দক্ষতা বৃদ্ধি করতে হবে ইংরেজিতে

ইংরেজি ভাষা আমাদের একটি বহুল ব্যবহৃত ভাষা। আমাদের মাতৃষারার পরই ইংরেজি ভাষায় অবস্থান।কিন্তু ইংরেজি ভাষা শব্দটি বাংলা মিডিয়ামের অনেক শিক্ষার্থীদের জন্য এক আতঙ্কের নাম। কারণ অনেক শিক্ষার্থীই ইংরেজিতে দুর্বল। ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। তাই বাংলা ভাষাভাষী অনেক শিক্ষার্থীই ইংরেজিতে পিছিয়ে রয়েছে।তাদের ইংরেজি ভীতিটাই ইংরেজি ভাষাকে ভয় পাবার প্রথম কারণ।অনেক শিক্ষার্থী ইংরেজি লিখতে পারলেও বলতে পারে না।ইংরেজিতে কথা বলতে গেলে অনেকের মধ্যে জড়তা কাজ করে।

ইংরেজি বর্তমানে খুবই জনপ্রিয় ভাষা। আপনি যেকোনো ভালো প্রতিষ্ঠানে কাজ পাবার প্রথম এবং পূর্বশর্ত হলো আপনার ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।তাছাড়া কলেজের গন্ডি পেড়িয়ে বিশ্ববিদ্যালয় পদার্পণের ক্ষেত্রে ইংরেজি ভাষা প্রধান হাতিয়ার।কারণ বর্তমানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রধান মাধ্যম ইংরেজি। আপনি যেই বিষয়ে পড়াশোনা করে থাকেন না কেন পড়াশোনার মাধ্যম ইংরেজি ভাষায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বই ইংরেজি ভাষায় রচিত।কোন শিক্ষার্থী যদি ইংরেজি ভীতি কাটিয়ে উঠতে না পারে তাহলে তার বিশ্ববিদ্যালয়ের পথ হয়ে উঠে রুক্ষ এবং জরাজীর্ণ।

ইংরেজি ভাষার গুরুত্ব বলে তাই শেষ করা যাবে না। আপনি যদি ইংরেজি ভাষায় দক্ষ হউন তাহলে আপনি ভালো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন।সেই সাথে আপনি পড়াশোনায় এগিয়ে থাকলেন। এছাড়াও আপনি ইংরেজিতে ভালো হলে আপনি বিদেশে পড়াশোনা করতে পারবেন।সেই সাথে আপনি আপনার উজ্জ্বল ক্যারিয়ার গড়তে পারবেন।তাহলে নিশ্চয়ই বুঝলেন জীবনে চলতে গেলে সফল ক্যারিয়ার গড়তে গেলে ইংরেজির গুরুত্ব কতখানি।

ইংরেজি কঠিন কোন ভাষা নয়। ইংরেজিতে তাই দক্ষতা অর্জনের জন্য মেনে চলতে হবে কিছুটা নিয়মকানুন যেমনঃ

১.প্রচুর পরিমাণে ইংরেজি বই এবং ইংরেজি পত্রিকা পড়তে হবে।
২.ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হলে সবার আগে ইংরেজির প্রতি ভীতিটা দূর করতে হবে।
৩.নিজে নিজে আয়নার সামনে অনুশীলন করতে হবে।
৪.ভুল হবে তবুও চর্চা করে যাবেন। চর্চাই আপনাকে ইংরেজি ভীতি দূর করতে সহায়তা করবে।
৫.আপনি আপনার ইংরেজি চর্চা শুরু করুন বন্ধুদের সাথে।
৬.আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ইংরেজি ভাষায় চ্যাটিং করুন।
৭.ইংরেজি বলার সময় গ্রামার নিয়ে চিন্তা কম করুন।বলার প্রতি বেশি নজর দিন।
৮.প্রচুর পরিমানে ইংরেজি ভাষায় নাটক এবং সিনেম দেখুন।
৯.আপনি যা চিন্তা বাংলাতে করেন সেই চিন্তা যদি ইংরেজিতে করার চেষ্টা করেন তাহলে আপনার ইংরেজি দক্ষতা ভালো হবে।
১০.প্রতিদিন অন্তন ১০ ভোকাবুলারি শিখুন । এতে আপনার ইংরেজি শব্দের প্রতি দক্ষতা বাড়বে।

আশা করি এভাবেই আপনি আপনার ইংরেজি ভাষার প্রতি দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।

Related Posts

27 Comments

মন্তব্য করুন