ফ্রিল্যান্সিং কি?ফ্রিল্যান্সিং এ কিভাবে কাজ করে?পর্ব ১

Geathor.com এ নতুন একটি আর্টিকেলে আপনাদের স্বাগতম। আপনি অনলাইনে একটি ক্যারিয়ার ডেভলপ করতে চান। মানে ফ্রীলান্স ইন্ডাস্ট্রিতে আপনি জয়েন করতে চান।কিন্তু বুঝতে পারছেন না ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি।ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে এবং কিভাবে জীবনের শত ব্যস্ততার মাঝেও আপনি আপনার নিজের জন্য একটি ক্যারিয়ার গড়তে পারেন।

ফ্রিল্যান্সিং নিয়ে এখন আমি আপনাদের সাথে রেনডম কিছু কথা বলব।এই বিষয়গুলো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেয়ার জন্য।তাহলে চলুন ফ্রিল্যান্সিং নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলি।একটু আগে বলা বিষয়গুলো আপনাদেকে ক্লিয়ার করে দেয়ার জন্য।

শুরুতেই আপনাদের বলব হোয়াট ইস ফ্রীলান্সিং।ফ্রিল্যান্সিং আসলে জিনিসটা কি।ফ্রিল্যান্সিং হচ্ছে জব এর মতই।আমরা যদি কোন কোম্পানিতে জব করতে চাই তাহলে আমরা কি করি।ওই কোম্পানি সার্কুলার দিলে তখন আমরা জবের জন্য এপ্লাই করি এবং জব হয়ে গেলে সে কোম্পানিতে নির্দিষ্ট একটি দায়িত্ব পালন করতে থাকি এবং পার মান্থ একটা স্যালারি জেনারেট হয় সেই কাজের বিনিময়ে।ফ্রিল্যান্সিং হচ্ছে সেই ধরনের একটি জব। অনলাইনে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানুষদেরকে হায়ার করে থাকে সেই কোম্পানিগুলোর বিভিন্ন কাজ করে দেয়ার জন্য।যেমন একটা কোম্পানি যদি লঞ্চ নতুন তার একটা লোগো ডিজাইন দরকার।so সে গ্রাফিক ডিজাইনারদের কে হায়ার করে করিয়ে নেয়।আবার একটা কোম্পানির ওয়েবসাইট প্রয়োজন।কোম্পানি একজন ওয়েব ডেভেলপারকে হায়ার করে অনলাইনে তাদের জন্য ওয়েবসাইট তৈরী করে নেয়।

অর্থাৎ আপনি অনলাইনে আপনার যে দক্ষতা বা স্কিল আছে অথবা আপনি যে বিষয়টা আপনি জানেন বা ভবিষ্যতে শিখে নিবেন সেই দক্ষতা দ্বারা আপনি বিভিন্ন কোম্পানিকে সহযোগিতা করবেন।যার বিনিময়ে সেই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে।

তবে নরমালি আমরা যে জব গুলো দেখি জাব গুলোর সাথে ফ্রিল্যান্সিং জব এর একটা ডিফারেন্স আছে।আর সেটা হচ্ছে আমরা যদি লোকালি আমাদের বাংলাদেশের কোন কোম্পানিতে জব করি তাহলে সেটা আমরা ফিক্সট জব করি।প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমরা অফিস করি এবং মাস শেষে আমাদের একটা স্যালারি জেনারেট হয়।ফ্রিল্যান্সাররা অনলাইনে ফিক্স কোন কোম্পানির জন্য ফিক্স কোন জব করে না।নির্দিষ্ট টাইম অনুযায়ী তারা পুরো মাস কাজ করে না।তারা কন্টাকে কাজ করে এবং একাধিক কোম্পানির সাথে কাজ করে যার জন্য তারা প্রতিমাসে একাধিকবার পেমেন্ট পেয়ে থাকে।যেমন ধরেন একজন ওয়েব ডেভেলপার ওয়েবসাইট তৈরি করতে পারে।সে এক মাসে দশটা কোম্পানির জন্য দশটা ওয়েবসাইট তৈরি করল।তাহলে সে দশবার কিন্তু পেমেন্ট পাবে।এবার সেটা যত টাকায় হোক।50 ডলার করে হলে 500 ডলার 100 ডলার করে হলে 1000 ডলার।জাস্ট একটা এক্সামপল বললাম।আজ এই পর্যন্তই।পরের পর্বে এই নিয়ে আলোচনা করব।

 

Related Posts