ফোন চার্জ হবে ঝড়ের গতিতে ,ইমারজেন্সি সময়ের হাতিয়ার এখন আপনার হাতে

হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের ফোনের চার্জ এর গতি খুব দ্রুত বাড়িয়ে নেবেন। আপনার ফোনে যেখানে 5 মিনিটে 2 পার্সেন্ট চার্জ হত সেখানে আপনার ফোনে 5 মিনিটে 10 পার্সেন্ট চার্জ হবে। শুধুমাত্র এই সেটিংস টি করে নিলে।অবশ্যই লিখাটি পুরোপুরি পড়বেন। লেখাটির যদি আপনি স্কিপ করে পড়েন তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। তো সেটিংসটি করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে, তারপরে সেখান থেকে পেস্টি স্ক্রল ডাউন করতে হবে এবং এরপর অ্যাডিশনাল সেটিংস বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে।অ্যাডিশনাল সেটিংস এ গিয়ে আপনার আপনার ফোনের ডেভেলপার অপশন এ ক্লিক করবেন ।আপনার ফোনে ডেভেলপার অপশন যদি না থাকে,তাহলে কিভাবে ফোনে ডেভেলপার অপশন টি নিয়ে আসতে হয় সে সম্পর্কে ইউটিউবে আপনার অনেক ভিডিও পেয়ে যাবেন । সেগুলো দেখে নিলেই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে।তারপরও যদি আপনাদের ডেভলপার অপশনটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশনে সার্চ বারে গিয়ে নরমালি লিখবেন ডেভলপার অপশন লিখে সার্চ করবেন তাহলে আপনারা ডেভেলপার অপশন পেয়ে যেতে পারেন।বন্ধুরা ডেভেলপার অপশন পেয়ে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেখানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেটি স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে। এবার ডেভলপার অপশনটিতে আপনারা অনেক নিচের দিকে একটি সেটিংস পেয়ে যাবেন। যার নাম মূল্য কানেক্ট ইউএসবি কনফিগারেশন । আপনারা নরমালি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনারা 6 টি অপশন দেখতে পারবেন। অপশনগুলো যথাক্রমে চার্জিং অনলি,এম টি পি, পি টি পি,আর এন ডি আই এস ,অডিও সোর্স এবং এম ডি আই। তো বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে চার্জিং অনলি অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এটা করলে আপনার ফোন মোটামুটি ঝড়ের গতিতে চার্জ হবে। যেটা কিনা এমার্জেন্সি সময় অনেক বেশি কাজে লাগবে।এমন নদীটি আপনারা সবসময় অন করে রাখবেন তাহলে আপনার ফোনের ব্যাটারির সমস্যা হয়ে যেতে পারে আমি শুধু এই টিপসটি আপনাদের কে দিচ্ছি  এমআরজেন্সি সময়ের জন্য।তো বন্ধুরা আশাকরি আবার লেখা টি আপনাদের ভাল লেগেছে এরকম আরো লেখা পেতে আমাকে কমেন্ট করে জানাবেন এবং লেখাটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার লিখাটি। ধন্যবাদ সবাইকে । ঘরে থাকুন, সুস্থ থাকুন।

<

Related Posts

8 Comments

মন্তব্য করুন