বেকারদের জন্য জরুরি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি

বিসমিল্লাহির রাহমানির রাহীম
জরুরি ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মেরিন সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস নামক একটি লিমিটেড কোম্পানির অধীনে দক্ষ ও অদক্ষ জনবল নিয়োগ চলছে। যার সরকারি রেজিষ্ট্রেশন নং-সি/১৫৭৪০৪

আবেদনের শেষ তারিখ:- আগামী ২৭ নভেম্বর, ২০২০ ইং। আবেদন করতে হবে ম্যানেজার বরাবর। সরাসরি ও ডাকযোগে আবেদন পাঠাতে পারবেন। অথবা, সরাসরি ফোন কল করেও আবেদন কনফার্ম করতে পারবেন।আবেদন করার জন্য কল করুনঃ 01645860574 এই নম্নরে।

পদের নামঃ
সাধারণ সিকিউরিটি গার্ড
যোগ্যতা: প্রার্থীকে ৫ম-৮ম শ্রেণী পাশ হতে হবে।
বেতন: কোয়ালিফিকেশন ও কাজের দক্ষতার ভিত্তিতে (৮,০০০  থেকে ১০,০০০) টাকা পর্যন্ত।
পদের সংখ্যা: এই পদে মোট ১১ জন নেয়া হবে।

স্পেসাল সিকিউরিটি গার্ড
যোগ্যতা: এই পোষ্টে আবেদন করতে হলে প্রার্থীকে ৮ম – এস.এস.সি পাশ হতে হবে।
বেতন: দক্ষতার উপর ১০,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হবে।
পদের সংখ্যা: মোট ০৮ জন।

চায়না প্রজেক্ট হেল্পার
যোগ্যতা:(৫ম-৮ম) শ্রেণী পাশ হতে হবে।
বেতন: আগের মতোই কর্মদক্ষতা অনুযায়ী ১৪,৫০০ থেকে ১৭,০০০ টাকা পর্যন্ত।
পদের সংখ্যা: মোট ২৫ জন l

সুপারভাইজার
যোগ্যতা: ssc/hsc পাশ।
বেতন: ১৪,৫০০ -১৭,০০০ টাকা পর্যন্ত।
পদের সংখ্যা: মোট ০৭জন

রাজ মিস্ত্রি
এই পোস্টে আবেদন করতে হলে প্রার্থীর পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন।
বেতন: ২০,০০০ টাকা থেকে শুরু করে ২২,০০০ টাকা পর্যন্ত।
পদের সংখ্যা: মোট ১৫ জন

রড মিস্ত্রি
এই পোস্টেও অভিজ্ঞ প্রার্থীকে নিয়োগ করা হবে।
বেতন: ২১,০০০ টাকা থেকে শুরু হয়ে ২৪,০০০ টাকা পর্যন্ত হবে।
পদের সংখ্যা: মোট ১২ জন

সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার
যোগ্যতা: সিভিল ডিপ্লোমা পাশ সহ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
বেতন: ২৩,০০০ থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত।
পরের সংখ্যা: মোট ০২ জন

রিক্রোটিং অফিসারঃ
এই পদে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবে।
যোগ্যতাঃ ssc/hsc পাশ
বেতন: ১৬,০০০ থেকল ২১,০০০ টাকা
পদের সংখ্যা: মোট ১৬ জন

কম্পিউটার অপারেটর
যোগ্যতাঃ কম্পিউটার অপারেটিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
বেতন: ১৩,০০০ থেকে ১৮,০০০ টাকা।
পদের সংখ্যা: মোট ০৩ জন

রিসিপসনিস্ট
এই পদেও ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে।
যোগ্যতা : ssc/hsc পাশ
বেতন: ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা।
পদের সংখ্যা: মোট ০৮ জন

ক্লিনার
অভিজ্ঞতা সম্পন্ন প্রাথীদের অগ্রাধিকার দেয়া হবে। অফিস শো- রুম ক্লিন করতে হবে।
বেতন: ১২,০০০ টাকা থেকল ১৫,০০০ টাকা।
পদের সংখ্যা: মোট ১০ জন

ওয়েল্ডার
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী আগে নেয়া হবে।
বেতন: যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে।
পদের সংখ্যা: মোট ০৯ জন l

পিয়ন
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য।
যোগ্যতা: ssc পাশ
বেতন: ১২,৫০০ থেকে ১৫,৫০০ টাকা
পদের সংখ্যা: মোট ০৬ জন

বয়স সীমা
যেকোনো পদে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৫৫ বছর।
ডিউটির সময়ঃ ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত।

মেইলে আবেদন পাঠাতে পারেনঃ [email protected]

সুবিধাসমুহঃ-
কোম্পানি থাকার জায়গা দেবে। খাওয়া খরচ নিজেকে বহন করতে হবল।
চিকিৎসা ভাতা ও হাজিরা বোনাস থাকবে।

মাসিক ছুটি
প্রতিটি পদেই মাসেক ৪ দিন পাওয়া যাবে।
ঈদ বোনাস দেয়া হবে।
অতিরিক্ত কাজের জন্য ওভার টাইমের সুবিধা আছে।
প্রতি মাসের বেতন ৩ থেকে ৭ তারিখের মধ্যে প্রদান করা হবে।

যা যা লাগবেঃ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি
স্ব স্ব এলাকার চেয়ারম্যান সার্টিফিকেট।
জাতীয় পরিচয় পত্রর ফটোকপি। না থাকলে জন্মসনদের ফটোকপি।
সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।

উল্লেখ্য যে,
এখানে ২/৩টি পোস্ট ব্যতিত অন্য কোন পোস্টে অভিজ্ঞতার প্রয়োজন নেই।
প্রার্থীকে কর্মঠ, কাজের প্রতি আন্তরিক, কাজের প্রতি আগ্রহী ও কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানাঃ
আরিফ কমার্শিয়াল কমপ্লেক্স, হোল্ডিং নং- ৫/১১, জনতাবাগ, কদমতলী, ঢাকা -১২৩৬

Related Posts