বিটকয়েন থেকে বিকাশ এ টাকা আনার উপায়

অনেকে বিটকয়েন থেকে টাকা আয় করেন। কিন্তু কীভাবে টাকা তুলতে হবে সে বিষয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। আমিও পড়েছি। বিটকয়েন থেকে টাকা তোলার বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা যারা বাংলাদেশের বসবাস করি বর্তমানে টাকা লেনদেন সবচেয়ে সহজ পদ্ধতি হলো বিকাশ।

বিটকয়েন থেকে বিকাশ এ টাকা আনার উপায়

তাই আমি আজকে বিটকয়েন থেকে বিকাশে কিভাবে টাকা তুলা রায় তার বিস্তারিত আলোচনা করবো। আপনার যখন ইচ্ছে সরাসরি বিটকয়েন থেকে বিকাশে টাকা তুলতে পারবেন। বিটকয়েন থেকে বিকাশে টাকা তুলা খুবি সহজ।

হয়তো শুনে অবাক লাগছে। অবাক লাগলেও সত্যি। হা বন্ধুরা,যেখান থেকে আপনি টাকা তুলতে পারবেন সেই সাইটটির নাম হচ্ছে , Coinbase

বিটকয়েন থেকে বিকাশ এ টাকা আনার সাইট : https://grathor.com/quickusd

এটি একটি বাংলাদেশী ওয়েবসাইট।যেকোন মোবাইল অপারেটরে রিচার্জও করতে পারবেন। খুবই জনপ্রিয় একটি সাইট। আমি এখন থেকে অনেকবার মোবাইলে রিচার্জ করেছি। প্রথমে আমি ভেবেছি এরা পেমেন্ট দেবে কি দেবে না? 

তাই আমি বেশি টাকা না দিয়ে মাত্র ১৫ টাকা তুলতে চাইলাম। দেখছি এরা পেমেন্ট করে কিনা? ৪ ঘন্টা পরে আমাকে পেমেন্ট করেছে। তাই আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আপনারাও কম টাকা দিয়ে চেক করে নিতে পারে।

এছাড়াও আপনি আরো এরকম দুটি সাইট থেকে খুব সহজে বিকাশে টাকা তুলতে পারবেন।

<

যেমন: 

*Asian Exchanger (Link: https://grathor.com/asiapaid)

*TDBSE Wallet (Link: https://grathor.com/tdbsewallet)

এশিয়ান এক্সচেঞ্জার থেকে আপনি সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যেই পেমেন্ট পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি প্রতি ডলার ৮০-৮৩ টাকা পর্যন্ত পেতে পারেন।

Related Posts

14 Comments

মন্তব্য করুন