দেশে ২০২৩ সালে চালু হবে ফাইভ জি

দেশে ২০২৩ সালে চালু হবে ফাইভ জি

আমরা ইতোমধ্যে রয়েছি ফোর জি তে । তারপরও গ্রামাঞ্চলে ঠিক মতো ফোরজি সেবাই ভালো করে পাচ্ছে না আবার ঘোষণা দিচ্ছে ফাইভ জি চালু হচ্ছে । এই ঘোষনাটি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার । তিনি বলেছেন যে, ২০২৩ সালে আমাদের দেশে ফাইভ জি চালু হতে যাচ্ছে । আর ফোরজি চালু হয়েছে গত বছর ২০১৮ সালে ।
মন্ত্রী আমাদের জানিয়েছেন বিভিন্ন প্রান্তরের মানুষ যাতে সহজে প্রযুক্তির পণ্য গুলো পায় সেজন্যে বিভিন্ন আর্থিক সুবিধা সহ শুল্কমুক্ত করে দিচ্ছে সরকার ।
তিনি আরো বলেন , আমরা প্রযুক্তির ব্যবহারে অনেক পিছিয়ে রয়েছি , তাই এখন আমরা আর পিছিশে থাকবো না , ২০২৩ সালের মধ্যে এই সেবা চালু করবো ।
ততোদিনে হয়তো আরো অনেক উন্নতদেশগুলো ও ফাইভ জি সেবা চালু করবে । আর আমাদের দেশের নেটওয়ার্ক সাইটগুলোকে উন্নত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে । কারন তথ্য প্রযুক্তি ছাড়া আমরা ডিজিটাল হতে পারবোনা ।

<

Related Posts