পাঁচ মিনিটেই বানিয়ে ফেলুন আপনার ব্যক্তিগত ওয়েবসাইট একদম ফ্রিতে।

আসসালামু আলাইকুম!

আশা করি আপনারা আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছেন।

আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি।

অনেকের স্বপ্ন থাকে তার নামে একটি ওয়েবসাইট বানানো।

কিন্তু এতে অনেক খরচ সে জন্য অনেকেই তার স্বপ্ন পূরণ করতে পারেনা।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম ফ্রিতে 5 মিনিটে একটি ওয়েবসাইট বানাবেন।

যেহেতু এটি একটি ফ্রি ওয়েবসাইট তাই খুব একটা ভালো নাও হতে পারে।

আজকে শুধু আপনাদের একটি ডাউনলোড ওয়েবসাইট বানানো শিখাবো।

যদি আপনাদের এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।

এর পরবর্তীতে আমি কিভাবে একটি ওয়েবসাইট সুন্দর করে ডিজাইন করবেন সে বিষয়ে পোস্ট দিব।

প্রিয় ভাই,

আমি মানুষ আর মানুষ মাত্রই ভুল

 তাই যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তো চলুন শুরু করা যাক:

প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং এই লিংকে প্রবেশ করুন।

এরপর যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই

সেজন্য আমরা রেজিস্ট্রেশন এ ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করবো:-

স্ক্রিনশটে যেভাবে দেখানো আছে সেভাবে ফর্ম গুলো পূরণ করুন:-

তারপর register now এ ক্লিক করুন।

এরপর আপনার ওয়েবসাইটের নাম দিন:-

তারপর Create Now এ ক্লিক করুন।

এবার নিচে এই অপশন টি খুঁজে বের করে ক্লিক করুন

এবার download site সিলেক্ট করুন।

এখন আপনার একটি ডাউনলোড সাইট বানানো শেষ।

এখন আমরা এখানে আপলোডার তৈরি করব:-

Panel অপশনে ক্লিক করুন

তারপর File uploader অপশনটি খুজে বের করে ক্লিক করুন।

এবার নিচে make uploader এ ক্লিক করুন।

এবার আমাদের ফাইল আপলোডার বানানো শেষ।

এবার সেখান থেকে যে কোন কিছু আপলোড করতে পারেন।

এখন আমাদের একটি সম্পূর্ণ ডাউনলোড সাইট বানানো শেষ।

বিঃদ্রঃ যেহেতু এটি একটা ফ্রি হোস্টিং সাইট তাই এখানে ২০জিবির বেশি ফাইল আপলোড করতে পারবেন না।

তাহলে আজকে এ পর্যন্তই।

যদি পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

Related Posts

16 Comments

  1. এগুলো ফ্রি ওয়েবসাইট এর তেমন একটা ইনকাম করা যায় না তবে যদি ভাল মানের ওয়েবসাইট হয় তাহলে ইনকাম করা যায়।
    এইখান থেকে ইনকাম করার জামাই যদি সাইটটি খুব জনপ্রিয় করতে পারেন।

  2. ভাইসব ওয়েবসাইটে কিন্তু এটা ফ্রি হোস্টিং এর সাইট।
    এখানেও সবকিছু একরকম।
    একদম ওয়েবসাইট জনপ্রিয়তা পাওয়ার পর সেখানে বিজ্ঞাপন বসাতে হয় তারপর সেখান থেকে টাকা পাওয়া যায়।
    সব ওয়েবসাইটে এক বুঝলেন ওয়েবসাইট হলেই হল।
    তবে সবচেয়ে ভালো বিজ্ঞাপন গুগোল অ্যাডসেন্সে সেটা যে কোন ওয়েবসাইটে দেয় না।
    জন্য ভালো মানের ডোমেইন হতে হয় এতটুকুই তফাৎ।
    সোজা কথায় আপনার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ।

মন্তব্য করুন