ফেসবুকে সবথেকে হার্ড সিকিউরিটি দিন আর ফেসবুক হ্যাকিং থেকে বাচুন!

 

আসসালামু আলাইকুম, আশা করি অনেক বেশি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের এমন একটি টিপস শেয়ার করবো ফেসবুক সম্পর্কে যেটা আপনারা হয়তো এর আগে থেকে জানতেন না অথবা অনেকেই জেনে থাকবেন। এটার মূল লক্ষ্য হলো আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না। ধরুন আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড কাউকে বলে দিলেন কিন্তু জানার পরও সে আপনার ফেসবুকে লগইন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ফোন থেকে তাকে এলাও পারমিশন দিচ্ছেন। আপনি যখনই এলাও পারমিশন আপনার ফোনটিকে দিবেন তখন সে আপনার ফেসবুকে অটোমেটিক ভাবে লগইন করতে পারবে। এটা হল ফেসবুকের সব থেকে বড় সিকিউরিটি এটার জন্য আপনার ফেসবুক সহজে হ্যাক হতে পারবে না। যখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি হ্যাক হতে যাবে তখনি আপনার ফোনে একটা ভেরিফাই অর্থাৎ আপনার ফোনে একটা এসএমএস চলে আসবে। যদি ডাটা অন থাকে, যে আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন এর সম্মতি দিয়েছেন তখন আপনি বুঝে ফেলবেন। হয়তো আপনার ফেসবুকে কেউ ঢুকতে যাচ্ছে বা হ্যাক হতে যাচ্ছে। আপনার প্রিয় ফেসবুক একাউন্ট তখন আপনি উক্ত বিষয়টা বুঝে আপনার ফেইসবুক এর পাসওয়ার্ড টা চেঞ্জ করে নিতে পারেন। অথবা হ্যাকার যেন হ্যাক করতে না পারে সব দিকে লক্ষ রাখবেন আপনারা কি জানেন সেটা আমি জানি না। আপনারা আজ জানবেন হ্যাকার কখনো ফেসবুক একাউন্ট সহজে হ্যাক করতে পারেনা।এরা মূলত একজন ফেসবুক ব্যবহারকারীকে বোকা বানিয়ে বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে লোভনীয় কিছু পাঠিয়ে তাতে ক্লিক করতে বলা এইভাবে নানারকম কৌশলে পাসওয়ার্ডগুলো তারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে জেনে নিয়ে থাকে। উক্ত বিষয়টি কিভাবে করবেন সেটা এইখানে লিখে বলা সম্ভব না বিস্তারিত ভিডিও দেখে নিন বুঝে যাবেন।।
ধন্যবাদ সবাইকে!!

<ভিডিও দেখুন ক্লিক করুন>

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Posts