প্রতিটি ভুলই আমাদের জন্য নতুন নতুন শিক্ষা।

★এইটুকু জীবন থেকে যা শিখলাম, তা হয়তো হাজারো বই পড়ে ও শিখা সম্ভব হতো না।এই পৃথিবীতে আসলে কেউ কারো আপন না।নিজেকে মাঝে মাঝে বড্ড বোকা মনে হয়,নিজের উপর নিজেরই রাগ হয়,কারন আজো এই পৃথিবীর মানুষ গুলোকে চিনতে পারি নি।কেউ একটু একটু আবেগ মাখা মুখে ভালোবাসি কথা বললে আমরা ভাবি সে হয়তো আমাদের কতটাই না ভালোবাসে।আসলে তাদের আবেগী মুখের ভালোবাসার আড়ালে মুখোশ লুকিয়ে থাকে।আসলে তারা প্রয়োজনে কাছে আসে।আবার প্রয়োজন শেষ হলেই হারিয়ে যাবে বাস্তবতার কাছে।

আমরা ভুল করে ঠিক এইসব মানুষ গুলোকেই ভালোবেসে ফেলি।তাদের যতটুকু ভালোবাসা দেওয়া উচিত,তারচেয়ে ও বেশি ভালোবাসা দিয়ে ফেলি।আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না।সেটা হতে পারে ভালোবাসা বা অন্যকিছু।আপনি যখন কাউকে বেশি ভালোবাসবেন বেশি মূল্যায়ন করবেন,ঠিক তখনই সে আপনার প্রতি অবহেলা করতে শুরু করবে।আমরা ভুলটা তখনই করি যখন আমরা তাদের ভালোবাসি আর আমাদের সেই দূর্বলতাটা প্রকাশ করে ফেলি,তখনই অবহেলা নামক শব্দটা চারপাশ থেকে ঘিরে ধরে।

আজকালকার বেশির ভাগ সম্পর্কই ভুল বুঝাবুঝি আর পরিবারের অযুহাত দেখিয়ে একটা সময় শেষ হয়ে যায়।আমি সেই সম্পর্ক চাই না, যে সম্পর্ক পরিবারের অজুহাত দিয়ে দূরে চলে যায়।আমি সেই সম্পর্ক চাই না যে সম্পর্ক হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট বুঝতে পারে না,অভিমানের পিছনে লুকিয়ে থাকা কষ্ট বুঝে না,যেখানে মন খারাপের বিজ্ঞাপন দিতে পারবো না,মন খুলে কথা বলতে পারবো না,এমন সম্পর্ক আমি চাই না।

আমি এমন সম্পর্ক চাই যেখানে হাজারো ঝগড়াঝাটি হবে,রাগারাগি হবে কিন্তু কখনো কেউ কাউকে ছেড়ে যাবে,পরিবারের দোহাই দিয়ে কেউ কখনো ছেড়ে যাবে না।বরং পরিবারের মানুষ গুলোর মন জয় করে,ভালোবাসার মানুষটাকে নিয়ে একসাথে থাকতে চাই।যে সম্পর্ক বাস্তবতার অজুহাত দিয়ে চলে যায়,সেটা কখনো ভালোবাসা হতে পারে না।এটা শুধু মাএ ক্ষনিকের অভিনয়।আমি অস্থায়ী কোনো সম্পর্ক চাই না,আমি চাই আমার স্থায়ী একটা সম্পর্ক হোক,যেখানে হাজারো ভালোবাসার বাগান থাকবে।যেখানে অবিশ্বাসের কোনো জায়গা নেই,নেই কোনো অবহেলা,আছে একরাশ ভালোবাসা।

ভালোবাসায় সম্মান থাকতে হয় বিশ্বাস থাকতে হয় অনুভূতি হয়,তাহলেই একটা ভালোবাসা পরিপূর্ণ ভালোবাসা হয়।আসলে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই বেশি দিন টিকে না।সেটা হতে পারে ভালোবাসার সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক। যে ভালোবাসা মন থেকে হয়,যেখানে হাজারো অনুভূতি লুকানো থাকে,হাজারো ঝগড়া হলে ও সেই ভালোবাসার জয় একদিন না একদিন হয়।

Related Posts

23 Comments

মন্তব্য করুন