বিজ্ঞানের এক নতুন আবিষ্কার (২)

উড কাটিং সিএনসি মেশিন

নকশা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর কাঠের উপর নকশা কার না ভালো লাগে? প্রতিটা মানুষ নকশা এত পছন্দ করে যে সেই প্রাচীন কাল থেকে এখনও হতে তৈরি নকশার প্রচলন রয়েছে। কিন্তু হাতের নকশা তৈরি করতে সময় খরচ হয় প্রচুর। পাশাপাশি দরকার পরে অনেক লেবারের। কিন্তু বর্তমানে বাজারে চলে এসেছে উদ কাটিং সিএনসি মেশিন।

এই মেশিনের সাহায্য ডিজাইন করা অনেক সময় সাপেক্ষ। এবং খরচ ও খুব কম হয়।  যেখানে একটি মানুষ একটি কঠিন ডিজাইন করতে সময় খরচ করে পাঁচ থেকে সাত দিন। সেখানে ওইরকম ডিজাইন করতে এই মেশিনের সময় নেয় মাত্র তিন থেকে চার ঘণ্টা। যা সত্যিই অসাধারণ।

বর্তমানে আমাদের দেশের বিভিন্ন স্থানে এই মেশিনের ব্যাবহার করা হচ্ছে। যার মাধ্যমে জিনিস পত্রের দাম অনেক কম হওয়ায় ভোক্তাদের সন্তুষ্টি।

Related Posts

7 Comments

মন্তব্য করুন