বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম | How To Set bKash Priyo Number Bangla Tips

বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম আজ আপনাদের সাথে আলোচনা করব। আশা করি মনযোগ সহকারে পড়বেন।

বিকাশ যদি ডাউনলোড করে না থাকেন তাহলে এখান থেকে ডাউনলোড করুন : লিংক

বিকাশ (Bkash) তাদের গ্রাহকদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে, যার নাম বিকাশ প্রিয় নাম্বার (Bkash Priyo Number)। প্রিয় নাম্বার ব্যবহার করে বিকাশে ফ্রীতে সেন্ড মানি করা যাবে। কিন্তু আনলিমিটেড প্রিয় নাম্বার সেট করা যাবেনা, শুধুমাত্র ৫টি নাম্বার সেট করা যাবে। অর্থাৎ আপনি আপনার যে ৫টি প্রিয় নাম্বার সেট করবেন সেগুলোতে সেন্ড মানি করতে কোনো প্রকার ফি প্রযোজ্য হবেনা, সম্পূর্ণ বিনামূল্যে সেন্ড মানি (Send Money) করা যাবে। তাহলে চলুন জেনে নেই কিভাবে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে হয়।

বিকাশ প্রিয় নাম্বার এর সুবিধা ও শর্তসমূহঃ

প্রতি প্রিয় নাম্বারে প্রতি মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে সেন্ড মানি করা যাবে। প্রিয় নাম্বারে বিনামূল্যে সেন্ড মানি এর শর্তসমুহ হলোঃ

প্রিয় নাম্বারগুলোতে প্রতি ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে কোনো প্রকার চার্জ প্রযোজ্য হবে না।

<

প্রিয় নাম্বারে প্রতি মাসে ২৫,০০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত লেনদেন হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।

প্রিয় নাম্বারে প্রতি মসে ৫০,০০০ টাকার বেশি লেনদেন হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

অ্যাপ ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট– bKash Priyo Number Set with Using bKash App:

বিকাশ অ্যাপ (bKash App) ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে যা যা করতে হবে তা নিচে দেওয়া হলোঃ

প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করুন।

পিন দিয়ে লগিন করুন।

“সেন্ড মানি” লেখায় ক্লিক করুন।

“প্রিয় নাম্বারের তালিকা দেখুন” লেখায় ক্লিক করুন।

প্রদর্শিত পেজে আপনার প্রিয় নাম্বারের তালিকা (যদি থাকে) দেখতে পাবেন।

বিকাশ প্রিয় নাম্বার সেট করতে নিচের দিকে থাকা “যোগ করুন” এ ক্লিক করুন।

এরপর যে নাম্বারটি বিকাশ প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চান, সেটি লিখুন বা সিলেক্ট করুন

এরপর বিকাশ একাউন্টের পিন দিয়ে সাবমিট করলেই উক্ত নাম্বার বিকাশ প্রিয় নাম্বার হিসেবে সেট হয়ে যাবে।

ইউএসএসডি কোড ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট– bKash Priyo Number Set with Using USSD Code:

*২৪৭# ডায়াল করেও বিকাশ প্রিয় নাম্বার সেট করা যাবে। *২৪৭# ডায়াল করে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে যা যা করতে হবে তা নিচে দেওয়া হলোঃ

প্রথমে *247# ডায়াল করুন।

My bKash এ প্রবেশ করুন (প্রবেশ করতে 4 লিখে রিপ্লাই দিন)।

4 লিখে রিপ্লাই দিয়ে Priyo Numbers মেন্যুতে প্রবেশ করুন।

তারপর 1 লিখে রিপ্লাই করুন।

প্রিয় নাম্বার এড করতে 1 লিখে রিপ্লাই করুন।

এরপর যে নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চান সেটি লিখে রিপ্লাই করুন।

এরপর উক্ত প্রিয় নাম্বারের যে নাম দিতে চান, তা লিখুন (যার নাম্বার তার নাম দিতে পারেন)।

এরপর আপনার বিকাশ পিন লিখে রিপ্লাই করলেই প্রিয় নাম্বার এড হয়ে যাবে।

ব্যাস আপনার বিকাশ প্রিয় নাম্বার (bKash Priyo Number) সেট হয়ে গেলো। এভাবে আপনার পছন্দমতো ৫টি প্রিয় নাম্বার সেট করে নিতে পারেন।

Related Posts

12 Comments

মন্তব্য করুন