ফোনে বা প্লেস্টোর থেকে নামানো অ্যাপ মেমোরিতে যেভাবে নিবেন সহজেই

আমরা বেশীরভাগ মোবাইল ফোন ব্যবহারকারী সকালে প্রায় এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। এন্ড্রয়েড ফোনের সাহায্যে দামি ফোনগুলোর চাহিদা আমরা দ্রুত মেটাতে পারি। এন্ড্রয়েড ফোনের মূলকেন্দ্র প্রাণকেন্দ্র হল প্লে স্টোর কারণ প্লে স্টোর ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপস আর অন্য কোথাও পাওয়া গেলেও সেইগুলো ফোনের জন্য ক্ষতিকর বা হ্যাকিং বিস্ময়ের অ্যাপ থাকতে পারে। কিন্তু প্লেস্টোরে সেই ধরনের অ্যাপস এর জায়গা দেয়া হয়না যেগুলো থেকে হ্যাক করা সম্ভব। এই ধরনের app যদি এ প্লে স্টোর থেকে থাকে তাহলে প্লে স্টোর কর্তৃপক্ষ অর্থাৎ গুগল কোম্পানি সেই অ্যাপটা কে ব্যান করে দেই। আর কখনো প্লে স্টোরে আসতে দেয় না আমরা দেখি আমাদের ফোনটা অনেক সময় হ্যাং হয়ে যায়। অথবা ফোনে লক লেগে থাকে তখন আমরা আমাদের ফোনটা রিকোভারি করার জন্য বা সুন্দরভাবে ফোনটাকে ফিরে পাওয়ার জন্য ফোনটা রিসেট দিয়ে থাকি বা ফোনটা হার্ড রিসেট দিয়ে থাকি। এই কারণে আমাদের ফোনে নানা ধরনের তথ্য থাকে সেই সকল তথ্য গুলো ফোন থেকে গায়েবর বা ডিলিট হয়ে যায়। আমরা যদি এই অ্যাপস গুলো ফিরে ফিরে পেতাম বা ফোনে থাকতো তাহলে অনেক ভালো হতো অনেক সময় দেখা যায় আমরা অনেক প্রয়োজনীয় সফটওয়্যার আমাদের ফোনে ইন্সটল করে থাকি কিন্তু ফোন রিসেট করার সময় এই সফটওয়্যার গুলো প্লে স্টোর থেকে ডাউনলোড আর ফোন মেমোরিতে থাকায় সফটওয়্যার গুলো ডিলিট হয়ে যায়। আজ আমাদের মূল বিষয় হলো আমাদের ফোনটা যখন রিসেট করবো তার আগে থেকে আমাদের ফোনে থাকা সফটওয়্যার গুলো কিভাবে ফোনেই থাকবে বা ফোন থেকে মেমোরি কার্ডে কিভাবে নিব আর সফটওয়্যার গুলোর হারানোর কোন চান্সই থাকবে না। তো চলুন দেখে নেয়া যাক আপনার ফোন থেকে কিভাবে মেমোরিতে সেই সফটওয়্যার গুলো ইন্সটল করে নিবেন। ছবি বা ভিডিও গুলো নেয়ার জন্য আপনাকে প্রয়োজন হবে একটি সফটওয়্যার সফটওয়্যার টির নাম হল অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ( Android assistant )এই সফটওয়ারটা আপনারা প্রথমে প্লে স্টোর থেকে নামিয়ে নিবে ডাউনলোড লিংক প্লে স্টোর
App Download
ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা যদি সবগুলো মেমোরি কার্ডে নিতে চান তাহলে নিচে গিয়ে দেখবেন লেখা আছে বেকাপ বেকাপ এ ক্লিক করে তারপর আপনি যেকোন সফটওয়্যার যে কোনো যেকোনো ভিডিও, আপনি রিকভারি করে নিতে পারেন

ভিডিও দেখুন
বিস্তারিত উপরের ভিডিওটা দেখে নিন একদম বুঝে জাবেন আজ এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ!

Related Posts