ফেসবুকে পোস্ট এখন এম এস ওয়ার্ড দিয়েও তৈরি করা যায় খুব সহজে

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক এবং পাঠিকারা ।আজকের পোস্ট হচ্ছে কিভাবে এম এস ওয়ার্ড দিয়ে পোস্ট করা যায় খুব সহজে । আমরা  অনেকেই  ফেসবুকে পোস্ট দেওয়ার সময় কপি করে সেটা পোস্ট  করি । আবার অনেকে আলাদা অ্যাপ ইন্সটল  করে ফটো এডিট করে টেক্সট করে পোস্ট তৈরি করে ফেসবুকে আপলোড করে ।এমন কষ্ট না করে আমরা খুব সহজেই এম এস দিয়ে পোস্ট করতে পারি খুব সহজেই । এর জন্যে প্রয়োজন একটা ভালো ছবি ।যেটার উপর আমরা সহজেই পোস্ট তৈরি করতে পারি ।আবার আমরা কোন জব পোস্ট করতে চাইলেও এই এম এস ওয়ার্ড দিয়ে খুব সহজেই একটা লোগো ডিজাইন এর মতো তৈরি করতে পারি যা পরের পোস্ট এয় আমি  বলব    কিভাবে  করতে পারি ।

এখন আসা যাক কিভাবে এম এস ওয়ার্ড দিয়ে পোস্ট তৈরি করতে পারি । তা নিচে উল্লেখ করা হল ;

১। প্রথমে এম এস ওয়ার্ড ওপেন করবেন । এরপর  page layout  এয় গিয়ে মারজিন সিলেক্ট করে । সাইজ এয় গিয়ে মোর অপশন এয় গিয়ে width 6″ and height 4″    এয় দিয়ে ওকেতে  ক্লিক করতে হবে ।  এর পর আপনি   যদি  কোন ছবি অ্যাড করতে চান তাহলে ইন্সারট এয় ক্লিক করুন

এখন যেকোনো একটি ছবি নিন নিয়ে  শেপ আইকন এয় ক্লিক করুন করে নিচের  ইমেজে দেওয়া আইকন এ  ক্লিক করে যেমন সাইজ চান তেমন দিয়ে

আপনারা ওই শেপ আইকনে ক্লিক করে আপনি অ্যাড টেক্সট এয় ক্লিক করে  আপনি টেক্সট লিখতে পারেন ফান / মজা করার মতো টেক্সটও লিখতে পারেন ।এর পর আপনারা 

শেপ ফাইল এয় ক্লিক করে টেক্সচার এয় ক্লিক করে আপনি যেকোনো   টেক্সচার সিলেক্ট করতে পারেন। আবার নো ফাইলেও ক্লিক করতে পারেন। এভাবে অন্যকোনো রং আসবেনা আপনার দেওয়া ছবির উপরই লিখা উঠবে ।এভাবে আপনি সহজেই একটা ভালো পোস্ট তৈরি করতে পারবেন।

এভাবে করে পোস্ট তৈরি করতে পারবেন আবার নিচের দেওয়া লাল দাগও মুছে ফেলতে পারবেন । আবার অনেক অপশন ব্যাবহার করে পোস্ট টাকে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারেন ।  পোস্ট  টি যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ।

Related Posts

10 Comments

মন্তব্য করুন