তৃতীয় সপ্তাহের অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট ২০২১

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন ও সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। 

 

চলে এসেছে এসাইনমেন্ট সিরিজ। নিজের শ্রেণীর প্রয়োজনীয় এসাইনমেন্ট পেতে চোখ রাখুন গ্রাথরের শিক্ষা বিভাগে। এসাইনমেন্ট সিরিজের ধারাবাহিকতায় আজ নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট। আশা করি শিক্ষার্থীদের উপকার হবে। 

 

প্রশ্ন:বর্তমানে কোভিড ১৯ পরিস্থিতির কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তুমি বাসায় অবস্থান করছো। সময় তালিকা প্রণয়ন করে লেখা পড়া ও কাজ কর্ম করা উচিত। তাই এই পরিস্থিতিতে তুমি দৈনন্দিন কাজকর্ম কিভাবে করছো 

ক.তোমার সারাদিন কর্মকান্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন কর। 

<

খ.সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা কর। 

গ.সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন বিষয় বিবেচনা করছো ?

 

উত্তর:সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। অপরদিকে জীবনকে সুন্দর ভাবে সাজাতে সময়ের প্রয়োজনীয়তা অনিস্বীকার্য। মানুষের জীবনে সময় এমই এক সম্পদ যা সবার জন্য সমান এবং একেবারেই সীমিত। এই সীমিত সময়ের মধ্যে যে ব্যক্তি যত বেশি অর্থবহ কাজ দিয়ে নিজেকে সময়ের সাথে সম্পৃক্ত করতে পারবে ,জীবনে সে তত বেশি সফলকাম হবে । সময়কে যথাযথ ব্যবহার করে মানুষ ব্যক্তিগত,অর্থনৈতিক ও সামাজিকভাবে গুরুতূপূর্ণ অবদান রাখতে পারবে। 

 

প্রতিদিন আমাদের জন্য ২৪ ঘন্টা সময় বরাদ্ধ থাকে। কোনো অবস্থাতেই েকে বাড়ানো সম্ভব নয়। অথচ চাহিদা অনুযায়ী আমাদের অনেক কাজ করার থাকে। এ কারণেই সময়ের সদ্যব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে। আমাদের উদ্দেশ্য হবে কম সময় ব্যয় করে বেশি কাজ করা এবং সময়ের অপচয় না করা। আর সেইজন্য আমাদের সময়ের পরিকল্পনা করা প্রয়োজন। একদিকে আমরা কি কাজ করব ,কখন করবো ,,নির্দিষ্ট কাজে কখন কতুটুকু সময় ব্যয় করব ইত্যাদির সমন্বয়ে একটি একটি লিখিত পরিকল্পনা ও সময়ের তালিকা প্রণয়ন করা হয়। 

 

আমার সারাদিনের কর্মপরিকল্পনার জন্য একটি তালিকা প্রণয়ন করা হলো:

সকাল:

৫ টায় :ঘুম থেকে উঠা 

৫.২০:প্রার্থনা করা 

৬.০০ :শরীরচর্চা করা 

৬.৩০:গণিত,বিজ্ঞান পড়া 

৮.৩০ :সকালের নাস্তা করা 

৯.৩০:ঘরের কাজে সহায়তা করা ,ঘর ঘোছানো 

১০.৩০:গাছের পরিচর্যা করা ,গাছকে পানি দেওয়া 

১১.০০:গোসল করা 

দুপুর:

১২.০০:দুপুরের খাবার খাওয়া 

১২.৩০:রেস্ট নেওয়া 

১.০০:প্রার্থনা করা 

১.৩০:বিশ্ৰাম বা ঘোমানো 

৩.৩০ :ইংরেজি 

বিকেল:

৪.৩০:প্রার্থনা করা 

৫.০০:খেলাধুলা করা 

রাত :

৬.৩০:পড়তে বসা(বাংলা ,বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

০৮.০০:প্রার্থনা করা 

০৯.০০:রাতের খাবার খাওয়া 

০৯.৩০:পড়তে বসা(বাকি সাবজেক্ট)

১০.৩০:টেলিভিশন দেখা 

১১.৩০:ঘুমাতে যাওয়া 

 

সময় তালিকার প্ৰয়োজনীয়তা:

১.করণীয় কাজ সম্পর্কে ধারণা হয়। কোনো কাজগুলো বেশি এবং কোন কাজগুলো কম গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। 

২.সময়মতো কাজ করার অভ্যাস গড়ে উঠে। 

৩.প্রতিটা কাজে কতটুকু সময় ব্যয় হয় সেই সম্পর্কে ধারণা জন্মে। 

৪.কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। 

 

Related Posts

2 Comments

মন্তব্য করুন