেন |  

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যম কি কি ?

ডিজিটাল মার্কেটিং এর অনেক ধরনের মাধ্যম রয়েছে |  যেমন__

<

এসইও (  সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন )

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ | আমরা এসইও করার মাধ্যমে আমাদের যেকোনো পণ্য, ওয়েবসাইট, কনটেন্টকে, গুগোল রেজাল্ট পেজের প্রথমে নিয়ে আসতে পারি |  এতে করে আমরা প্রচুর পরিমাণে কাস্টমার পাব এবং অনেক মানুষ আমাদের পণ্যটি দেখবে |

এসইএম   ( সার্চ ইঞ্জিন মার্কেটিং )

এসিএম হলো ডিজিটাল মার্কেটিং এর আরেকটি  মাধ্যম | এসইএম  বা সার্চ ইঞ্জিন মার্কেটিং করার মাধ্যমে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন (  গুগোল,  ইয়াহু, বিং )  ইত্যাদি সাইটে টাকার বিনিময়ে অ্যাড প্রচার করতে পারি আমাদের যেকোনো পণ্য বা সেবার |

অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং হল,  নিজের পণ্যের লিংক অন্য কারো দ্বারা শেয়ার বা পণ্য বিক্রি করা |  বর্তমানে অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের পণ্যের জন্য এফিলিয়েট লিংক তৈরি করে এবং প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটার দ্বারা প্রচার করে |

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যেসব প্রচার  বা বিজ্ঞাপন প্রকাশ করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং  বলে |  বর্তমানে এটি ডিজিটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় মাধ্যম |

কনটেন্ট মার্কেটিং

মার্কেটিং সেক্টরে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হয় কনটেন্ট মার্কেটিংয়ে |  কারণ আপনি যদি আপনার কোন পণ্যের মান অনুযায়ী যথাযথ কনটেন্ট লিখতে না পারেন তাহলে কাস্টমার আপনার পণ্য সম্পর্কে কিছু বুঝতে পারবে না | তাই কনটেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে কনটেন্ট লিখতে জানতে হবে |  অথবা আপনি কোন কনটেন্ট রাইটার এর কাছ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী কনটেন্ট লিখে নিতে পারেন টাকার বিনিময়ে |

সুতরাং উপরোক্ত আলোচনায় আমি আপনাদের মার্কেটিং কাকে বলে এর সম্পর্কে বিস্তারিত কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা  করেছি |  তাই যদি আপনাদের কাছে আর্টিকেলটি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন |  

Related Posts

24 Comments

মন্তব্য করুন