পৃথিবীর কিছু বিখ্যাত জায়গা

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,পাঠিকা আশ,করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পৃথিবীর কয়েকটি বিখ্যাত শহর নিয়ে বিস্তারিত বলব।কিসের জন্য বিখ্যাত এবং কেন বিখ্যাত তাও বলবো

আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন  পৃথিবীতে অনেক বিখ্যাত জায়গা আছে যার সম্পর্কে আমরা জানি না সেরকমই কয়েকটি স্থানন নিয়ে আজকে আমি  আলোচনা করব পৃথিবীর একটি বৈচিত্র্যময় গ্রহ  পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে  সেরকমই কয়েকটি স্থান স্থান কে  তুলে ধরলাম-

লন্ডন- ইংল্যান্ডের রাজধানী টেমস নদীর তীরে অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহত্তম শহর বিভিন্ন ধরনের শিল্পের কেন্দ্রস্থল।

ভ্যাটিকানসিটি- ইতালির রাজধানী রোমে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্বাধীন দেশ আয়তনে প্রায় ১৮০ একর। লোকসংখ্যা 900 জন।

মস্কো -রাশিয়ার রাজধানী বিশ্বের অন্যতম বৃহৎ শহর ১৯৮০ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয়।

শিকাগো -যুক্তরাষ্ট্রের অবস্থিত। শিকাগো নদী তীরবর্তী একটি অন্যতম বৃহৎ শহর। যুক্তরাষ্ট্রের বৃহত্তম রেলওয়ে কেন্দ্র।শস্যবাজার নামে ও সমধিক পরিচিত।

সিডনি -অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বন্দর 2000 সালে অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

বার্লি -ইন্দোনেশিয়ার দ্বীপ এখানে বহু স্মৃতিসৌধ ও হিন্দু মন্দির আছে।

হেগ- নেদারল্যান্ডের একটি শহর এখানে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত

হরপ্পা- পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত ৫০০০ হাজার বছর পূর্বের নিদর্শন পাওয়া গে ছে এখানে।

হংকং – দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত সাবেক ব্রিটিশ কলোনি বর্তমানে এটি চীনের অবস্থিত 1 997 সালের জুলাই মাসে এই চীনের কাছে হস্তান্তর করা হয়

সাহারা – আফ্রিকার মরুভূমি অঞ্চল আয়তনের 84 লাখ পৃথিবীর বিখ্যাত এই মরুভূমি এখন এ অবস্থিত।এটি ফসফেট সমৃদ্ধ অঞ্চল

ব্যাংকক – থাইল্যান্ডের রাজধানী এবং প্রাচীন শহর এটি প্রাচ্যের ভেনিস হিসেবে বিখ্যাত।

আগ্রা – ভারতের একটি অঙ্গরাজ্য মোগল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজ বেগমের স্মরনে এখানে তাজমহল তৈরি করে। ২০হাজার লোক ২২বছরে এটি তৈরি করে।

দার্জিলিং – ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং অবস্থিত এটি একটি পাহাড়ি এলাকা এখান থেকে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা তুষারাবৃত প্রাকৃতিক মনমুগ্ধকর দৃশ্য দেখা যায়

ঢাকা – বাংলাদেশের বৃহত্তম শহর ঢাকার মসলিন একসময় পৃথিবী বিখ্যাত ছিল

কাশ্মীর – ভূস্বর্গ নামে পরিচিত স্বাস্থ্যকর স্থান

লস এঞ্জেলস – যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান তৈরি এখানেই এক-তৃতীয়াংশ প্রস্তুত করা হয়

ম্যানিলা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ও উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় খানে অবস্থিত

সাংহাই ইয়াংসি নদীর তীরে অবস্থিত।

জোহান্সবার্গ – দক্ষিণ আফ্রিকায় অবস্থিত স্বর্ণের খনির জন্য বিখ্যাত প্রজাতন্ত্রের বৃহত্তম শহর

বৃহত্তম শহর গ্রীনউইচ – লন্ডনে অবস্থিত এখান থেকে স্টার্ট সময় গণনা করা হয় এর উপর দিয়েই মূল মধ্যরেখা চলে গেছে

আজকে কয়েকটি বিখ্যাত শহর নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারলেন।

Related Posts

11 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন