নবম শ্রেণির চারু ও কারুকলা এসাইনমেন্ট এর উত্তর( তৃতীয় সপ্তাহ)

আসসালামু আলাইকুম,

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

সবাই কেমন আছেন।

আশা করি ভালো আছেন,সুস্থ আছেন।

সেই কামনায় ব্যক্ত করি।

অন্যান্য দিনের মতো আজকেও আমি ৯ম শ্রেণির চারু ওকলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি।

আশা করি আপনাদের উপকারে আসবে।পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

 

বুজতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

 

সকল ধরনের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর পেতে গ্রাথার ডটকম এর শিক্ষা ক্যাটাগরি তে চোখ রাখুন।

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ –

শিল্পকলা কি? বাংলাদেশের সংস্কৃতিতে সমৃদ্ধ করার জন্য শিল্পকলা চর্চা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

শিল্পকলা কি?

কল্পনা ও বাস্তবের মেলবন্ধন হলো শিল্প। এই শিল্প বিভিন্নরূপে কলার মাধ্যমে প্রকাশ পায়। যেমন -ছবি, ভাস্কর্য, নৃত্য ইত্যাদি। এখানে মাধ্যমগুলো হলো কলা তাই একসাথে শিল্পকলা বলা হয়।

শিল্পকলা বলতে বিশ্বের বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে বিদ্যমান বহুবিধ কিছু মানুষ কর্মকাণ্ডকে বোঝায়। যেগুলোতে দেখাশোনা করার যোগ্য কিংবা পরিবেশন করার মত এমন বিশেষ কোন কিছু সৃষ্টি করা হয় যার মাধ্যমে সৃষ্টিকারীর কল্পনাশক্তিও কারিগরি দক্ষতা বহিঃপ্রকাশ ঘটে, এবং দর্শক শ্রোতা তা পড়ে, শোনে। শিল্পকলায় সৃষ্ট বস্তুকে শিল্পকর্ম বলে এবং যে ব্যক্তি শিটল্পকলার চর্চা করে শিল্পকর্ম সৃষ্টি করেন তাকে শিল্পী বলে।

 

বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য শিল্পকলা চর্চা গুরুত্বপূর্ণ কেন?

কলা বা শিল্প শব্দের সাধারণ অর্থ হল কোন কাজ সহজ সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করা। শিল্পকলার অন্যতম প্রধান একটি চিত্রকলা একটি বিশেষ মাধ্যম হলো চিত্রকলা। যে চিত্রকলা কোন দেশের সাধারণ মানুষের জীবনের নানা দিক এর চিত্র তুলে ধরে।

 

প্রধানত গ্রামের সমাজকে বহন করে তাকে সে দেশের লোক চিত্রকলা বলে। বাংলাদেশের লোক চিত্রকলা খুবই সমৃদ্ধ।

 

মানব মনের সহজাত আনন্দধারা বিকাশের জন্য শিল্পকলা চর্চা সবার জন্য অপরিহার্য শিল্প চর্চা মানুষের মাঝে সৌন্দর্যবোধ সৃষ্টি করে মনকে তৃপ্ত করে।

সবাইকে ধন্যবাদ।

Related Posts