ফেসবুক এবং মেসেঞ্জার এর পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক

আসসালামুআলাইকুম ভিউয়ার্স । সবাই কেমন আছেন। আমি আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ফেসবুক এবং মেসেঞ্জারের পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক । আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকের জন্য এই পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক । আর একটু হলেও বলে রাখি আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন এই টিপস এবং ট্রিক এর মাধ্যমে একটু হলেও মজাদার হবে । প্রথম যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে ফেসবুক এবং মেসেন্জার অথবা ফেসবুক স্টোরি নিয়ে । আপনারা নিশ্চয়ই প্রত্যেকে জানেন , ফেসবুক থেকে অথবা মেসেঞ্জার থেকে মাই স্টোরি শেয়ার করা যায় এবং শেয়ার করার পর মানে 24 ঘন্টা পর এই স্টোরি গুলো হারিয়ে যায় । এখন আমরা চাইলে পূর্বে শেয়ার করা প্রত্যেকটি স্টোরি খুঁজে  পেতে পারেন । এমনকি আপনারা দেখতে পারেন প্রত্যেকটি স্টোরিতে কতগুলো লাইক আসছিল এবং কতগুলো রিয়েকশন আসছিল এবং কতগুলো মানুষের ইম্প্রেশন ছিল । এর জন্য সরাসরি আপনার ফোনের মেসেঞ্জার ওপেন করবেন । মেসেঞ্জার ওপেন করার পর উপরের দিকে আপনার যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন । ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে স্টোরি অপশন রয়েছে শুধু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম সবার নিচে দেখতে পাচ্ছেন ভিউ স্টরি আর্চিভ লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন । ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন অন থাকে তাহলে আপনি এখন পর্যন্ত যতগুলো স্টোরি শেয়ার করেছেন সবগুলোই দেখতে পারবেন । তাহলে এখন যদি আপনি স্টোরি উপর ক্লিক করেন তাহলে সাথে সাথে দেখতে পাবেন কত মানুষের অ্যাটেনশন ছিল । দ্বিতীয় যে নাম্বারটি বলব সেটি হচ্ছে অ্যাপস পার্মিশন। আপনি কিংবা আমি অনেকেই আছেন যারা বিভিন্ন রকম অ্যাপস ওপেন করার জন্য কিংবা গেম খেলার জন্য ফেসবুক অ্যাকাউন্টের পারমিশন দিয়ে দিই । আবার অনেকেই আছেন বিভিন্ন রকম মুভি দেখার জন্য এবং মুভির সাইট ব্রাউজ করার জন্য ফেসবুক একাউন্ট ব্যবহার করে থাকে । এক্ষেত্রে আমাদের যে গেম গুলো আছে বা অ্যাপস গুলো আছে বা মুভি শেষ হয়ে গেলে একটা সময় কিন্তু আমরা এই অ্যাপস গুলো বা গেম গুলা ব্যবহার করিনা । এখন আমরা যে অ্যাপস এর পারমিশন গুলো দিয়ে থাকি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রত্যেকটিতে কিন্তু আমাদের ডাটা থেকে যাচ্ছে মানে সিকিউরিটি কিংবা প্রাইভেসির কথা বলি একটি হলেও আপনার একাউন্টে ইনফর্মেশন সেই অ্যাপস বা সেই গেমের মধ্যে থেকে যাচ্ছে । এখন আপনি যে গেম গুলো ব্যবহার করেন না বাজে গেম গুলো ব্যবহার করেন না অবশ্য এগুলো কে রিমুভ করতে পারেন আর এর জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুকে লগইন করবেন। এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে ট্রি ডট আইকনটি আছে সেখানে ক্লিক করবেন । ক্লিক করার পর একদম সবার নিচে চলে আসবেন এবং সেখানে সেটিংস এবং প্রাইভেসি দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারো এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে লক্ষ্য করবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এখানে ক্লিক করবেন ‌। ক্লিক করার সাথে সাথে আপনাদের পরবর্তী পেইজটি চলে আসবে তারপর প্রথমেই দেখতে পাচ্ছেন লগ ইন ফেসবুক এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে উপরের দিকে লক্ষ্য করবেন একটিভ অপশন লেখা আছে আর আপনি ফেসবুক ইউজ করে যে কোন অ্যাপস বা গেম ইউজ করতেছেন দেখতে পারবেন । এখন এখান থেকে যে অ্যাপস বা গেমগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো রিমুভ করে দিবেন তা না হলে আমাদের ফেসবুক অথবা সিকিউরিটিতে একটু হলেও প্রভাব পড়বে । আপনি যেটা রিমুভ করতে চান সেটার উপর ক্লিক করবেন । সেখানে রিমুভ অপশন টি দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করবেন । ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন অ্যাপস বা গেমসটি সেখান থেকে রিমুভ হয়ে গেছে । এভাবে আপনি যে অ্যাপস বা গেমগুলো খেলেন না সেগুলো রিমুভ দিতে পারেন। তিন নম্বর যে টিপসটি বলবো সেটি হচ্ছে, অটো প্লে । আপনারা নিশ্চয় জানেন ফেসবুক ওপেন করার সময় যখন কোন বিডিও টাইমলাইন আছে তখন সেটা অটো মেটিক প্লে হয়ে যায় এতে করে যারা মোবাইলে ডাটা ব্যবহার করেন কিংবা ইন্টারনেট কিনে ব্যবহার করেন তাদের মোবাইল থেকে একটু বেশি মোবাইল ডাটা খরচ হয় । আবার অনেক সময় ফেসবুক ওপেন করেছেন অথবা ফেসবুক ব্রাউজ করেছেন একটা ভিডিও প্লে হয়ে গেল এবং সাউন্ড নিয়ে ঝামেলায় পড়তে হয়। এখন আপনি চাইলে এই যে ভিডিওগুলোো টাইমলাইনে এগুলোকে অটোপ্লে বন্ধ করে দিতে পারেন । আর আপনি যখন সেটিংস থেকে ম্যানুয়াল সিলেক্ট করে দিবেন তখন আপনি যে ভিডিওটা দেখতে যাবেন তখন সেটাতে ক্লিক করলেই প্লে হয়ে যাবে । অটো প্লে বন্ধ করার জন্য প্রথমে আপনাার মোবাইলে ফেসবুকের সেটিংস এ আসতে হবে এবং সেটিংস আসার পর একদম নিচে সবার সাথে চলেে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া এবং কন্টাক্ট এ ক্লিক করুন । ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অটোপ্লে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শেষে যে অপশনটি দেখতে পাচ্ছেন নেভার অটোপ্লে ভিডিও সেখানে ক্লিক করবেন । তারপর এটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং এরপর থেকে প্রত্যেকটা ভিডিও আর অটোপ্লে হবে না । 4 নাম্বার যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে মেমোরিজ । আজকে থেকে পাঁচ বছর আগে কিংবা দুই বছর আগে আপনি ফেসবুকে  কি করেছেন সবকিছু এ ক্লিক করে দেখতে পারবেন আপনার মেমোরিতে । এমনকি আপনি আর স্মৃতিচারণ করতে পারবেন অতীতে কি করেছেন । এখান থেকে চাইলে আপনি আপনার বন্ধুদের ছবি কিংবা কখন ফ্রেন্ডশিপ হইছে সবকিছুই তাকে শেয়ার করে জানিয়ে দিতে পারবেন আপনি নিজেও জানতে পারবেন আজ থেকে পাঁচ বছর কিংবা দুই বছর কিংবা তিন বছর আগে ফেসবুকে কি কি করেছেন । মেমোরিজ দেখার জন্য প্রথমে ফেসবুকে লগইন করবেন তারপর উপরের দিক থেকে ডান দিকে যে থ্রি ডট আইকন টি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন । ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানেে মেমোরিজ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন । ক্লিক করার সাথে সাথে আজকের এই দিনে এক বছর কিংবা দুই বছর কিংবা পাঁচ বছর আপনি যা যা করেছেন সবকিছুই । 5 নম্বর যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে সেভ ফাইল । আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুক থেকে সরাসরি ডাউনলোড করার কোন অপশন নেই এখন আপনি চাইলে সেভ করে বিভিন্ন রকমের ফাইল দেখতে পারেন এবং পরবর্তীতে ভিজিট করতে পারেন । আবার অনেকেই আছেন সেভ  করা ফাইল গুলো খুঁজে পান না এখন আপনি চাইলে বিভিন্ন রকম মুভি কিংবা গান বিভিন্ন রকম মুভি আপনার ফেসবুকে সেভ করে রাখতে পারেন এমনকি খুব সহজে ইমেজ গুলোকে দেখতে পারেন এর জন্য প্রথমে উপরের দিকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন । ক্লিক করার পর এখানে আবার দেখতে পাচ্ছেন একটি অপশন আর এখানে নিউ ফাইল সেট করা আছে । এখানে সেভ এ ক্লিক করলাম এবং সাথে সাথে আমার কাছে যত সেভ আইকন আছে সবগুলা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি । সবাইকে ধন্যবাদ

 

 

Related Posts