বাংলালিংক বিক্রি হচ্ছে আর কিনে নিচ্ছে ভারতের রিলায়েন্স জিও

বাংলালিংক বিক্রি হচ্ছে আর
কিনে নিচ্ছে ভারতের রিলায়েন্স জিও😧

প্রথমেই বলি খবর টার সত্যতা গুঞ্জনের মতো ,এখোন ও এর বিষয়ে সাংবাদিক রা সেভাবে জানেন না । তাই এ ব্যাপারে সত্য তা আমিও নিশ্চিত করে বলতে পারছে না ।

জিও হচ্ছে ভারতের ২য় বৃহত্তম মোবাইল অপারেটর । আর বাংলালিংক আমাদের মানে বাংলাদেশের অন্যতম একটি কোম্পানি ।

কিন্তু আমি বুঝতেছি না ,কেন তারা বিক্রি করছে ?অথচ তারা তো ক্ষতির সম্মুখীন হয়নি ।

এর আগেও একটা অপারেটর বিক্রি হয়েছে ,সেটা হলো এয়ারটেল । এটাও ভারতীয় একটা কোম্পানি কিনে নেই ।

এবার জিও কিনে নিবে বাংলালিংক কে । আমরা প্রিয় একটা অপারেটর । তবে এটা আশা করছি বাংলালিংক কিনে নেওয়ার পর ডাটার দাম একটু কমিয়ে দেবে । কারন জিও ভারতে ডাটার দাম কমিয়ে দিয়েছে ,যাতে জনসাধারনের কাছে ডাটা ব্যবহার করা সহজ হয় ।

ব্যপারটা এখোনোও অভ্যন্তরীণ রয়েছে । অফিসিয়াল এখোনো ও এনাউন্স করা হয়নি । বাংলালিংকের দ্বায়িত্ব প্রাপ্ত চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তৈমুর রহমান গতকাল মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিক দের জানান, এটা তার কাছেও গুঞ্জন মাত্র । তিনিও বিষয়টি ক্লিয়ার করেন নি ।

বাংলালিংকের কমিউনিকেশন এর মুল কোম্পানির নাম হলো ভিয়ন । এই ভিয়ন জিওর সাথে বৈঠক করেছেন ,গত মার্চ মাসে। সেই বৈঠকে জিও সম্মতি জানান বাংলালিংকের মালিকানা গ্রহন করতে ।

যখন তাদের ভিতরের কাজ গুলো কম্পিলিট হবে তখন তারা বাংলাদেশের বিটিআরসির কাছে আবেদন পত্র জমা দিবে ।

তারা জানান,অধিগ্রহণ প্রক্রিয়া আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে জানা গেছে।

Related Posts