বাংলাদেশ নিয়ে অজানা কিছু তথ্য !!!

প্রাকৃতিক রূপবৈচিত্রে ভর আমাদের এই বাংলাদেশ । এই দেশটি দক্ষিন এশিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটি জনবহুল রাষ্ট্র । বাংলাদেশর উত্তর সিমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বত মালা এবং দক্ষিনে বঙ্গপ সাগর, পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ পূর্বে ভারতের ত্রিপুরা মিজোরাম ও  মায়ানমার-এর পাহাড়ি এলাকা । বাংলাদেশের সাংবাধিনিক নাম গনপ্রজাত্রন্ত্রী বাংলাদেশ । এ দেশের মোট আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫শত ৭০ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ১৬ কোটিরো বেশি । বাংলাদেশের ৯৮ ভাগই মুসলিম আর বাদবাদি ২ ভাগ অন্য জাতী গোত্রের মানুষ । বাংলাদেশে ৯০ পার্সেন্ট মুসলিম ধর্মাবলম্বি ৯ পার্সেন্ট হিন্দু ০ দশমিক ৯ পার্সেন্ট বৌদ্ধ ও ০ দশমিক ৩ পার্সেন্ট খ্রীষ্টান ধর্মের লোকদের বসবাস । বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ৮ম যদিওবা আয়তনের দিক থেকে বাংলাদেশে বিশ্বের ৯৪ তম । সেই হিসেবে এই দেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ গুলোর মধ্যে নবম । রাজধানী ঢাকাতে বসবাস করে ১৮ মিলিয়ন জনসংখ্যা । পাকিস্থানের অসহনীয় নির্যাতন নিপিরনের পর ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ । যুদ্ধ পরবর্তি সময়ে বাংলাদেশ দারিদ্র সিমার অনেক নিচে অবস্থান করলেও বর্তমানে এশিয়ার দ্বিতীয় সবচেয়ে প্রগতিশীল দেশ । বাংলাদেশের পোশাক শিল্প পৃথিবীর দ্বিতীয় অন্যতম শিল্প । বাংলাদেশের মানুশের মাথাপিছু আয় ১৬শ ২ ডলার আর দারিদ্রতার হাড় ২৩ দশমিক ৫ পার্সেন্ট । ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে বাংলাদেশেরর অবস্থান ১০ম । ২ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এই দেশে । ইথিওপিয়ার পর অতিরক্ত ওজনের মানুষ দেখা যায় বাংলাদেশে । এছাড়া পৃথিবীর সবচেয়ে দূষিত শররের তাকালিকার মধ্যে আছে বাংলাদেশের শহরগুলো । প্রকৃতিক সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৌকত তাছারা পৃথিবীর অন্যতম সৌন্দর্যপূর্ণ স্থান গুলর মধ্যে ২টি স্থান অবস্থান করছে আমাদের এই বাংলাদেশের বান্দরবন জেলায় নীলগীরি ও নীলাচল ।  আর আছে পৃথিবী বিখ্যাত রাঙামাটির ঝুলন্ত ব্রিজ । সুন্দরবনে রয়েচ্ছে পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক বাঘ রয়েল বেঙ্গল টাইগার যার গর্জন ৩ কিলোমিটার দূর থেকেও শুনা যায় । ভাত, ডাল, মাছ বাংলাদেশের মানুশের প্রধান খাবার । খেলার দিক দিয়ে বিশ্বের এক নাম্বার পজশনে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যিনি আমাদের এই বাংলাদেশের সন্তান । বাল্য বিবাহের দিক থেকে বাংলাদেশ ৪র্থ স্তথানে রয়েছে । এদেশের প্রায় ২৯ পার্সেন্ট মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে দেয়া হয় । বাংলাদেশে প্রতি বছর ৩কোটি ২৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন করা হয় । গিনেজ বুক অফ ওয়ার্ল্ডে বাংলাদেশের মানুষের অনেক অর্জন রয়েছে । তাঁর মধ্যে মানুষ দিয়ে বানানো পতাকার স্থানটি বাংলাদেশের দখলে রয়েছে । বর্তমানে বাংলাদেশের নিজস্ব সেটেলাইট রয়েছে যা কিনা বিশ্বের সেটেলাইট পূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৭ তম অবস্থানে দখল করে রেখেছে । এছাড়াও বাংলাদেশে পৃথীবীর সবচেয়ে সুস্বাদু মাছ ইলিশ রয়েছে । পৃথিবীর প্রবাল দ্বীপ গুলোর মধ্যে একটি রয়েছে আমাদের এই বাংলা দেশে । বাংলাদেশকে নদীমাত্রিক দেশও বলা হয় । পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম সময়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন কারি দেশ হিসেবে বাংলাদেশকে গন্য করা হয়  যা কিনা অন্য আর কোন রাষ্ট্র করতে পারে নী । ।

<

Related Posts