বন্ধু নিয়ে স্ট্যাটাস। বন্ধুত্ব হোক সারাজীবনের।

হুট করে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠে না। বন্ধুত্ব হল তিলেতিলে গড়া অনেক উপার্জিত আবেগ। বন্ধুত্ব শব্দটির অর্থ অনেক ব্যাপক। কোন নির্দিষ্ট পরিসীমা বন্ধুত্বকে আবদ্ধ করা সম্ভব নয়। যে কারো সাথে মানুষের বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বন্ধুত্বের সাথে মানুষের বয়স, চেহারা, ধর্ম এসবের কোনকিছুই সম্পর্ক নেই। একজন মানুষের বন্ধুত্ব হতে পারে যে কারো সাথে সেটা বয়স লিঙ্গ সম্পর্ক কোন কিছু হিসেব করে নয়।

তাই বন্ধুরা আজকে বন্ধুত্ব নিয়ে আপনাদের মাঝে নতুন কিছু অনুভূতির প্রকাশ-

*একটা মানুষের সম্পর্ক দিয়েই বন্ধুত্ব শুরু…আর প্রেমের মাধ্যমে সেই সম্পর্ক শেষ হয়।

বন্ধুত্ব আশীর্বাদ এর নাম..প্রেম হলো অভিশাপের নাম।

*বন্ধুত্বের সম্পর্কে আমি কখনোই বসন্তের কোকিল হতে রাজি নই..আমি সাতক পাখি হতে রাজি।

*জানিনা এই জীবনে তোমার বন্ধুত্ব হতে পেরেছি কি না..কিন্তু হৃদয়ের ক্যানভাসে তোমাকে বন্ধু বলে মেনে নিয়েছি নিঃশ্বাসে বিশ্বাসে।

*বন্ধুত্বের সম্পর্ক কখনো দেখা যাবে না। এটা অদৃশ্য, অনুভবের বিষয়।

*বন্ধুত্ব হচ্ছে স্বচ্ছ কাচের মত…যার সামনে দাঁড়ালে তুমি নিজেকেই দেখতে পাবে।

*বন্ধুত্ব হল অভিমান করে দূরে সরে যাওয়া..অভিমান করলে পুনরায় আরো বেশি কাছে আসা।

*বন্ধুত্বের বাস সাগরে আর প্রেমের বাস করে পুকুরে (শেষের কবিতা)

*বন্ধুত্ব সেই যার সাথে কোনো লুকোচুরি নেই,কোন গোপনীয়তা নেই।

*বন্ধুত্ব হল দিঘির মতন…যেখানে ইচ্ছা মতো সাঁতার কাটা যায়।

*বন্ধু ছাড়া জীবনটা আসলেই পূর্ণতা পায় না,তবে বন্ধু পরিবারে মানুষ হতে পারে।

*মুখ আর বুক বলে একসাথে..সে হলো বন্ধু,বন্ধু আমার।

*বন্ধু হল অন্তর আত্মার মিল,একসাথে দুটো উড়ন্ত ছিল।

Related Posts

26 Comments

মন্তব্য করুন