থিমফরেস্টের সেরা ১০ টি ওয়ার্ডপ্রেস থিম 2022 আপডেট

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে থিমফরেস্টের ১০টি সবচেয়ে ভালো ও বিখ্যাত ওয়ার্ডপ্রেস থিম নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

থিমফরেস্ট কি?

থিমফরেস্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় থিম বিক্রিকারী কোম্পানিগুলোর মধ্যে একটি। তাদের এখান থেকে কয়েক লক্ষ মানুষ থিম ক্রয় করেছে। অনেক বড় বড় ওয়েবসাইটও রয়েছে যারা এদের কাছ থেকে থিম কিনেছে। তাদের ওয়েবসাইটে মোট ১০২৭১টি ওয়ার্ডপ্রেস থিম রয়েছে। এখন তাদের সেরা দশটি থিম নিয়ে আলোচনা করা যাক। থিমফরেস্ট ভিজিট করুন এখান থেকে

১. Avada | Website Builder For WordPress & WooCommerce:

আমাদের তালিকায় প্রথম স্থানে আসে Avada। নিঃসন্দেহে এটি অন্যতম ভালো একটি ওয়ার্ডপ্রেসের থিম। Avada আমার মতে নতুনদের জন্যও খুবই ফ্রেন্ডলি। আর এই থিমটি আপনি প্রায় যেকোনো ধরণের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। ২০১২ সালে এটি থিমফরেস্টে যুক্ত করা হয়। প্রায় ৭ লক্ষ ৮০ হাজার ব্যক্তি Avada থিমটি থিমফরেস্ট থেকে কিনেছে। প্রায় ২৫ হাজারের মতো তাদের ৫ স্টার রেটিং আছে। এই থিমটির মূল্য ৬০ ডলার। অনেক বেশি মনে হলেও এটি সবচেয়ে ভালো থিম। DEMO HERE

২. The7 — Website and eCommerce Builder for WordPress :

আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে The7। এটিও অনেক ভালো একটি থিম। Dream-Theme নামক একটি কোম্পানি এটি ডিজাইন করেছে। The7 Avada এর চেয়ে একটু কমপ্লেক্স। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি এটাকে ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন। ২০১৩ সালে এটি থিমফরেস্টে যুক্ত করা হয়। ২ লক্ষ ৫০ হাজারেরও বেশি ব্যক্তি এই থিমটি কিনেছে। প্রায় ৮ হাজারেরও বেশি তাদের ৫ স্টার রেটিং। এই থিমটির মূল্য মাত্র ৩৯ ডলার। এটি যেকোনো ধরণের ওয়েবসাইটে ব্যবহার করা যাবে। DEMO HERE

৩.Betheme | Responsive Multipurpose WordPress & WooCommerce Theme:

আমাদের তালিকার তৃতীয় স্থানে রয়েছে Betheme। এই থিমটি ডিজাইন করেছে muffingroup নামক একটি কোম্পানি। এই থিমটি ২০১৪ সালে থিমফরেস্টে যুক্ত করা হয়। এই থিমটি প্রায় যেকোনো ধরণের ওয়েবসাইটে ব্যবহার করা যাবে। সব ধরণের ব্রাউজারই এই থিমের সাতগে কম্পিটেবল। প্রায় ২ লক্ষ ৫০ হাজারের মতো থিমটি বিক্রি হয়েছে। এই থিমটিতে ৬০০০ এরও বেশি ৪.৮৩ স্টার রেটিং রয়েছে। এই থিমটির মূল্য ৫৯ ডলার। DEMO HERE

৪. Enfold – Responsive Multi-Purpose Theme:

আমাদের তালিকার চতুর্থ স্থানে রয়েছে Enfold। এটি ২০১৩ সালে থিমফরেস্টে যুক্ত করা হয়। এই থিমটি মূলত ফ্যাশন বা বিজনেস টাইপের ওয়েবসাইটে ব্যবহার করার জন্য। যদিও অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যায়। Enfold এর সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে এটি খুবই সহজেই কাস্টমাইজ করা যায়। Kriesi নামক একটি কোম্পানি এটি ডিজাইন করেছে। প্রায় ২ লক্ষ ৪০ হাজার ব্যক্তি Enfold থিমটি ক্রয় করেছে। প্রায় ১০ হাজার ৫০০ লোক এটিকে ৪.৮ স্টার রেটিং দিয়েছে। এই থিমটির মূল্য ৫৯ ডলার। DEMO HERE

৫. X | The Theme:

আমাদের তালিকার পঞ্চম স্থানে রয়েছে X। এটিও একটি অন্যতম ভালো থিম। এটি ২০১৩ সালে থিমফরেস্টে যুক্ত করা হয়। ২০২১ সালের ডিসেম্বরে শেষবার এটা আপডেট দেওয়া হয়। THEMECO নামক একটি কোম্পানি থিমটি ডিজাইন করেছে। X খুবই সহজে ব্যবহার করা যায় এবং খুবই এফেক্টিভ। এই থিমটি যেকোনো ধরণের ওয়েবসাইটে ব্যবহার যোগ্য। ২ লক্ষ ২০ হাজার ব্যক্তি এই থিমটি ক্র‍য় করেছেন। থিমফরেস্টে এদের ৬ হাজার ৫ স্টার রেটিং রয়েছে। এই থিমটির মূল্য মাত্র ৫৯ ডলার। দামটি বেশি হলেও এই থিমটি অত্যন্ত ভালো। DEMO HERE

৬. Flatsome | Multi-Purpose Responsive WooCommerce Theme :

আমাদের তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে Flatsome। ২০১৩ সালে এটি থিমফরেস্টে যুক্ত করা হয়। এটি একটি ভিজিটর ফ্রেন্ডলি থিম। এটি বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া “WooCommerce Theme”। এটি যেকোনো ধরণের ওয়েবসাইটে ব্যবহার করা যায় কিন্তু বিজনেস টাইপ ওয়েবসাইটে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়।এদের প্রায় ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি বিক্রি রয়েছে। থিমফরেস্টে তাদের প্রায় ৭ হাজারের মতো ৪.৮৩ স্টার রেটিং রয়েছে। এই থিমটির মূল্য ৫৯ ডলার। DEMO HERE

৭. Bridge – Creative Multipurpose WordPress Theme:

আমাদের তালিকার সপ্তম স্থানে রয়েছে Bridge। এই থিমটি ২০১৪ সালে থিমফরেস্টে যুক্ত করা হয়। এই থিমটি অনেক ভালো। এই থিমটি ক্রয় করলে ৬১০টি ডেমো পাবেন। এটি সবচেয়ে ক্রিয়েটিভ থিমগুলোর মধ্যে একটি। তা বাদে আপনি তাদের প্রোফেশনাল সাপোর্টও পাবেন। এই থিমটি যেকোনো ওয়েবসাইটে ব্যবহার করা যেতে পারে। এই থিমটি মোট ১ লক্ষ ৮০ হাজার ব্যক্তি ক্রয় করেছে। এদের ৬ হাজার ৫০০ টি ৪.৮ রেটিং রয়েছে। এই থিমটির মূল্য ৫৯ ডলার। আপনি ৫৯ ডলারে ৬১০টি ডেমো থিম পাচ্ছেন। DEMO HERE

৮. Jupiter – Elementor Multi-Purpose Theme:

আমাদের তালিকার অষ্টম স্থানে রয়েছে Jupiter। এই থিমটি ২০১৩ সালে থিমফরেস্টে যুক্ত করা হয়। এটি সবচেয়ে এডভান্সড WooCommerce Theme গুলোর মধ্যে একটি। এই থিমটি মূলত ই-কমার্স বা বিজনেস টাইপ ওয়েবসাইটের জন্য। এই থিমটি অত্যন্ত এডভান্সড। এতে আপনি অটোমেটিক ভাউজার, পার্সোনালাইজড ভাউচার আ্যড করতে পারবেন। আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ করতে পারবেন। শপ এনালাইসিস অর্থাৎ কতজন চেকআউট পর্যন্ত গিয়েছেন, কতজন ক্রয় করেছেন সব বিস্তারিত। এই থিমটি ১ লক্ষ ৬০ হাজার ব্যক্তি ক্রয় করেছেন। বর্তমানে থিমটিতে ৫ হাজার ৫০০ টি ৪.৭১ স্টার রেটিং রয়েছে। থিমটির মূল্য মাত্র ৫৯ ডলার। DEMO HERE

৯. Salient | Creative Multipurpose & WooCommerce Theme:

আমাদের তালিকার নবম স্থানে রয়েছে Salient। এই থিমটি ২০১৩ সালে থিমফরেস্টে যুক্ত করা হয়। এটি অনেক ভালো একটি থিম। এই থিমের সাথে আপনি ৩৫০+ টেম্পলেট পাবেন। আপনি আপনার পেইজগুলোর লোডিং স্পিড, কোন পেইজটি ফাস্ট, কোনটি স্লো লোড হয়েছে তাও এখান থেকে সহজেই দেখতে পারবেন। এটি যেকোনো ধরণের ওয়েবসাইটে ব্যবহার করা যায় কিন্তু ব্লগ বা বিজনেস টাইপ ওয়েবসাইটে সবচেয়ে ভালো হয়। ১ লক্ষ ২৭ হাজার ব্যক্তি এই থিমটি ক্রয় করেছেন। এদের ৬০০০ এর মতো ৪.৮ স্টার রেটিং রয়েছে। এই থিমটির মূল্য মাত্র ৬০ ডলার। DEMO HERE

১০. Newspaper – News & WooCommerce WordPress Theme :

আদের তালিকার দশম ও শেষ স্থানে রয়েছে Newspaper। এই থিমটি ২০১৩ সালে থিমফরেস্টে যুক্ত করা হয়। এটি বর্তমানে সবচেয়ে বিক্রি হওয়া নিউজ থিম গুলোর একটি। এই থিমটি কিনলে প্রোফেশনার সাপোর্ট পাবেন। আপনি আপনার ওয়েবসাইটে ইউটিউব ভিডিও বা অন্য যেকোনো ধরণের ভিডিও যুক্ত করতে পারবেন। এই থিমটি এডসেন্স ফ্রেন্ডলি। যেকোনো ধরণের বা যেকোনো সাইজের এডসেন্স আ্যড ব্যবহার করা যাবে। এই থিমটির ১ লক্ষ ২০ হাজারেরও বেশি সেল রয়েছে। এদের ৭০০০ এরও বেশি ৪.৮২ স্টার রেটিং রয়েছে। এই থিমটির মূল্য মাত্র ৫৯ ডলার। DEMO HERE

এই ছিল আমাদের থিমফরেস্টের সেরা ১০টি ওয়ার্ডপ্রেস থিম। আমার মতে এই ১০টি থিমফরেস্টের বেস্ট থিম। এছাড়াও অনেক ভালো ভালো থিম রয়েছে যা আমি এখানে উল্লেখ করিনি।

তো আজকের জন্য এতটুকুই। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আবার আপনাদের সামনে নতুন কোনো একটি টপিক নিয়ে হাজির হব। ততদিম পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনায় আজকের জন্য বিদায় জানাচ্ছি। গ্রাথোরের সঙ্গেই থাকুন।

Related Posts

18 Comments

মন্তব্য করুন