নদী নিয়ে রোমান্টিক ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। নদী নিয়ে রোমান্টিক ক্যাপশন

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশে চারদিকে শুধু নদীর সমারহ । নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কতশত কবি সাহিত্যিক যে কাব্য রচনা করেছেন তার হিসেব নেই।নদীকে ঘিরেই রচিত হয়েছে বহু প্রেম কাহিনি।

তাই আজ নিয়ে এসেছি নদী নিয়ে কিছু রোমান্টিক ক্যাপশন। আশা করি আপনাদের ভালো লাগবে।

রোমান্টিক ক্যাপশন

১.”নদী কখনো বিপরীত দিকের হয় না তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন

আপনার অতীতকে ভুলে যান এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন”।

<

২. নদী কখনোই তার নিজের জল পান করে না; গাছ কখনোই তার নিজের ফল খায় না। তাই জীবনে অন্যদের জন্যেও বাঁচতে শিখুন।”

৩.যদি ভালোবাসতেই হয় নদীর মতো ভালোবাসো 

কোন স্বার্থহীন এক বস্তু হলো নদী

৪.নদীর মতো, ভালোবাসা, যখনই কোনও বাধা পূরণ করে তখন নতুন পথ কেটে নেয়।” –

৫.সমুদ্রতে যেমন নদী হারিয়ে যায়, তেমন ভালোবাসায় মানুষ হারিয়ে যায়।” 

৬.নদীর এপাড় কহে ছাড়িয়া নিশ্বাস, ওপাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস।” –

৭.নদীর যত্ন নয় মানুষের হৃদয়ের প্রশ্ন।”

৮.যে কখনো নদীর স্রোত উপভোগ করতে পারেনি সে কখনো কাউকে ভালোবাসেনি।

৯,.নদী যেমন গভীর ঠিক মানুষের ভালোবাসা ঠিক ততটাই গভীর।

১০.নদীর বুকে হাঁটছে আলো 

মানুষের মনে নতুন প্রেম

১১.”একটি নদী কখনই হ্রদে পরিণত হতে চায় না এবং যে প্রেম  নদীর মতো প্রবাহিত হতে পছন্দ করে সে কখনো মানুষের মতো স্থির হয়ে থাকতে চায় না ।

১২.একটি নদী তার মাছের জন্য সম্মানিত হয়, ঠিক তেমনি সত্যিকারের প্রেম মানুষে মানুষে পূর্ণতা পায়। 

১৩.নদী নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না 

ঠিক তেমনি ভেঙ্গে যাওয়া মন কখনো কারো জন্য অপেক্ষা করে না।

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। 

মাস্ক পড়ুন

সুস্থ থাকুন

Related Posts

32 Comments

মন্তব্য করুন