ফ্রিল্যান্সিং এ সফল না হওয়ার ৫ টি কারণসমূহ।

আশা করি সবাই ভালো আছেন।আমরা যারা ফ্রিল্যান্সিং করবো ভবিষ্যতে তাদের মধ্যে সবাই কিন্তু আবার এই পেশাটিতে সফল হতে পারবে না।কিছু মানুষ আছে যারা ফ্রিল্যান্সিং এর নিয়ম মেনে কাজ করবে এবং পরিশ্রম করবে তারাই একমাত্র এই পেশাটাতে সফল হবে আর যদি শুধু টাকা টাকা করে কাজ না শিখে নেমে পরেন তাহলে এই পেশাটাতে সফল হওয়া সত্যিই অসম্ভব।ফ্রিল্যান্সিং এ সফল না হওয়ার আজ আমি ৫ টি কারণ দেখাবো।যেইগুলা যদি এখুনি জেনে নেন তাহলে ফ্রিল্যান্সিং এ এই ভুল গুলো করবেন না এবং তার ফলে সফল হতে পারবেন।তো চলুন সেই ৫ টি কারণ জেনে নেওয়া যাকঃ

১.আপনার যদি ধৈর্যো না থাকে তাহলে এই পেশায় সফল হতে পারবেন না।অনেক ফ্রিল্যান্সার আছে যারা এক সপ্তাহ,দুই সপ্তাহ অপেক্ষা করে বড়জোর এক মাস অপেক্ষা করার পর যখন কাজ না পায় তখুনি এইখানে আর আশা না রেখে চলে যায়।যার ফলে সে সফল হতে পারে না।আপনি যদি প্রথম কাজটির জন্য একটু ধৈর্যো ধরে অপেক্ষা করেন তাহলে আপনি কাজটি আপনি যখন পাবেন তখন ভালোভাবে করে দিলে এর পর থেকে আর কাজের অভাব হবে না।কিন্তু এই অপেক্ষাটা কয়জনে আর করে।তাই তারা সফল হয় না।

২.ফ্রিল্যান্সিং এ ভালোভাবে কাজ না শিখে শুধু ইনকাম দেখে চলে আসলে কখনোই সফল হবেন না।বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা ভালোভাবে কাজ না পেরে একাউন্ট খুলে কাজের জন্য মার্কেটপ্লেসে বিট করে।কিন্তু তাতে যদি কাজটি পেয়ে যায় তাহলে সেটা ভালোভাবে তারা কাজটি করতে পারে না।তাই তারা একটা খারাপ রিভিউ পায়।যেটার ফলে তারা সফল হতে পারে না।

৩.ক্লায়েন্টদের সাথে ঠিকভাবে কথা না বলতে পারলে এই পেশায় সফল হওয়া যাবে না।আপনি ক্লায়েন্টের কাজ করে একমাএ ইনকাম করবেন।কিন্তু আপনি ক্লায়েনটের সাথে ভালোভাবে কথা বলতে না পারলে সে আপনাকে খারাপ রিভিউ দিবে এবং আর কখোনোই কাজ দিবে না।আপনি ইংরেজি ভাষাটা একটু ভালো করে শিখে নেন।তার পাশে ক্লায়েন্টকে সম্মান করুন সে যদি আপনাকে খারাপ কথাও বলে আপনি তাকে সম্মান করবেন।কিন্তু যদি আপনিও খারাপ কথা বলেন তাহলে তো সফল হতে পারবেন না।

৪.যথাযথ পরিশ্রম না করলে ফ্রিল্যান্সিং সফল হওয়া সম্ভব না।কোনো কাজেই পরিশ্রম ছারা সফল হওয়া সম্ভব না।তেমনি ফ্রিল্যান্সিং কাজটিতেও আপনি পরিশ্রম ছারা সফল হতে পারবেন না।এর জন্য আপনাকে অনেক রাতও জাগতে হতে পারে।কিন্তু এরকম আরও পরিশ্রম আছে যেগুলো করলেই সফল হতে পারবেন।

৫.ফ্রিল্যান্সিং এ যদি আপনি প্রতিদিন নতুন নতুন কাজ না শিখেন তাহলে সফল হতে পারবেন না।আপনি যতটুকু অভিজ্ঞতা আছে তা দিয়েই ইনকাম করতে পারবেন।কিন্তু এই ফ্রিল্যান্সিং এর প্রতিযোগিতা দিন দিন বাড়ছে।তাই আপনাকে নিয়মিত ফ্রিল্যান্সিং এ নতুন কিছু কাজ শিখতে হবে।কিন্তু যতটুকু পারেন তার উপর নির্ভর করে থাকলে আপনি সফল হতে পারবেন না।

এই ৫ টি কারনে আপনার স্বপ্নের ফ্রিল্যান্সার ক্যারিয়ার বৃথা হয়ে যাবে।তাই নিজেকে এইসব সমস্যা যাতে না পরতে হয় সেই জন্য নিজেকে প্রস্তুত করে নামবেন যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয়।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।

Related Posts

12 Comments

মন্তব্য করুন