বই সম্পর্কে কিছু কথা

বই হলো মানুষের নিত্যদিনের সঙ্গী। সভ্যতা বিকাশের ক্ষেত্রে জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠতম মাধ্যম এবং মানব সভ্যতার অর্জিত জ্ঞান কালান্তরে পৌঁছে যায় বইয়ের মাধ্যমে। বই মানুষকে আলোকিত করে এবং গোটা বিশ্বকে জানা যায় বইয়ের মাধ্যমে। শৈশবে বই হয় প্রথম বন্ধু। মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যত্ চিন্তা এবং জ্ঞান-বিজ্ঞান ও মননশীলতার বিকাশে সেতুবন্ধন রচনা করেছে বই। মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর বই হয়ে উঠেছে মানুষের নিত্যসঙ্গী। একটি গ্রহণযোগ্য বিষয়কে বর্ণনা করে একটি বই চিরকাল বেঁচে থাকতে পারে। জীবনকে সুন্দরভাবে গঠন ও পরিচালনার ক্ষেত্রে বইয়ের ভূমিকা অপরিসীম। গ্রন্থলব্ধ জ্ঞান মানুষের চিন্তা-চেতনাকে শক্তিশালী করে। কাজেই বই পড়া একটি অপরিহার্য বিষয়। বিশ্বের জ্ঞানী-গুণী, দার্শনিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বই এবং বই পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন।

ম্যাক্সিম গোর্কি বলেছেন-

জীবন নিতান্তই একঘেঁয়ে, দুঃখ-কষ্টে ভরা, কিন্তু মানুষ বই পড়তে বসলে সেসব ভুলে যায়।

ভিক্টরহুগো বলেছেন-

বই বিশ্বাসের অঙ্গ। বই মানব সমাজকে টিকিয়ে রাখার জন্য জ্ঞান দান করে, বই হচ্ছে সভ্যতার রক্ষাকবচ।

লিউ টলস্টয় বলেছেন-

জীবনে মাত্র তিনটি জিনিসের প্রয়োজন— বই বই এবং বই।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন-

‘বিদ্যুতকে মানুষ লোহার তার দিয়ে বাঁধিয়াছে কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে? কে জানিত সঙ্গীতকে হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মা আনন্দধ্বনিকে, আকাশের দৈববাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে? কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে, অতলস্পর্শ কাল-সমুদ্রের উপর একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে?’

তিনি আরো বলেছেন-

ধনবল, আয়ুবল অন্যমনস্ক ব্যক্তির বাহুবল সংসারের যতোকিছু মরণশীল পদার্থ আছে, বাংলা বই হচ্ছে সকলের সেরা।

কবি জসীমউদ্দীন বলেছেন-

বই আপনাকে অতীত, বর্তমান, ভবিষ্যত্—সকলকালে নিয়ে যেতে পারে। যে দেশে আপনার কোনদিন যাওয়ার সম্ভাবনা নেই, বইয়ের রথে চেপে অনায়াসে আপনি সে দেশে যেতে পারেন।

বই পড়া নিয়ে কিছু বিখ্যাত উক্তি:

* মদ রুটি ফুরিয়ে যাবে, প্রেয়সীর কালো চোখ ঘোলাটে হয়ে আসবে। কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। —ওমর খৈয়াম

* ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।  —স্পিনোজা

* যে বই পড়েনা,তার মধ্যে মর্যাদাবোধ জন্মেনা। —পিয়ারসন স্মিথ।

* গৃহের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়। —সিডনি স্মিথ।

* বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয়না। —প্রমথ চৌধুরী।

* বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

* একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। —টুপার।

* বই হচ্ছে মস্তিষ্কের সন্তান। —সুইফট।

* আইনের মৃত্যু আছে কিন্ত বইয়ের মৃত্যু নেই। —এনড্রিউ ল্যাঙ।

* ভালো বই পড়া যেনো গত শতকের মহৎ লোকের সাথে আলাপ করার মতো। —দেকার্তে।

* প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না. – –জন মেকলে

* একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না। — আর ডি কামিং

* একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা। – –চীনা প্রবাদ

* একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়। — অস্কার ওয়াইল্ড

* বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। — জেমস রাসেল

* আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই। – –ফ্রাঞ্জ কাফকা

*** তাই আমাদের উচিত বেশি বেশি বই পড়া, অন্যকে বই পড়তে উৎসাহ দেওয়া এবং বেশি বেশি বই উপহার দেওয়া।

 

Related Posts