বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এবং অনলাইন আয়

আসসালামু আলাইকুম। আমি আজকে ক্রিকেট বিষয়ে কিছুটা বলব শুরু করি।বিসমিল্লাহ। ক্রিকেট খেলা আমাদের দেশীয় খেলা নয়।এটি বিদেশি খেলা।ইংরেজরা প্রথমে এটা আমাদের দেশে চালু করে।তবে এখন আমাদের দেশের ছেলেরাও এ খেলায় মেতে উঠেছে।এ খেলা খুবই সুন্দর।এ খেলা খুবই ব্যয়বহুল। ক্রিকেট এখন পৃথিবীর একটি জনপ্রিয় খেলা। আমাদের দেশেও খেলাটি জনপ্রিয় হয়ে উঠেছে।শীতে মিষ্টি রোদ আর নরম আলোতে এ খেলা ভাল জমে।অন্যান্য খেলার মত ক্রিকেটে ২টি দল থাকে।প্রতি দলে ১১জন খেলোয়নিয়ে প্রতিযোগিতা হয়।প্রতি দল একজন ক্যাপ্টেনের অধীনে চলে।ক্যাপ্টেনকে সহায়তা করার জন্য উভয় একজন করে সহ-অধিনায়ক থাকে।ক্যাপ্টেনদ্ব্য় খেলা শুরু করার জন্য টস করে।টসে জয় লাভ কারী সিদ্ধান্ত করে কারা আগে ব্যাট অথবা ফিল্ডিং করবে।ক্রিকেট জন্য বেশি প্রয়োজন একটি সমতল মাঠ।মাঠের মধ্যস্থলে পরস্পরের পুরো বিপরীত দিকে বাইশ গজ দূরে এক এক দিকে তিনটি করে কাঠখন্ড মাটিতে পোতা হয়,এগোলোকে ‘উইকেট’বলে।এ উইকেটের মাথায় দুটি কাঠখন্ড থাকে,একে’বেল’বলে।দু’দিকের দু’জন খেলোয়াড়দের হাতে থাকে কাঠের তৈরি বিশেষ ধরনের ব্যাট থাকে এবং যে বল করে তার হাতে চামড়ার তৈরি একটি গোলাকার শক্ত বল থাকে।বোলিং ক্রিজের মাঝখানের জায়গাটিকে বলে ‘পিচ’।যে খেলোয়াড় বল পিটায় তাকে ব্যাটসম্যান বলে এবং উইকেটের পশ্চাতে থেকে যে বল ধরে তাকে ‘উইকেট কিপার’ বলা হয়।তুলার তৈরি এক প্রকার পুরু আবন ‘প্যাড’দিয়ে তাদের পায়ের পাতার কাছ থেকে উরুদেশ পর্যন্ত ঢাকা থাকে।এছাড়া তাদের হাতে পুরু দস্তানা থাকে থাকে।’টেস্টম্যাচ’হলো ক্রিকেটের প্রথম শ্রেনির খেলা।এটি পাঁচ দিন ধরে চলে। এছাড়া ‘ওয়ানডে ম্যাচ’একদিনের খেলা যা ৫০ ওভারে সীমাবদ্ধ থাকে।বর্তমানে ওয়ান্ডে ম্যাচই বেশি জনপ্রিয়।এ খেলা রাতে-দিতে অনুষ্ঠিত হয়ে থাকে।এ খেলা নিয়ন্ত্রণের জন্য উভয় দলের স্বীকৃতি নিয়ে দু’জন লোক ঠিক করা হয়।তাদের আম্পায়ার বলা হয়।আম্পায়ারের আদেশে খেলা আরম্ভ এবং সমাপ্ত হয়।খেলার প্রারম্ভে এক পক্ষের দু’জন ব্যাটধারী থাকে ব্যাটিং-এ এবং অপরপক্ষ নিয়োজিত থাকে বোলিং এবং ফিল্ডিং এ।বোলার উইকেট লক্ষ করে বল ছুঁড়তে থাকে।এক এক বারে সে ছয়বার পর্যন্ত বল নিক্ষেপের সুযোগ পায়।এই ছয়বল নিক্ষেপের সময়কে বলে ‘ওভার’।ব্যাটসম্যান বলকে আঘাত করার চেষ্টা করে। যদি সে বলকে আঘাত করে দূরে পাঠিয়ে দেওয়ার পর অপর উইকেট পর্যন্ত দৌড়ে আসতে পারলে এক রান হয়।সজোরে বলকে মাঠের বাইরে পাঠাতে পারলে হয় ‘বাউন্ডারি’।নির্ধআরিত মাঠের মাটি স্পর্শ করে যদি বল বাইরে চলে যায় তাহলে ব্যাটসম্যান চার রান পেয়ে যায়।আর যদি প্রতিপক্ষের খেলোয়াড়দের মাথার উপর দিয়ে এবং মাঠের মাটি স্পর্শ না করে একদম বাইরে চলে যায় তাহলে ওভার বাউন্ডারি।এ ক্ষেত্রে ব্যাটসম্যান ছয় রান পেয়ে যায়।দর্শকরা বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি দারুণভাবে উপভোগ করে থাকে।এক পক্ষের খেলোয়াড় সব আউট হলেই খেলার পর্যআয় পরিবর্ততিত হয় এবং অপর পক্ষ বল পিটাইতে আসে।প্রত্যেক একবার করে খেলাকে ইনিংস বলে।যে পক্ষ বেশি রান বা পয়েন্ট লাভ করে তারা জয় লাভ করে।ক্রিকেট খেলায় অনেক সময় এর প্রয়োজন হয়।এমন কি একদিনে ৭-৮ঘন্টা খেলার পরেও এক পক্ষের খেলা শেষ হয় না।দর্শকগণ ধৈর্য সহকারে এ খেলা দেখে আনন্দ উপভোগ করে।অন্যান্য খেলার ন্যায় ক্রিকেট খেলাও স্বাস্থ্যকর ও আনন্দদায়ক।শরীরচর্চার দিক ব্যাতিত এর অন্য একটা দিকও আছে তা হলো চরিত্র গঠন।এছাড়া খেলোয়াড়দের শৃঙখলাবোধ,দায়িত্বজ্ঞান,ধৈর্য,সহিষ্ণুতা,সতর্কতা,ক্ষিপ্রগতিতা,সহযোগিতা প্রভৃতি গুণও এ খেলা লাভ করা যায়।কিন্তু ক্রিকেট অত্যান্ত ঝুঁকিপুর্ণ খেলা। বোলার কতৃর্ক সজোরে নিক্ষিয় বল যে কোনো খেলোয়াড়কে আঘাত করতে পারে।এটি মৃত্যর কারণও হতে পারে। ক্রীয়াই জাতির শক্তি।জাতীয় জীবনে খেলাধুলার প্রভাব অপরিসীম। জাতির সুস্থত, জাতির আন্তর্জাতিক পরিচিতি,জাতির আনন্দের খেলাধুলায় নিহিত। আসসালামু আলাইকুম,,, আমাদের অনলাইন জব হলো সিপিএ মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং জব,,,
চাকরির ধরন: CPA Marketing (পার্টটাইম অনলাইন)।

কোম্পানী: সরকার অনুমোদিত ১০০% বিশ্বাসযোগ্য আইটি কোম্পানী।

যোগ্যতা: এস.এস.সি/এইচ.এস.সি/গ্র্যাজুয়েট/মাষ্টার্স।

কাজের সময়: ৫ঘন্টা।

বেতন: ৮০০০/- + কমিশন (১০/১৫ হাজার) টাকা।

কাজের স্থান: বাংলাদেশের যেকোন জায়গায় ঘরে বসে করা যাবে।

<

প্রয়োজনীয় ডিভাইস: স্মার্টফোন বা পিসি।
আপনার কি স্মার্টফোন বা পিসি আছে???? ধন্যবাদ. আমাদের কাজটি হচ্ছে মূলত অনলাইন বেসিস কাজ. এটি হলো সিপিএ মার্কেটিং (CPA=Cost Per Action). ও digital marketing er kaj…. সিপিএ মার্কেটিং এর মূল কাজ হলো কোন একটা অ্যাকশন সম্পন্ন করা. ( অ্যাকশন? যে রূপ: ফেসবুক লাইক, কমেন্ট, শেয়ার, রিভিউ, পিন কোড অথবা জিপ কোড সাবমিট করা, লিড জেনারেশন করা ইত্যাদি 1 একটা অ্যাকশন) এবং প্রমোশন করা. প্রমোশন বলতে আমরা বিভিন্ন অফার প্রমোশন করার কথা বলছি, এই অফারটি হতে পারে বিভিন্ন কোম্পানির অথবা বিভিন্ন প্রোডাক্ট এর অফার প্রমোশন করা. আপনার কি সিপিএ মার্কেটিং সম্পর্কে অভিজ্ঞতা আছে ????? আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি মার্কেটপ্লেস থেকে আর্ন প্রুভমেন্ট দেখিয়ে সরাসরি যোগদান করতে পারবেন।।।আর যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনাকে কোর্স করতে হবে।।। কারন অভিজ্ঞতা ছাড়া কোন কম্পানি আপনাকে জব অফার করবে না।।। কোর্সে আপনাকে দুই ধরনেরকাজ শেখানো হবে. সিপিএ মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং. আপনাকে এ কাজ গুলোর জন্য 1 মাসের একটি ট্রেনিং ক্লাস নেওয়া হবে।। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ শেখানো সাথে সাথে আপনাকে একটা জব দেওয়া হবে।।।। আর সব থেকে দারুন অফার হচ্ছে আপনি জবে জয়েন করে কম্পানির দেওয়া কাজের মধ্যে টিম সিলেক্ট করে প্রতিদিন 1000-1500 টাকা পর্যন্ত আয় করার সুযোগ আছে।।। এটাকে অ্যাডভান্সড স্যালারী প্রমোশন বলে।।। এটা তো বললাম শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আপনার উপার্জন, আপনি সি পি এ এর ফুল কোর্স টি করার শেষে অনলাইন থেকে ডলার ইনকাম করতে পারবেন.তাহলে এখন আপনি কি সিপিএ এর কোর্সটা করতে চান????কোর্স করতে চাইলে এর জন্য কোর্স ফি আছে। ।।আপনি কি কোর্স ফি সম্পর্কে বিস্তারিত জানতে চান?? সিপিএ কোর্স ফি 10000 টাকা কিন্তু সবচেয়ে বড় সুযোগ হল আপনাকে 2000 টাকা বা 3000 টাকা দিয়ে ভর্তি হয়ে ট্রেনিং করার পর জবে জয়েন করার পর বাকি 8000 টাকা স্যালারী থেকে পরিশোধ করার সুযোগ আছে।।। এখন আপনি যদি কোর্স করতে চান ???

Related Posts

14 Comments

মন্তব্য করুন