বন্ধুত্ব নিয়ে সেরা কয়েকটি ক্যাপশন

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি।

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুত্ব নিয়ে সেরা কয়েকটি ইউনিক ক্যাপশন, যা আগে কখনো ব্যবহৃত হয়নি এবং হতে দেখেননি। চলুন দেখে আসি কোনটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়…

১. বন্ধুত্ব – শব্দটা তিন অক্ষরের..
তিনটা শব্দ যেন তিন দুনিয়ার সংমিশ্রণ..
প্রথম দুনিয়া বেড়ে ওঠা শেখায়, দ্বিতীয়টা গর্জে ওঠা, আর সবার শেষেরটা বেঁচে থাকা….

২. মন ভোলানো এই দুনিয়ার যত দুনিয়াবী সৌন্দর্য..
বন্ধুত্ব ছাড়া বড্ড মলিন…
আজ বন্ধু বলে তোমায় ডাকছি…
সে সৌন্দর্য আমি তোমার মাধ্যমে দেখতে চাই…

৩. যদি বলো তুমি একটি গাছ..
আমি তার পাতা হতে চাইনা…
যদি বলো তুমি একটা নদী…
আমি তার স্রোত হতে চাইনা…

কারণ, তাদের কেউই চিরকাল টিকেনা..
বলতে পারো, আমি তোমার বন্ধু হতে চাই….

৪. মনে পড়ে সেই হাতিম তাইয়ের কথা?
হুবো নামের এক বন্ধু ছিলো তার…
দেশ জয়ের ইতিহাসে আজ হাতিমের গল্প লেখা..
আর হুবো’র গল্প আছে হাতিমের মনে মাখা…

তুমি হচ্ছো আমার সেই হাতিম তাই…
জীবনযুদ্ধে এগিয়ে যাও বন্ধু.. পাশে আছি হুবো হয়ে।

৫. জীবনের ডাইরীতে দেখো কত শত পাতা..
সেসব পাতায় জুড়ে আছে কত আবেগ, আনন্দ..
বন্ধু ছাড়া কোনটাই যেন পূর্ণতা পাইনি আমার…
তাই পাশে চাই তোমায় শেষ নিঃশ্বাস পর্যন্ত..

৬. তোমার জীবনে উন্নতির সিঁড়িটা তোমার বাবা-মা’ই তৈরি করেন..
তোমার শক্তি যত, তুমি উঠো তত…
আর যখনই তোমার সিঁড়ি ভেঙ্গে যায়,
আমায় ডেকো;
খুব ভালো পেরেক মারতে জানি…

সবসময়ই পাশে থাকতে চাই তোমার…
হয়তো সে চাওয়াটাই আমার তোমার বন্ধুত্ব…

৭. মানুষ বড় হলে তার আয়ু কমে যায়..
ব্যবসায়ে ক্ষতি হলে টাকা কমে যায়..
ঝগড়ার কারণে স্ত্রী চলে যায়..
ভুল হয়ে গেলে তার বিশ্বাস কমে যায়..

একমাত্র একটা জিনিসই কমেনা..
উপরন্তু সে বাড়ে তো বাড়তেই থাকে..
জানো? সেটা কি?
সেটা হচ্ছে আমার আর তোমার বন্ধুত্ব…

৮. প্রেম আর ভালোবাসাকে একই মনে করোনা..
নাটকীয়তা আর বন্ধুত্ব কখনোই এক হতে পারেনা।
প্রেম হচ্ছে নাটকীয়তা; আর ভালোবাসাটা শ্রেফ বন্ধুত্ব থেকেই আসে…

৯. বন্ধুত্বটা আসলে বয়সের ধার ধারেনা..
এটির কোন বাউন্ডারিও নেই…
ছোট বলো, বুড়ো বলো, কেউই শতভাগ পরিপূর্ণ নয়…

তবে তার যদি একটা ভালো ও বিশ্বস্ত বন্ধু থাকে,
তাহলে তার জীবনের জন্য সেটা পরিপূরক…

১০. মুনাফেকি যদি হয় বেঈমানের লক্ষণ,
তাহলে বন্ধুত্বটা অবশ্যই ঈমানদারী।

যেকোন বন্ধু যেকোন ভাবে তো তৈরি হয়েই যায়..
কিন্তু সেটা বজায় রাখাটা খাঁটি ইমানদারের লক্ষ্মণ…

[কমেন্টবক্সে লগইন করে কমেন্ট করুন। অতঃপর জানিয়ে দিন কোন ক্যাপশনটি আপনার কাছে সেরা লেগেছে…

আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় রয়েছি..]

Related Posts

10 Comments

মন্তব্য করুন