প্রফেশনালভাবে কাজ করার জন্য কোন মার্কেটপ্লেসটি ভাল

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি।

তো আজকে আমরা আলোচনা করব। প্রফেশনাল ভাবে কাজ করতে হলে আমাদের জন্য কোন মার্কেটপ্লেসকে সবচেয়ে ভালো।

আপনারা অনেকেই ইউটিউব ঘাটাঘাটি করে দেখেছেন যে, www.freelancer.com হচ্ছে সবচেয়ে বেস্ট সাইট।

আর এগুলো মাঠে অনেকদিন ধরে রয়েছে। যার কারণে এগুলো থেকে স্ক্যাম করার কোনো সম্ভাবনা নেই।

এই সাইটগুলোর কাজ মূলত রিয়াল আর এখানে আপনার এখানে আপনারা কাজ করে দিতে পারবেন অন্য লোকের টাকা আপনাকে দেওয়া হবে।

এখানে মূলত কাজ সহজে ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ধরনের কাজ দেবে।

<

আপনাদের টাকা ইনকাম করতে চাইলে আপনাকে প্রথমেই কোন টাকার চিন্তা মাথায় আনা যাবে না। এখানে আপনার প্রথমেই জাস্ট শুধু কি করবে কাজ শিখবে। এবং সেই কাজের স্কিল থেকে অনেক অগ্রগতি করে নিয়ে যাবেন।

যেমন ধরেন গ্রাফিক ডিজাইন। কোন একটি ছবির তারা কি গ্রাফিক্স করাইলো এবং কোন ধরনের ওয়েবসাইটের এসইও এবং সাইটের ডিজাইন, ওয়েব ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট তালি কাজগুলো আপনাকে দাঁড়া তারা করিয়ে নেবে।

আর তারা যে আপনাকে দ্বারা কাজ করিয়ে নেবে। এজন্য তারা কোম্পানিকে অর্থাৎ সাইটে পেমেন্ট করবে। আর সেই সাইট কাজ রিভিউ করে আপনাকে পেমেন্ট করবে।

আপনি খানের অবশ্যই বুঝতে পারছেন যে,এখানে তাদের সাইটে নিয়ম-নীতিগুলো অনেক কঠিন।

আর কোন সাইট ভাল হলে তাহলে তাদের নিয়ম-নীতিগুলো আসলেই অনেক কঠিন হতে হবে তা না হলে তারা কোনমতেই টিকতে পারবে না।

আর এদের পেমেন্ট মেথড হচ্ছে পেপাল এবং এনি ব্যাংক।

এখানে কাজের ধরন আসলেই প্রফেশনাল। আপনারাই freelancer.com এর বিভিন্ন ধরনের রিভিউ দেখেন যে এই সাইটে আসলেই রিয়াল নাকি স্ক্যাম।

তো আপনারা এখানে নিশচিন্তে কাজ করতে পারেন।এখানে কাজ করে যদি কেউ টাকা মার খায়।তাহলে এর দায় আমি নিব।

তাই আপনাদের সবাই কে বলব এখানে মনযোগ সহকারে কাজ করে যান।।

আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাই কে অসংখ্য ধন্যবাদ।।

Related Posts