ধনী গরিব সবার জন্য ঈদ হোক আনন্দের

আজকের দিনটা পার হলেই কাল সকালে ঈদ উল আযহা | ঈদুল আযহাতে সবাই ব্যস্ত থাকলেও এই ঈদ এর আনন্দ ও কিন্তু ঈদুল ফিতর এর থেকে কোনো অংশে কম নয় |

ঈদ মানেই ধনী গরিব সকলের জন্য একটি আনন্দের উৎসব | সবাই এইদিনে সকল মান অভিমান ভেদাভেদ ভুলে সকলে এক হয়ে যায় |

ঈদ উল আযহাতে মহান আল্লাহ পাক আপনার দেয়া কুরবানীর গোস্তের একটি নির্দিষ্ট পরিমান অংশ গরিবদের দান করার জন্য নির্ধারণ করে দিয়েছেন তারপর ও অনেকেই আছেন যারা গরিবদের ভাগ তাদের মাঝে বিলিয়ে দিতে কার্পণ্য বোধ করেন |

মনে রাখবেন আমাদের মুসলিমদের দুটি ঈদ এর ই দুটি মাহাত্ম আছে | দুটি ঈদেই ধনীদের পাশাপাশি যেন দরিদ্ররা আনন্দে শামিল হতে পারে সেইজন্য মহান আল্লাহ দুটি ঈদেই গরিবদের জন্য দুটি প্রাপ্ত অধিকার নির্দিষ্ট করে দিয়েছেন | যেমন ঈদুল ফিতর এ আমরা যাকাত এর টাকা গরিব দের মাঝে বিলিয়ে দেই| ঠিক একই ভাবে কোরবানির ঈদ এ আমরা কোরবানির একটি নির্দিষ্ট পরিমান অংশ গরিবদের মাঝে বিলিয়ে দেই| এই বিলিয়ে দেয়াটা হতে হবে স্বতঃস্ফূর্তভাবে | মনে যেন কোনো কার্পণ্যবোধ না থাকে |

আমরা সারা বছর গোস্ত খেতে পারি | কিন্তু দরিদ্র মানুষেরা এই একটি দিনের জন্য অপেক্ষা করে থাকে একটু গোস্তের আশায় | তাই তাদের প্রাপ্ত অংশ তাদের বুঝিয়ে দিন | প্রাপ্ত অংশ বিলিয়ে দেয়ার পর ও কোনো গরিব মানুষ যদি আপনার দরজায় আসে তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না |

ঈদ মানেই আনন্দ , ঈদ মানেই খুশি | এই আনন্দ যখন ধনী গরিব প্রতিবেশী আত্মীয়স্বজন সবার সাথে ভাগাভাগি করে নিবেন তখনই আপনার ঈদ সার্থক হবে |

Related Posts

8 Comments

মন্তব্য করুন