দূরত্বই প্রিয়জনের গুরুত্ব বুঝিয়ে দেয়।

~প্রতিটা সম্পর্কই শুরু হয় কিছু দুষ্টু মিষ্টি অনুভূতি দিয়ে।কিন্ত দিন যতই যেতে থাকে,সেই অনুভূতি গুলো কেনো জানি কমতে থাকে।যখন সম্পর্ক শুরু হয় তখন একজন আরেক জনের প্রতি অনেক যত্নশীল থাকে।সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রিয় মানুষটার সাথে খুনসুটি আর ঝগড়া করে কাটিয়ে দেয়।ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলে কাটিয়ে দেয়।প্রিয় মানুষটার অসুস্থটাকে নিজের অসুস্থ মনে করে।একটু ঝগড়া হলেই প্রিয় মানুষটাকে জড়িয়ে কান্না করে।প্রিয় মানুষটা না খেয়ে থাকলে সেটা নিজে অনুভব করে।তাকে বার বার খেতে যেতে বলে।মোট কথা দুজন দুজনকে অনেক বেশি কেয়ার করে।

কিন্ত একটা সময় সব কিছুই আস্তে আস্তে কমতে থাকে।যে মানুষটা আপনার সাথে সারা রাত কথা বলতো সেই মানুষটা একটা সময় শরীর খারাপ হওয়ার বাহানায় সন্ধ্যা সময়ই ঘুমিয়ে পড়বে।আপনার চোখের একটু কাজল নষ্ট হয়ে গেলে যে মানুষটা পাগল হয়ে যেতো,একটা সময় আপনার চোখের নিচে কালী পরে থাকলে ও একটা বার চেয়ে দেখবে না।আপনি অসুর হলে যে মানুষটা মাথায় হাত বুলিয়ে দেওয়ার কথা বলতো,সেই মানুষটা ই একটা সময় আপনাকে নাপা খেয়ে ঘুমিয়ে যেতে বলবে।আপনি না খেয়ে থাকলে ও একটা বার জিঙ্গেস করবে না তুমি খেয়েছো তো।

সময়ের সাথে সাথে প্রিয় মানুষ গুলো ও একটা সময় অপ্রিয় হতে থাকে।প্রিয় অভ্যাস গুলো ও অপ্রিয় হতে থাকে।একটা সময় আপনি নীল চুড়ি নীল শাড়ি পরলে যে মানুষটা পাগলের মতো চেয়ে থাকতো, সেই মানুষটা ই একটা সময় আপনার দিকে চেয়ে ও দেখবে না।আপনার অনুপস্থিতিতে যে মানুষটা আপনাকে পাগলের মতো খুজতো,সেই মানুষটা পাগলামিটা ও একদিন কমে যাবে।প্রিয় মানুষটার কাছ থেকে আমরা সবাই ই কেয়ার পেতে চাই।তাই মাঝে মাঝে নিজেকে প্রিয় মানুষটার কাছ থেকে দূরে সরিয়ে নিতে হয়।কারন দূরত্ব সৃষ্টি না হলে,কার কতটা গুরুত্ব সেটা বুঝা যায় না।আপনার জীবনে কে কতটা গুরুত্ব সেটা অনুভব করা যায় না।তাই মাঝে মাঝে প্রিয় মানুষ গুলোর কাছ থেকে নিজেকে আড়াল করে নিতে হয়।

কথায় আছে দাত থাকতে মানুষ দাতের মূল্য বুঝে না।ঠিক তেমনই আপনার প্রিয় মানুষটা যখন আপনার পাশে থাকে তখন আপনি বুঝতেই পারেন না,যে এই মানুষটা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ন,যখন আপনার জীবন থেকে হারিয়ে যায় তখন ই বুঝতে পারেন সে আপনার জীবনে কি ছিলো।তাই প্রিয় মানুষটাকে ভালোবাসুন,তাকে বুঝুন,তার চাওয়া পাওয়া গুলোর মূল্য দেন।

Related Posts

13 Comments

মন্তব্য করুন