ফটোশপ প্রােগ্রামে নতুন ফাইল তৈরির কৌশল

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন

ফটোশপ প্রােগ্রামে নতুন ফাইল তৈরির কৌশল উল্লেখ ।

বর্তমানে কম্পিউটারে ছবি সম্পাদনার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় প্রােগ্রাম হলাে ফটোশপ প্রােগ্রাম । ফটোশপ প্রােগ্রামে নতুন ফাইল তৈরির কৌশল নিচে উল্লেখ করা হলাে

i . ফটোশপ প্রােগ্রাম খােলার পর File মেনু থেকে New কমান্ড দিলে New ডায়ালগ বক্স পাওয়া যাবে ।

ii. নিউ ডায়ালগ বক্সের Name ঘরে Untitled – 1 লেখাটি সিলেক্টেড অবস্থায় থাকবে । কি – বাের্ডের ব্যাকস্পেস বােতামে চাপ দিয়ে লেখাটি মুছে ফেলতে হবে এবং একটি নাম টাইপ করতে হবে । এটিই হবে ফাইলের নাম । ধরা যাক , Name ঘরে Practice টাইপ করা হলাে । |
iii . নিউ ডায়ালগ বক্সে প্রশস্ততা বা Width এবং উচ্চতা বা Height ঘরে ইঞির মাপে সংখ্যা টাইপ করতে হবে । যেমন — প্রশস্ততা ৭ ইঞ্চি এবং উচ্চতা ৮ ইঞ্চি টাইপ করতে হবে ।
iv . ডায়ালগ বক্সের Color Mode ড্রপ – ডাউন মেনু থেকে RGB , CMYK , Bitmap , Grayscale ) , Lab Color – এর ভেতর থেকে RGB সিলেক্ট করা যেতে পারে ।
v . ডায়ালগ বক্সের Background Contents অংশে ব্যাকগ্রাউন্ডের ৩টি অপশন রয়েছে । অপশন ৩টি হচ্ছে সাদা বা White , Background Color এবং স্বচ্ছ বা Transparent .
vi . পছন্দ বা প্রয়ােজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের অপশন সিলেক্ট করতে হবে । এ ক্ষেত্রে সাদা বা White সিলেক্ট করা যেতে পারে । |
vii . ডায়ালগ বক্সের মাপজোক নির্ধারণের কাজ সম্পন্ন করে OK বােতামে ক্লিক করতে হবে । |
viii . ডায়ালগ বক্সে প্রদত্ত মাপ অনুযায়ী একটি উইন্ডাে বা পর্দা আসবে । পর্দার উপরের বাম দিকে Practice @ ১০০ % । ( RGB / 8 ) লেখা থাকবে । এ বারটিকে বলা হয় টাইটেল বার । নিউ ডায়ালগ বক্সের Name ঘরে ফাইলটির জন্য কোনাে নাম ব্যবহার না করা হলে টাইটেল বার – এর এ জায়গাটিতে । ফাইলের নাম হিসেবে Untitled – 1 @ ১০০ % ( RGB / 8 ) প্রদর্শিত হবে । । এভাবে ফটোশপ প্রােগ্রামে নতুন ফাইল খােলা যায় ।

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts

5 Comments

মন্তব্য করুন