বিশ্বের সবচেয়ে ধনী ৫ জন ব্যক্তি।

আসসালামুয়ালাইকুম।

আশাকরি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলব তা হলো বিশ্বের সবচেয়ে ধনী ৫ জন ব্যক্তি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

৫. মার্ক জুকারবার্গ-

মার্ক জুকারবার্গ কে পৃথিবীর প্রায় সব মানুষই জানে। তিনিই ফেসবুক নামক বিস্ময়কর অ্যাপটি তৈরি করেছেন।

মার্ক জুগারবার্গ যখন কলেজে পড়তেন তখন তিনি শখের বশে ফেসম্যাশ’ নামের একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন। যেটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে পড়েছিল। পরবর্তীতে বিভিন্ন রিচার্জ করার পর এটিকে ফেসবুকে পরিণত করা হয়। মার্ক জুগারবার্গ বিশ্বের মধ্যে  সবচেয়ে অল্প বয়সে বিলিয়নার হয়েছেন।

বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ ১০২ বিলিয়ন ইউ এস ডলার।

<

মার্ক জুগারবার্গ যে গাড়িগুলো ব্যবহার করেন সেগুলো হচ্ছে-

  • পাগানি হুয়ারা যার দাম ১৫ কোটি টাকা
  • ইনফিনিটি জি যার দাম ৩৫ লাখ টাকা
  • হোন্ডা ফিট যার দাম ৯ লাখ টাকা
  • মার্সিডিজ বেঞ্জ স্পিনার ভ্যান যার দাম প্রায় ৮২ লাখ টাকা

এছাড়াও তার একটি প্রাইভেট জেট রয়েছে যার নাম Gulf Stream G650 এবং যার দাম প্রায় ৪৬৩ কোটি টাকা।

৪. বার্নার্ড আর্নাল্ট- 

বার্নার্ড আর্নাল্ট হচ্ছেন ফ্রান্সের একজন বাসিন্দা। এবং তিনি LVMH কোম্পানির প্রতিষ্ঠাতা।

তিনি ফ্রান্সের মধ্যে সবথেকে ধনী ব্যক্তি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১১৭ বিলিয়ন ইউ এস ডলার।

তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেটি হচ্ছে বিএমডব্লিউ এক্স ড্রাইভ। যার দাম প্রায় তিন কোটি টাকা। এছাড়াও তার একটি বিলাসবহুল জাহাজ রয়েছে যার নাম সিম্ফোনি। যার দাম প্রায় ১২শ কোটি টাকা।

৩. বিল গেটস- 

বিল গেটস পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা। ছোটবেলা থেকেই তিনি সফটওয়্যার এবং কম্পিউটারের প্রতি আকর্ষিত ছিলেন। যার কারনে সে কম্পিউটার ঘাটতে ঘাটতে ১৯ বছর বয়সে  Microsoft-এর মডেল তৈরি করেছিলেন। এভাবে আস্তে আস্তে উন্নতি করার ফলে সারা বিশ্বে তার সফটওয়্যার মাইক্রোসফট ছড়িয়ে পড়ে।

বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১৩৪ বিলিয়ন ইউ এস ডলার। তিনি যে গাড়িগুলো ব্যবহার করেন সেগুলো হলো-

  • পোরচে ৯১১ যার দাম প্রায় ৯০ হাজার ডলার
  • শেভ্রলেট সাবার্বেন যার দাম প্রায় ৫১ হাজার ডলার
  • মার্সিডিজ ভি২২২ ডি যার দাম ২ লক্ষ ইউএস ডলার

২. জেফ বেজোস- 

তিনি ২০২০ সালে প্রথম সর্বোচ্চ ধনীর খেতাবে ছিলেন। তিনি হলেন অ্যামাজন  কোম্পানির প্রতিষ্ঠাতা। অ্যামাজন কোম্পানি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ ই-কমার্স সাইট। এছাড়াও তিনি ব্লু অরিজিন কোম্পানি ফাউন্ডার এবং সিইও।

বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ ১৮৬ বিলিয়ন ইউএস ডলার।

তার গাড়িগুলো হলো-

  • তার একটি ফেরারি পিনিনফারিনা সার্জিও আছে। যার দাম প্রায় ৩ মিলিয়ন ইউএস ডলার।
  • একটি বুগাটি ভেরন ম্যানসোরি আছে তার দাম ৩ মিলিয়ন।
  • একটি ডব্লিউ মটরস লাইক্যান হাইপার স্পোর্ট আছে যার দাম প্রায় ৪ মিলিয়ন ডলার।
  • একটি কয়নাইগসেগ সিসিএক্স আর ট্রেভিটা প্রায় ৫ মিনিয়ন ইউএস ডলার।
  • এছাড়াও একটি ল্যাম্বরগিনি ভেনেনো আছে যার মূল্য ৫ মিলিয়ন ডলার।

এবং একটি প্রাইভেট জেট আছে যার নাম TWO Gulf Stream G650ER। এবং এর মুল্য প্রায় ১৫০ মিলিয়ন ডলার।

১. এলন মাস্ক- 

বিল গেটস এবং জেফ বেজোস কে পিছে ফেলে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন এলন মাস্ক। তার বিভিন্ন কম্পানি রয়েছে যেমন: টেলসা, স্পেস এক্স, দ্যা বোরিং কম্পানি, সোলার সিটি নিউরোলিন কোম্পানি ইত্যাদি।

মহাকাশে নতুন গ্রহ খোঁজা থেকে শুরু করে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর সব কাজ যাচ্ছে তার  স্পেস এক্স নামক কম্পানি। এমনকি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বি এস ওয়ান প্রতিষ্ঠানের স্পেস এক্স থেকে পাঠানো হয়েছিল।

বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ২১০  বিলিয়ন ইউ এস ডলার।

তার একটি প্রাইভেট জেট রয়েছে যার নাম Gulf Stream G550 এবং এর দাম প্রায় ৬০০ কোটি টাকা। তার গাড়িগুলো হল:

  • একটি টেসলা মডেল ৩ আছে যার দাম ৩০ হাজার ইউএস ডলার
  • একটি টেসলা রোডস্টার আছে তার দাম ২ লাখ ইউ এস ডলার।
  • একটি ম্যাকলারেন এফ-১ আছে তার দাম ৮ মিলিয়ন ইউএস ডলার।
  • একটি লোটাস ই স্পিরিট আছে তার দাম ৮ লাখ ইউএস ডলার।
  • একটি ১৯৬৭ জ্যাগোয়ার ই টাইপ আছে যার দাম ৪ লাখ ইউএস ডলার।
  • এছাড়াও তার কাছে একটি পোরচে ৯১১ আছে যার দাম ৯০ হাজার ইউ এস ডলার।

তো আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ কথা হবে পরের পোস্টে। আপনাদের জন্য আমার দোয়া রইল।

সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

মাক্স পড়ুন।

আল্লাহ হাফেজ।

Related Posts

18 Comments

  1. ত্বক সুন্দর ও লাবণ‌্যময় করে তুলতে বিভিন্ন ফলের কার্যকারীতা, যা আপনার অজানা। The effectiveness of various fruits to make the skin beautiful and radiant, which is unknown to you.
    বিস্তরিত জানতে এই লিংকে ক্লিক করুন-
    https://www.juifullbangla.xyz/2021/07/%20%20%20%20.html

  2. Facebook এখন আর বিনোদন নয়, এখান থেকে আয় করুন লাখ টাকা Affiliate Marketing করে। বিস্তরিত জানতে এই লিংকে ক্লিক করুন-
    https://www.juifullbangla.xyz/2021/07/%20%20Affiliate%20Marketing%20.html

  3. চুলের ডগা ফাঁটা রোধ এবং চুলের নানাবিধ সমস‌্যা থেকে চিরতরে মুক্তি পান আমলকির সাহায‌্যে। বিস্তরিত জানতে এই লিংকে ক্লিক করুন-
    https://www.juifullbangla.xyz/2021/06/blog-post.html

মন্তব্য করুন