বাংলাদেশের কোন জেলা কিসের জন্য বিখ্যাত জানতে হলে পোস্ট টি একবার পড়ে দেখুন।

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ট্রিকস শেয়ার করার জন্য এসেছি।
আজ আমি আপনাদের কে বলবো যে বাংলাদেশের কোন জেলা কিসের জন্য বিখ্যাত। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক।
কোন জেলা কিসের জন্য বিখ্যাত সেটা এখান থেকে জেনে নিন।
. চাদপুর- ইলিশ।
২. রাজশাহী- আম এবং রাজশাহী সিল্ক শাড়ি।
৩. টাঙ্গাইল- চমচম এবং টাঙ্গাইল শাড়ি।
৪. দিনাজপুর- লিচু, কাটারিভোগ চাল,চিড়া, এবং পাপড়ের জন্য বিখ্যাত।
৫. বগুড়া- দই
৬. ঢাকা- বেনারসি শাড়ি, বাকরখানি
৭. কুমিল্লা- রসমালাই, খদ্দর (খাদি)।
৮. চট্রগ্রাম- মেজবান, শুঁটকি।
৯. খাগড়াছড়ি- হলুদ।
১০. বরিশাল- আমড়া।
১১. খুলনা- সুন্দরবন,সন্দেশ, নারিকেল এবং গলদা চিংড়ি।
১২. সিলেট- কমলালেবু,চা,এবং সাতকড়ার আচার।
১৩. নোয়াখালী-নারিকেল এবং ম্যাড়া পিঠা।
১৪. রংপুর- তামাক এবং ইক্ষু।
১৫. গাইবান্ধা-রসমন্জুরী।
১৬. চাপাইনবাবগন্ঞ্জ- আম, শিবগঞ্জের চমচম,কলাইয়ের রুটি।
১৭. পাবনা- ঘি এবং লুঙ্গি
১৮. সিরাজগঞ্জ- পানিতোয়া, ধানসিঁড়ির দই।
১৯. গাজীপুর- কাঠাল,পেয়ারা।
২০. ময়মনসিংহ-মুক্তা গাছার মন্ডা।
২১. কিশোরগঞ্জ- বালিশ মিষ্টি।
২২. জামালপুর- ছানার পোলাও,ছানার পায়েস এবং বুড়ির দোকানের রসমালাই।
২৩. মুন্সীগঞ্জ- ভাগ্যকুলের মিষ্টি।
২৪. নেত্রকোনা- বালিশ মিষ্টি।
২৫. ফরিদপুর- খেজুরের গুড়।
২৬. রাজবাড়ী- চমচম এবং খেজুরের গুড়।
২৭. মাদারীপুর- খেজুরের গুড় এবং রসগোল্লা।
২৮. সাতক্ষীরা- সন্দেশ।
২৯. শেরপুর- ছানার পায়েস এবং ছানার চপ।
৩০. বাগেরহাট- চিংড়ি এবং সুপারি।
৩১. যশোর- খেজুরের গুড়, খই, জামতলার মিষ্টি।
৩২. মাগুরা- রসমালাই।
৩৩. নড়াইল- পোড়া সন্দেশ, খেজুর গুড় এবং এই খেজুরের রস।
৩৪. নাটোর- কাঁচাগোল্লা, এবং বনলতা সেন।
৩৫. মেহেরপুর- মিষ্টি সাবিত্রী এবং রস কদম্ব।
৩৬. চুয়াডাঙ্গা- পান, তামাক এবং ভুট্টা।
৩৭. ঝালকাঠি- আটা।
৩৮. ভোলা- নারিকেল এবং মহিষের দুধের দই।
৩৯. পটুয়াখালী- মহিষের দই, কুয়াকাটা।
৪০. পিরোজপুর- পেয়ারা, নারিকেল, সুপারি, আমড়া।
৪১. নরসিংদী- সাগর কলা।
৪২. নওগাঁ- চাল, সন্দেশ।
৪৩. মানিকগঞ্জ- খেজুরের গুড়।
৪৪. রাঙামাটি- আনারস, কাঠাল, কলা।
৪৫. কক্সবাজার- মিষ্টি পান।
৪৬. বান্দরবান- হিল জুস এবং তামাক।
৪৭. ফেনী- মহিষের দুধের ঘি এবং খন্ডলের মিষ্টি।
৪৮. লক্ষ্মীপুর- সুপারি।
৪৯. কুষ্টিয়া- তিলের খাজা এবং কুলফি আইসক্রিম।
৫০. ব্রাক্ষ্মনবাড়িয়া- তাদের বড়া এবং ছানামুখী।
৫১. মৌলভীবাজার- ম্যানেজার স্টোরের রসগোল্লা।
৫২. জয়পুরহাট- উত্তরাঞ্চলে শস্য ভান্ডারের খ্যাত।
৫৩. নারায়াগঞ্জ- সোনালী আঁশ পাটের জন্য বিখ্যাত।
৫৪. শরীয়তপুর- পাট, আদা, পেঁয়াজ, টমেটো।
৫৫. কুড়িগ্রাম- ধান , পাট, তামাক।
৫৬. নীলফামারী- তামাক।
৫৭. সুনামগঞ্জ- পাথর শিল্প, মৎস্য, ধান, সিমেন্ট শিল্প।
৫৮. হবিগঞ্জ- সাদা সিলিকা বালু।
৫৯. পঞ্চগড়- ইট ,বালি, পাথর, চা ,তরমুজ।
৬০. ঠাকুরগাঁও- আলু, ভুট্টা, কাঁঠাল।
৬১. বরগুনা- নারিকেল ও সুপারি।
৬২. লালমনিরহাট- তিস্তা নদী, তিস্তা রেলসেতু।
৬৩. গোপালগঞ্জ- বঙ্গবন্ধু সমাধিসোধ, মধুমতি নদী, কোর্ট মসজিদ।
৬৪. ঝিনাইদহ- ধান, পাট, গম, রসুনআমি পটুয়াখালী জেলার আপনারা কে কোন জেলার তা কমেন্টে জানিয়ে দিন। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করুন।

তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো আপনাদের মাঝে কোনো একটি নতুন পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Related Posts

17 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন