ফ্রিল্যান্সিং করে সফল হওয়ার গুরুত্বপূর্ণ ৫ টি টিপ্স।

আশা করি সবাই ভালো আছেন।আমরা তো অনেকেই  ফ্রিল্যান্সিং করার সপ্ন দেখেছি।কারন এইখানে ঘরে বসেই অন্যান্য দেশের মানুষদের কাজ করে দেওয়া যায়।এতে শিক্ষ্যগত কোনো যোগত্যা লাগে না।শুধু কাজটি করার যোগত্যা থাকলেই চলে।কিন্তু আমরা তো জানি কোনো কাজে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম,অধ্যবসায় আর ধৈর্যো থাকা দরকার।কিন্তু ফ্রিল্যান্সিং করে এতো সহজেই সফলতা পাওয়া যায়?এটা তো অন্যান্য কাজের মতই মাসের ডলার ইনকাম করা যায়।না,ফ্রিল্যান্সিং করেও এত সহজে ইনকাম করা যায় না।এতেও  সমান পরিশ্রম করলে আর অধসবসায় হলে একটু তারাতাড়ি সফল হওয়া যায়।আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ধৈর্যো থাকাটা অনেক বেশি জরুরী।তাছাড়া কিছু টিপ্স আছে যেইগুলা পালন করলে কাজ তাড়াতাড়ি পাবেন।চলুন এই রকম ৫ টি টিপ্স জেনে নেওয়া যাকঃ

১.আপনার প্রোফাইলটা এমনভাবে তৈরি করবেন যেন ক্লায়েন্ট দেখে সহজে আকৃষ্ট হয়।আর চেষ্টা করবেন নিজের একটা সাইট খুলতে।সেটার লিংক আপনার প্রোফাইলে দিয়ে দিবে।এটা আপনার প্রোফাইলের সৌন্দর্যতা বৃদ্ধি করে।আপনার প্রোফাইল যত সুন্দর হবে ফ্রিল্যান্সিং প্রথম কাজ পাওয়াটা তত সহজ হবে।তাই প্রোফাইল্টা সুন্দর করুন

২.আপনি যখন প্রথম কাজটি পাবেন তখন সেটাতে আগে ভালো বুঝে নেন পারবেন কিনা।যদি কাজটা না পারেন তাহলে নিবেন না।যদি টাকা ইনকাম করার জন্য  অধের্ক পারা কাজও করতে যান তাহলে ক্লায়েন্ট আপনার কাজের জন্য কম রিভিউ দিবে।আর প্রথম কাজে খারাপ রিভিউ পেলে ফ্রিল্যান্সিং করার মজাটাই হারিয়ে ফেলবেন।কারন অনেক দিন লাগতে পারে আপনার দ্বিতীয় কাজটা পেতে এর জন্য ভালো নতুন করে যদি আবার প্রোফাইল খুলে ফেলেন।

৩.ক্লায়েন্ট দেখা যায় অনেক সময় অনেক কারনেই আপনাকে খারাপ রিভিউ দিবে কম রিভিউ দিবে,কিন্তু আপনি এটা করবেন না।আপনি ক্লায়েন্টকে সবসময় ৫ স্টার রিভিউ দিবেন।এতে ক্লায়েন্ট আপনার উপর খুশি হয়ে পরে সব কাজ আপনাকে দিয়ে করাতে পারে।এবং ভালো রিভিউ দিবে।

৪.ক্লায়েন্টকে কাজ কতটা হয়েছে তা প্রতিবার জানান।তাকে বলুন আপনার কাজটা ৫০% কমপ্লিট হয়েছে,৮০% কমপ্লিট হয়েছে।এতে সে ভাববে আপনি কাজটা করতে অনেক বেশি আগ্রহী।তারাতাড়ি কাজটি করে দিয়ে দিলে সে আপনার উপর সন্তুষ্ট হবেন না।এতে আপনি তারর থেকে৷ আর কাজ নাও পেতে পারেন।

৫.তাকে প্রথম অবস্থায় বোনাস দিন।সে যদি ৫ টি লগো ডিজাইন করতে দে তাহলে আপনি তাকে ৭ টি করে দিন।বোনাস নিতে কার না ভালো লাগে নাকিন্তু আপনি এর জন্য আলাদা কোনো টাকা নিবেন না।এর জন্য ক্লায়েন্ট আপনাকে খুশি হয়ে দিলেও দিতে পারে।

এই ৫ টি টিপ্স একজন নতুন ফ্রিলান্সারের জন্য অনেক গুরুত্বপূর্ণ।আর যারা আগে থেকে  ফ্রিল্যান্সিং     করে ইতিমধ্যে তারা ক্লায়েন্ট ধরে ফেলেছেন তাদের কাজ এখন প্রচুর।তাদের এইগুলো না করলেও চলবে।আর যারা ফ্রিল্যান্সিং করতে চাই তাদের সাথে টিপ্স গুলো শেয়ার কর‍্য।

 

 

Related Posts

8 Comments

মন্তব্য করুন