প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও পর্যটনকেন্দ্র সিলেট

বাংলাদেশের অন্যতম পর্যটনকেন্দ্র সিলেট বিভাগ। এই সিলেট বিভাগ মোট চারটি জেলা নিয়ে গঠিত। চারটি জেলার ভেতর আছে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। সিলেট বিভাগকে সাধারণত চায়ের শহর বলে আখ্যায়িত করা হয়েছে। ভৌগলিক ও জলবায়ুর দিক দিয়ে সিলেট বাংলাদেশের একটি অন্যতম অর্থনৈতিক এলাকা যেখান থেকে গ্যাস ও তৈল আহরিত করে রপ্তানি করা হয়। সিলেটে প্রতি বছর হাজার হাজার পর্যটন ভীর করে এই প্রাকৃতিক দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করবার জন্য। সিলেটে বেশকিছু পর্যটনকেন্দ্র আছে। যেখানে সবসময়েই পর্যটকদের ভীর থাকে।

সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর নাম জেনে নিন:

  • মালনীছড়া চা বাগান
  • শ্রী চৈতন্য দেব
  • জাফলং
  • লালাখাল
  • হযরত শাহজালাল (রঃ) মাজার
  • হযরত শাহপারান (রঃ) মাজার
  • তামাবিল
  • ভোলাগঞ্জ
  • লোভাছড়া চা-বাগান
  • লোভাছড়া পাথর কোয়ারী
  • ফেঞ্চুগঞ্জ সার কারখানা
  • রায়ের গাঁও হাওর
  • বিছানাকান্দি
  • পান্থুমান জলপ্রপাত
  • লক্ষনছড়া
  • রাতালগুল

হযরত শাহজালাল (রঃ) মাজার: সিলেটের এই পবিত্র স্থান হযরত শাহজালাল (রঃ) মাজারে অনেকই নিজের মনকে পরিসুদ্ধ ও মুসলিম ইতিহাস সম্পর্কে গবেষণা করতে যায়। হযরত শাহজালাল (রঃ) ছিলেন একজন দরবেশ কিনবা পীর। তিনি সিলেটে আসেন মুসলমানদের পবিত্র ধর্ম ইসলাম প্রচার করতে। সিলেকে ৩৬০ আউলিয়ার বিভাগ বলা হয় কারণ হযরত শাহজালাল (রঃ) সিলেট আসেন তার ৩৬০ সঙ্গী আউলিয়াকে নিয়ে। জনপ্রিয় নায়ক সালমাশাহকে এই মাজারেই সমাহিত করা হয়। দরগা শরীফটি অত্যন্ত পবিত্র একটি স্থান। আপনি চাইলে এই পবিত্র স্থানে ভ্রমণ করে আসতে পারেন।

হযরত শাহপারান (রঃ) মাজার: হযরত শাহজালাল (রঃ) মাজার থেকে একটু দূরে গিয়ে আপনি হযরত শাহপারান (রঃ) মাজার দেখেতে পাবেন। জায়গাটি খুবই পবিত্র একটি স্থান। তিনি ছিলেন হযরত শাহজালাল (রঃ) এর ভাগ্নে। হযরত শাহজালাল (রঃ) তার ভাগ্নে হযরত শাহপারান (রঃ) এর সৎ চরিত্রের কারণে তাকে খুবই পছন্দ করতেন। তিনি একজন সাধক ব্যক্তিত্তের পুরুষ ছিলেন।

লালাখাল: সিলেটের লালাখাল একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেখানে প্রায় সব সময়ই পর্যটকের ভীর দেখতে পাওয়া যায়। লালাখাল যেতে আপনাকে ইঞ্জিনচালিত ট্রলারে করে ভ্রমণ করতে হবে। লালাখালের নীল পানি ও পাহড়ে ঘেরা চায়ের বাগান আপনাকে মুগ্ধ করবে।

জাফলং: সিলেটের জাফলং পর্যটকদের একটি দর্শনীয় স্থান যেখানে আপনি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়, ঝর্ণা ও পাথরে ঘেরা নদ-নদী দেখতে পাবেন। সিলেটে গেলে অবশ্যই এই জায়গায় ঘুরে আসবেন।

রাতালগুল: রাতালগুল সিলেটের জলার বন। এখানে আপনি ইঞ্জিনচালিত ট্রলারে করে ভ্রমণ করতে পারবেন। সিলেট আসলে পর্যটকরা রাতালগুল অবশ্যই একবার আসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

আপনি সিলেট ভিাগে সরাসরি রাজধানী ঢাকা থেকে ট্রেন অথবা বাসে যেতে পারবেন খুবই কম খরচে। সিলেট বিভাগের সবকটি পর্যটনকেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ে ঘেরা। আপনি সময় নিয়ে সবকটি স্থানে ঘুরে আসতে পারেন খুবই কম খরচে।

এছাড়াও সিলেট গেলে চায়ের বাগানে গিয়ে চা খেতে অবশ্যই ভুলবেন না। চায়ের বাগানের চা আপনার ভ্রমনকে আরো মনোমুগ্ধকর করে তুলবে।

Related Posts

24 Comments

মন্তব্য করুন