ফেইসবুক এর প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা

ফেইসবুক ফেইসবুক আর ফেইসবুক। দৈনন্দিন সকল আলোচনার কেন্দ্রবিন্দু,সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু সকলের উৎসাহের কেন্দ্রবিন্দু আর হাসি আনন্দের কেন্দ্রবিন্দু এই ফেইসবুক। আজকাল সকলের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে এই ফেইসবুক।দৈনন্দিন জীবনের আমাদের বেশ খানিকটা সময় কাটে এই ফেইসবুকের মধ্যে।সেই সময়টা কতটা প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় সেই কথাটি নিয়ে না হয় এখন নাই ভাবলাম।

বর্তমানে তরুণ প্রজন্মের সবথেকে জনপ্রিয় এবং আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেইসবুক। ফেইসবুকের উচ্চতা অন্যসকল সামাজিক মাধ্যম থেকে তুঙ্গে। আমরা ফেইসবুক এর মাধ্যমে সকলের সাথে যোগাযোগ করতে পারছি। সেই সাথে সকলের খোঁজখবর নিতে পারছি।অনেকেই ফেইসবুক এর তার হাসি কান্না জীবনের প্রত্যেকটি মুহুর্ত শেয়ার করে থাকে। তা অনেকটা যেমন শুখ ঠিক তেমনি আপনার অকাল দুঃখের সংবাদও বয়ে নিয়ে আনতে পারে।
পৃথিবীর প্রায় প্রত্যেকটি জিনিসের এ প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দুটি দিক রয়েছে।ফেইসবুকও তার ব্যাতিক্রম নয়।তাই আজ আমরা ফেইসবুকের কিছু প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দিক আলোচনা করা হলঃ

প্র‍য়োজনীয় দিকঃ

১.ফেইসবুকের মাধ্যমে আমরা খুব সহজে সকলের খোঁজখবর নিতে পারি।

২.দেশ থেকে দেশের বাইরে সকলের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি।

৩.ফেইসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন খবর জানতে পারছি।

<

৪.ফেইসবুকের মাধ্যমে বিভিন্ন অনলাইন এ ক্লাস কারতে পারছে।

৫.ফেইসবুকের মাধ্যমে সকলের বন্ধুদের দৈনন্দিন জীবনের প্রতিটি কর্মকান্ড সম্পর্কে জানতে পারছি।

অপ্রয়োজনীয়তাঃ

১.ফেইসবুকে আমরা আমাদের অপরিচিত মানুষের সাথে বন্ধু হিসেবে এড করছি।এইটি আমাদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা হানীর মত ঘটনা ঘটছে।

২.ফেইসবুকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ঘটনা শেয়ার করে থাকি। এর ফলে যে কেউ আমরা কোথায় আছি জানতে পারবে।এটা নানাধরণের দূর্ঘটনা ঘটাতে পারে।

৩.ফেইসবুকে মানুষ প্রেমের ফাঁদে পড়ে প্রতারণায় পড়তে পারে।

৪.ফেইসবুকে মানুষ এ সাহায্য নাম করে নানা ধরণের চক্র পরিচালনা করে থাকে।

৫.এছাড়াও শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময় ফেইসবুকে অতিবাহিত করে।এতে তাদের শিক্ষা জীবনের ব্যাঘাত ঘটতে পারে।

৬.সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজের বিশাল একটা সময় ফেইসবুকে অতিবাহিত করে থাকে।এর ফলে তার কাজের ব্যাঘাত ঘটে থাকে।

৭.ফেইসবুকের মাধ্যমে মানুষের মানহানীর মত ঘটনা ঘটে থাকে।

Related Posts

20 Comments

মন্তব্য করুন