নামাজকে বলোনা কাজ আছে ওয়েলকাম টিউন কোড

সবাইকে শুভেচ্ছা বন্ধুরা। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে পছন্দের কিছু ওয়েলকাম টিউন নিয়ে হাজির হলাম। এখন থেকে আপনার প্রিয়জনকে শুনান সুন্দর গান। প্রিয় মানুষটিকে মন ভালো রাখতে সুন্দর ওয়েলকাম টিউনের জুড়ি নেই।

যখনই আপনাকে কল দেবে সাথে সাথে শুনতে পাবে পছন্দের গান। তার জন্য গ্রামীণফোন নিয়ে এলো দুর্দান্ত ওয়েলকাম টিউনের সুবিধা। আপনি চাইলে যেকোন গ্রামীণফোন পোস্টপেইড সংযোগ নেই আপনি ওয়েলকাম টিউন সেট করতে পারবেন নিজের ইচ্ছেমতো।

যেভাবে ওয়েলকাম টিউন সেট করবেন: আপনি যদি গ্রামীণফোন অফার আতর ব্যবহার করে থাকেন তাহলে বিভিন্ন পদ্ধতিতে আপনি ওয়েলকাম টিউন সেট করতে পারবেন।

যেমন: ১. এসএমএসের মাধ্যমে

          ২. আই ভি আর এর মাধ্যমে

          ৩. গ্রামীন ফোন অ্যাপস এর মাধ্যমে।

          ৪. ইউএসএস ডির মাধ্যমে।

১.এসএমএসের মাধ্যমে:

*প্রথমে আপনার মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে যান।

*তারপর টাইপ করুন WT<Space<Song এভাবে লিখে পাঠিয়ে দিন।

* কিছুক্ষণ পর মাই গ্যালারিতে গান যোগ হবে এবং একটি কনফার্মেশন এসএমএস পাবেন।

২. আই ভি আর এর মাধ্যমে:

*মোবাইল থেকে ২৪০০০ নাম্বারে ডায়াল করুন।

*তারপর সেখান থেকে ওয়েলকাম টিউনের অপশন বেছে নিন।

*সেখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরির লিষ্ট দেখতে পাবেন। টপ সং,পুপুলার সং,বাংলা, ইংরেজি এবং বিভিন্ন ইসলামিক গান রয়েছে।

ইউএসএসডি মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পছন্দের ওয়েলকাম টিউন সেট করতে পারবেন।

শুধুমাত্র *২৪০০০# ডায়াল করে পছন্দের ওয়েলকাম টিউনের জন্য অপশন ১ সিলেক্ট করুন বেশ কাজ এটুকুই।

নিচে আপনাদের পছন্দের কয়েকটি ইসলামিক টিউন কোড দিয়ে দিলাম।

১৷ কলরব থিমসং – ১ – কলরবের শিল্পীরা =520755

২৷ ও মদিনার বুলবুলি – কলরবের শিশু

শিল্পীরা = 520761

৩৷ মাটি হবে আসল বাড়ি – নজরুল ইসলাম = 520759

৪৷ অচিন পাখি .… – আবু রায়হান = 520762

৫৷ ইয়া সায়্যেদি – কলরবের শিশু শিল্পীরা = 520771

৫৷ মা .… আজ কেন আমায় – দাউদ আনাম = 520758

৭৷ আকাশ৷এখন – কাজী আমিনুল ইসলাম = 520851

৮৷ এই জীবনে কিছুই – শিশু শিল্পী মাহমুদ = 3007125

৯৷ মা আমারি মা – শিশু শিল্পী মাহমুদ = 300714

১০৷ মসজিদের ঐ মিনার – শিশু শিল্পী মাহমুদ = 3007149

১১৷ কি আর হবে কান্দিয়া -শিশু শিল্পী মাহমুদ =

১২৷ কত ছন্দে – কলরবের শিল্পীরা = 520101

১৩। ঈদের গান – কলরব = 5201011

আজকে এ পর্যন্ত ধন্যবাদ।

Related Posts

60 Comments

  1. ব্লগিং বলতে আসলে বোঝায় একটা কন্টেন্ট চালিয়ে যাওয়া। সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট, রাইটিং কন্টেন্ট,ভয়েস কন্টেন্ট। বর্তমান সময়ে আমরা সাধারণত ভিডিও ব্লগিং এবং রাইটিং কন্টেন এর সাথে পরিচিত। আমরা সকলেই জানি ব্লগিং করে আর্নিং করা যায়। তবে সেটা কিভাবে করতে হয় এটা আমরা অনেকেই জানি না। আমি নিজেও ততোটা জানি না। তবে যতটুকুই জানি তাই আপনানের সাথে শেয়ার করার চেষ্টা করব।

    **** আমরা সকলেই অনলাইনের মাধ্যমে কিছু না কিছু ইনকাম করতে চাই। এ জন্য আমরা ফেসবুকের মধ্যে অনেক ঘাটাঘাটি করে থাকি। তবে ফেসবুকে এমন ইনকামের লোভ দেখিয়ে অনেকে প্রতারণা করে থাকে।
    **** আপনি একটু লক্ষ্য করতেই দেখতে পারবেন, ফেসবুকের মধ্যে যেসব লোক আর্নিং এর কথা বলে, শতকরা ৯৯% ফেইক আইডি।

    আসলে অনলাইন থেকে ইনকাম করা এতোটা সহজ না যে আমি একটা জাগায় একটা কোড বসিয়ে ডেইলি ৫০০/১০০০ টাকা ইনকাম করা যাবে। এমন হলে এই মুহুর্তে আমি নিজের টাকায় আর-ওয়ান-ফাইভ নিয়ে কলেজে যেতাম।

    **** করা যাবে না এমন না। করা যাবে। আরো পড়তে হলে নিচের লিংক এ প্রবেশ করে পড়তে পারেন
    shorturl.at/hkCH0
    shorturl.at/nrCEP

মন্তব্য করুন