ফেসবুক মার্কেটিং করে আয় করুন। বিস্তারিত টিউটোরিয়াল, টিপ্স এন্ড ট্রিক্স।

আজকাল ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় পণ্য বেচাকেনা, প্রমোশন ও মার্কেটিং ধুমচে চলছে। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন?

ফেসবুক মার্কেটিং কি?

ফেসবুক মার্কেটিং হলো এক ধরনের এফিলিয়েট মার্কেটিং যার মাধ্যমে মার্কেট ও কোনো ওয়েবসাইটের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং পণ্য ফেসবুকে প্রমোট করে বা অনলাইন সেলে সহযোগীতা করা হয়।

 

কারা ফেসবুক মার্কেটিং করতে পারেন- 

আপনাদের মধ্যে যারা ফেসবুক ব্যবহারে আগ্রহী বেশি এবং বেশি ব্যবহার করতে পছন্দ করেন। অযথা ফেসবুকে সময় নষ্ট করছেন তারা ফেসবুকে মার্কেটিং করে অনলাইনে আয়ের একটা ব্যবস্থা গড়ে তুলতে পারেন।

<

কি ধরনের দক্ষতার প্রয়োজন পড়বেS – 

ফেসবুক মার্কেটিং করতে কতগুলো দক্ষতার লাগবে। যেমনঃ

 ১)যেকোনো ধরনের ফেসবুক পোস্ট এবং ইমেজ তৈরি করার সক্ষমতা।

২) যেকোনো ধরনের ফেসবুক পেজে বা আপনার নিজস্ব পেইজে যেকোনো একটি প্রোডাক্ট প্রমোট করার সক্ষমতা।

 ৩)এছাড়া ফেসবুকে যথেষ্ট ফ্রেন্ড ও বন্ধু-বান্ধব থাকা এবং অন্যান্যদের সাথে সুসম্পর্ক রক্ষা করার সক্ষমতা।

 

আপনারা চাইলে সহজেই যেকোন সময় ফেসবুক মার্কেটিং শুরু করে দিতে পারেন।  বিভিন্ন পোস্ট এবং ফেসবুক ইমেজ শেয়ারের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে ফেসবুক মার্কেটিং করে ফেলতে পারেন।

  1. এবার আসুন কিভাবে আমরা মনিটাইজ করব,  সম্পূর্ণ বিষয়টা করব কিভাবে তা সম্পর্কে জেনে নেয়া যাক  –

১)প্রথমত, আপনি যদি নিজস্ব ফেসবুক পেইজে  প্রমোশনের ব্যাপার-স্যাপার করে থাকেন, তাহলে অবশ্যই এখানে পর্যাপ্ত ভিজিটর আনতে হবে। এজন্য আপনি চাইলে আপনার পেজ বুস্ট করতে পারেন। অথবা অ্যাড হিসেবে আপনার ফেসবুক পেজ প্রমোট করতে পারেন।

২)এরপর আপনার পেইজের সকল ধরনের  প্রোডাক্ট প্রমোট করা শুরু করতে পারেন। এ জন্য নিজস্ব অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাইন আপ মানে রেজিস্ট্রেশন করে কাজ করা শুরু করতে পারেন।  

৩)যদি সম্ভব হয় তাহলে ফেসবুক এড ব্যবহার করে আপনার পোষ্ট এবং প্রোডাক্ট গুলো এবং পাশাপাশি নিজের ফেসবুক পেজ প্রমোট করার চেষ্টা করবেন

৪)যত লোকজন আপনার ফেসবুক পেইজ থেকে আপনার এফিলিয়েট লিংক ব্যবহার করে পণ্য ক্রয় করবে আপনার তত ইনকাম হবে। 

অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যদি আপনাদের সম্পূর্ণ ধারণা না থাকে তাহলে আপনি আমার একটি ব্লগ পড়তে পারেন যেটা আমি এখানেই পাবলিশ করেছি ব্লগের লিংকঃ এখানে ক্লিক করুন।

ফেসবুক মার্কেটিং বর্তমান সময়ের অনেক জনপ্রিয়তা লাভ করেছে। অনেকজনের ফেসবুক পেইজ আছে যেখানে নিয়মিত অ্যাফিলিয়েট মার্কেটিং করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন প্রোডাক্ট ফেসবুক লাইভে এসে প্রমোট করা হয়, আবার যারা অনলাইন ব্যবসা করছেন তারা ফেসবুকে তাদের মূল কেন্দ্রবিন্দু হিসেবে নিয়ে সেখানে কাজ করছে। যদি মার্কেটে যান তাহলে অবশ্যই নিজস্ব এফিলিয়েট লিংক এর গুরুত্ব অনুধাবন করতে হবে। সেখানে লিংক ব্যবহারের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এ ছাড়া অবশ্যই প্রয়োজনীয় লাইক ফলোয়ার থাকা উচিত।

Click here২/ডেইলি ২০০ টাকা আয় করবেন যেভাবে,পেমেন্ট বিকাশে/রকেটে।

১/অনলাইন আয়ের ৮টি জনপ্রিয় মাধ্যম ও সাইট লিংক।

২/প্রথম জরিপ পূরণে ৩০০ টাকা। পেমেন্ট বিকাশে। 

 

Keyword; facebook marketing , earn from facebook , bangla , tutorial 2020, bd 

Related Posts

6 Comments

  1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page: https://www.facebook.com/107324621876693/posts/107963605146128/?app=fbl

মন্তব্য করুন