বাসে ঘটে যাওয়া একটি ঘটনা..!

বাসের মধ্যে আমার পাশের সিটে একজন হ্যান্ডসাম ছেলে হাতে একটা ফাইল নিয়ে আমার পাশে এসে বসলো। এইরকম ছেলেকে প্রথম দেখায় ক্রাশ খাওয়া যায়!
উনার পাশে আমি এইরকম একটা সুন্দরী মেয়ে বসে আছি কিন্তু উনি একবারও আমার দিকে ফিরে তাকাচ্ছেনা।
.
উনার সাথে কথা বলার একটা নিনজা টেকনিক বের করলাম আমি। উনার দিকে তাকিয়ে আমি বলি,

“ আরে, আপনি তামিম ইকবালের কাজিন না? যার সাথে আমার বনানিতে দেখা হয়েছিলো? ”

“ জ্বী না! আপনার কোথাও ভুল হচ্ছে। ”

“ এতো বড় ভুল আমার কেমনে হয়? তো আপনার বাসা কোথায়? ”

“ ধানমন্ডি ”

“ আপনি কোথা থেকে আসছেন এখন? ”

<

“ এইতো অফিস থেকে ”

আমি এতোগুলো প্রশ্ন করলাম আর উনি শুধু উত্তরটাই দিলো! আমার থেকে কোন প্রশ্ন করলোনা। আজিব এক ছেলে। আমি আবার সাহস নিয়ে উনার দিকে তাকিয়ে বললাম,

“ আমার একটা ঠিকানা চাই ”
“ মানে? কিরকম ঠিকানা? আপনার কি কোন ঠিকানা নেই? ”
“ আছে! কিন্তু আমি বর্তমান ঠিকানা নিয়ে খুশি না।”
“ তো আপনি কিরকম ঠিকানা চান? ”
“ আমি এমন ঠিকানা চাই যেখানে আমি নিজের হাতের রান্না করে আপন মানুষগুলোকে খাওয়াবো! ওই ঠিকানায় যাওয়ার পর ছোট্ট একটা বেবি আসবে আর আমি ওই বেবিটাকে দেখাশোনা করে বড় করে তুলবো। ইউ নো হোয়াট আই মিন? ”

“ ইয়েস আই নো! ইম্প্যাক্ট এইরকম কেউ একজনকে আমিও খুঁজতেছি। ”

আমাদের কথার মাঝে উনি বাসের হেল্পারকে বলে, সামনে থেকে নাকি কেউ একজন উঠবে যাতে গাড়ি থামায়! আমি উনাকে জিজ্ঞেস করলাম,

“ কে উঠবে বাসে? ”

“ কোন এক আপনজন! উঠলেও দেখবেন। ”

একটুপর দেখলাম একজন সুন্দর মেয়ে আমাদের সিটের দিকে এসে বলে,

“ উফ রিহান আজ অফিসে খুবই বেশি কাজ ছিলো। ”

আমার ক্রাশ আমার দিকে তাকিয়ে বলে,

“ মিট মাই ওয়াইফ সোনিয়া! একটু পাশের সিটে গিয়ে বসবেন প্লিজ? ”

আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়লো! আমার মুখ দিয়ে কোন কথায় আসছেনা, উনার কথামতো আমি নিজের সিট ত্যাগ দিয়ে পাশে গিয়ে বসলাম।

আমি অন্যে সিটে যাওয়ার পর ওই বিবাহিত ছেলেটি আমাকে বলে,

“ আপনি চাইলে আপনার নতুন ঠিকানায় এখনি আসতে পারেন! একচুয়েলি আমি আর সোনিয়া দুজনেই চাকরিজীবী তাই বাসায় রান্না করে রাখার মতো কেউ নেই, আর সামনে আমাদের কোন বেবি হলে তাকে কেয়ার করার জন্যেওতো কাউকে দরকার! আপনি যেইরকম ঠিকান চান ঠিক সেইরকমই আমাদের বাসা। আপনি আমাদের রান্না করে খাওয়াবেন আর আমাদের বেবি হলে তাকে দেখাশোনা করে বড় করে তুলবেন। আপনি কি রাজি আমার বাসার কাজের বুয়া হতে? ”

পুরো বাসের মানুষগুলো আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি লজ্জায় না পারছি কিছু বলতে আর না পারছি চলন্ত বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে।
.

Related Posts

8 Comments

মন্তব্য করুন