বলতে বলতেই ইংরেজি শিখে ফেলুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

প্রিয় ভিউয়ার্স, ইংরেজি ভীতি আমাদের প্রায় সবার। এই ভীতি কাটানোর জন্য আমার ক্ষুদ্র এ আয়োজন।

নিচের যে বাক্যগুলো দেয়া হলো তা আমরা প্রায়ই অন্যজনের সাথে বলে থাকি। ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে এই বাক্যগুলোকে ইংরেজিতে translate করে মুখস্থ করুন আর বেশি বেশি বলার অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ, ইংরেজি বলতে আপনি পারবেনই।

আমার শখ হলো ব্যবসা করা-

আমার চা খেতে ইচ্ছে করছে-

যারা ইংরেজি শিখতে চান, তারা আমাদের সাথে থাকুন-

আমার বাড়িটা কলেজের সম্মুখে –

সে সবার সম্মুখে/ সামনে বসেছিল –

সে আমাদের উপর দিয়ে পানি ছিটিয়ে দিয়েছিল-

সে গাড়ির উপর দিয়ে পানি ছিটিয়ে দিয়েছিল –

আরে ভাই কেমন আছেন?-

আপনি কি আমার সাথে যাবেন?-

আমি সেখানে না গিয়ে পারছি না-

ভাই, আমি তোমার বিষয়টি বুঝি-

শিক্ষার কোন বয়স নেই-

আমাকে বিরক্ত করার কোন মানে হয় না-

ভালকে ভাল বলুন এবং মন্দকে মন্দ বলুন
দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবে –

১৮ বছরের নিচে ছাত্ররা হলে ঢুকতে পারবে না-

৩০ বছরের নিচের মানুষদেরকে যুবক বলা হয়-

কি দিতে চান, দেন –

ভাল-মন্দ সব জাগাতেই আছে –

তিনি আমাকেই বলেছিল –

আজ বাবা বাসায় নেই-

ইংরেজি বলতে পারা আর না পারাটা কোন বিষয় না। ইচ্ছেটাই হচ্ছে মূল বিষয়।
আমরা সবাই সব কিছুই পারি তা কিন্তু নয়। আমিও অনেক কিছু পারি না। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে জানার মধ্য থেকে একে অপরকে পারার এবং বুঝার জন্য সাহায্য করা। চেস্টা করলে ভুলতো হবেই।
তাতে কি হয়েছে? ভুল থেকেই শিখতে হবে।

আর ভুল করলেই চিন্তার ঘনত্ব বাড়ে। চিন্তার ঘনত্ব না থাকলে কোন সমাধান খুঁজে পাবেন না।
ইংরেজি শিখুন, বাস্তব জীবনে সফল হবেন। নিজে শিখুন এবং অপরকে শেখানোর চেষ্টা করুন।

Related Posts