দৈনন্দিন জীবনে পড়ালেখায় কাজে লাগে এমন কিছু পরিমাপের একক

“আসসালামু আলাইকুম”,
আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজকে আমার এই পোস্টটি মুলত গাণিতিক কিছু পরিমাপের একক নিয়ে।

জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র, জীববিদ্যা, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান সহ আমাদের দৈনন্দিন জীবনে গাণিতিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় কিছু পরিমাপ দরকার হয়। বিশেষ করে এই সব পরিমাপ এর একক একবার জেনে রাখলে সকল ধরনের পড়ালেখা,চাকরির ইন্টারভিউ  থেকে শুরু করে দৈনন্দিন অনেক সমস্যার সমাধান করতে দরকার হয়। যেমন- জামাকাপড় বানাতে ইত্যাদি।

১ মিলিয়ন = ১০ লক্ষ
১কোটি=১০মিলিয়ন
১ বিলিয়ন=১০০ কোটি
১১ট্রিলিয়ন= ১ লক্ষ কোটি
১১৭৬০ গজ=১মাইল
১ইঞ্চি=২.৫৪ সে.মি.
১১ মাইল=১.৬১ কি.মি.
১০.৬২ মাইল = ১ কি.মি.
১ ৬ফুট = ১ ফ্যাদম

১ বর্গহাত = ১ গন্ডা
২০গন্ডা = ১ ছটাক
১৬ ছটাক = ১ কাঠা
২০ কাঠা = ১বিঘা
১১৪৪ বর্গইঞ্চি = ১ বর্গফুট
১. ৯ বর্গফুট = ১ বর্গগজ
৪৮৪০ বর্গগজ = ১একর
১০০শতক = ১একর
৬৪০একর = ১ বর্গমাইল
২৪৭ একর = ১বর্গকিমি

১০০০০ বর্গমি = ১০০এয়র
১৬ আউন্স = ১ পাউন্ড
২৮ পাউন্ড = ১কোয়ার্টার
৪কোয়ার্টার = ১ হন্দর
২০হন্দর = ১বৃটিশ টন
১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল
১ কি. মি.= ১০০০ মিটা
১ কি.মি = ১০ হেক্টোমিটার
মিটার = ১০ ডেকামিটার
১. ডে. মিটার = ১০ মিটার

১ মিটার = ১০ ডেসিমিটার = ১০০ সে.মি.= ১০০০ মি.মি.
১ ডেসিমিটার = ১০ সেন্টিমিটার
১ সেন্টিমিটার = ১০ মিলি মিটার
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
জায়গা-জমি সংক্রান্ত পরিমাপ :
১ এয়র = ১০০ বর্গ মিটার
১ হেক্টর = ১০০ এয়ব = ১০০০০ বর্গ মিটার
১ বর্গ মিটার = ১০০ বর্গ ডেসিমিটার = ১০০০০ বর্গ সেন্টিমিটার
১ বর্গ মিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়) . ১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)
3 বর্গ মাইল = ৬৪০ বর্গ একর
১ একর = ৪৮৪০ বর্গগজ= ১০ বর্গ চেইন = ৩ বিঘা ৮ ছটাক
.১ বিঘা = ২০ কাঠা = ১ বর্গরশি= ১৬০০ বর্গগজ
১ কাঠা = ৮০ বর্গগজ = ১৬ ছটাক

১২টাক = ৫ বর্গগজ
১ বর্গগজ = ১ বর্গফুট
১ বর্গফুট= ১৪৪ বর্গইঞ্চি
১ চেইন = ২
১ বর্গচেইন = ৪৮৪ বর্গগজ

তথ্য কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকুন।

Related Posts

8 Comments

মন্তব্য করুন